About Us

হ্যালো , প্রিয় বন্ধুরা , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাকে স্বাগত , আমরা খুশি যে আপনি আমাদের বঙ্গজ্ঞান ওয়েবসাইটের সম্পর্কে আরও কিছু জানতে চান ।

বঙ্গজ্ঞান সম্পর্কে কিছু তথ্য 

বঙ্গজ্ঞান একটি তথ্য প্রদানকারী ব্লগিং প্লাটফর্ম । আমাদের ভারত ও বাংলাদেশের বাংলা ভাষার মানুষদের কথা চিন্তা করে আমাদের এই বঙ্গজ্ঞানের উৎপত্তি । বর্তমানে অনেকেই আছে যারা কিছু বিষয় জানার হলে বা কোনো তথ্য জানার হলে সেটা ইন্টারনেটে খোঁজ করে , এটি একটি খুব ভালো অভ্যাস , কিন্তু সমস্যা টি হচ্ছে ইন্টারনেটে থাকা বেশিরভাগ তথ্যের প্রায় ৯০ শতাংশ ইংরেজি ভাষায় উপলব্ধ । এবার অনেক ইন্টারনেট ব্যবহার কারী রয়েছে যারা ইংরেজি ভাষায় ততটা সাচ্ছন্দ বোধ করে না , তারা বাংলা ভাষায় তাদের তথ্য গুলো জানতে চায় । তাদের কথা ভেবে আমরা সেইসব মানুষদের সাহায্য করার জন্য একটি পদক্ষেপ এগিয়ে এসেছি ।

আমাদের প্রথম লক্ষ্য আপনাদের বাংলা ভাষায় সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করা , সুতরাং দয়া  করে আপনি যদি কোনো রকম তথ্য জানতে চান , তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ।

আমাদের লক্ষ্য কি 

আমাদের মূল লক্ষ্য আপনাকে ১০০ শতাংশ সঠিক তথ্য প্রদান করা যা আপনাকে দুর্দান্ত একটি অভিজ্ঞতা প্রদান করবে ।

আমরা প্রধানত আমাদের তথ্যের উপর ফোকাস করি এবং সমস্ত ইন্টারনেট ব্যবহারকারী দের ভালো অভিজ্ঞতা প্রদানের জন্য এটিকে নিয়মিত ভাবে উন্নত করি ।

মূলত , আমরা ব্যবসার আইডিয়া ও স্টার্টআপ , কেরিয়ার , কম্পিউটার ও ইন্টারনেট এবং আরও বেশ কিছু বিষয়ের উপর নানা তথ্যের উপর অনুসন্ধান করি এবং নতুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি ।

আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনি আমাদের [email protected] এ ইমেল করতে পারেন, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের Contact Us ফর্মের মাধ্যমে।

ধন্যবাদ 

বঙ্গজ্ঞান টীম