সেরা ১০টি এড দেখে টাকা ইনকাম করার উপায়

Rate this post

আমরা অনেকেই আজকাল দিনের বেশিরভাগ সময় মোবাইলে এবং সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে থাকি। এতে আমাদের সময় অনেকটাই নষ্ট হয়। কিন্তু আপনারা কি জানেন এরমভাবে সময় নষ্ট না করে অনায়াসেই বাড়িতে বসে অনলাইনে এড দেখে টাকা ইনকাম করা যায়। আমরা প্রত্যেকেই অনেক ধরণের অ্যাপ, ওয়েবসাইট এবং গেম খেলার সময় এড দেখি। মূলত আমরা সেগুলো দেখলে অনেকসময় বিরক্ত হই কিন্তু অনেকেই জানেন না যে সেই এডগুলো দেখেও ইনকাম করা যায়। আজকাল আমরা অনেকেই অনলাইনে টাকা কামাতে চাই। কিন্তু কিভাবে টাকা ইনকাম করবো সেটি খুঁজতে গিয়ে আমরা অনেকসময় নানা প্রতারণার সম্মুখীন হই।

তবে আমাদের এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। তাহলেই আমরা ঠিকঠাক অ্যাপ খুঁজে পেয়ে যেতে পারি। এরজন্য সেই অ্যাপগুলোর রিভিউ দেখে নিতে হবে। সেই অ্যাপগুলোই বেছে নিতে হবে সেগুলোতে ফ্রি তে কাজ করা যায় আর ভালো টাকাও পাওয়া যায়। আমরা অনেকেই জানি না যে শুধুমাত্র বাড়িতে বসে এড দেখেই ৪০০ টাকা থেকে ৫০০ টাকা আয় করা যায়। যেগুলো অনায়াসেই হাতে পেয়ে যাবেন আপনি। তবে যদিও বেশি টাকা কামানো যায়না। কিন্তু হাত খরচ অথবা এক্সট্রা ইনকাম করার জন্য এই অপশনটি খুবই ভালো। এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমাদের ফ্রিতে এড দেখে টাকা ইনকাম করতে সাহায্য করে।

এখন অনেকেরই প্রশ্ন জাগে সত্যিই কি এড দেখে টাকা কামানো যায়? এছাড়া ওয়েবসাইট এবং অ্যাপসগুলো কেনই বা আমাদের টাকা দেবে এতে তাদের কি লাভ হবে?  এই ব্যাপারে বলতে গেলে অ্যাপগুলোর লাভ হবে বলেই তারা আমাদের টাকা দেয়। চলুন অ্যাপ ও ওয়েবসাইটগুলো কীভাবে এড দেখিয়ে ইনকাম করে জেনে নিই।

এড দেখে টাকা ইনকাম

১. এড এনগেজমেন্ট বৃদ্ধি
আমরা যতবেশি এডগুলো দেখি তত কোম্পানীগুলোর এড এগেজমেন্ট বাড়ে। এতে এডগুলোর ভিউ বেশি বেশি করে বৃদ্ধি পায়। ভিউ বাড়লে রিচও বাড়ে। আর এরফলে যারা এড দেন মানে এডভারটাইসাররা লাভ পান।

২. আপনার মাধ্যমে ইনকাম বৃদ্ধি হওয়া
আমরা যেগুলো অ্যাপে এড দেখবো সেগুলো বেশি বেশি এড দেখিয়ে টাকা কামিয়ে নেয় এবং সেই টাকার কিছু অংশ আমাদের দেয়। এভাবেই তারা টাকা কামায়। সুতরাং বোঝাই যায় যে এড এর টাকার পরিমাণ আমাদের উপরই নির্ভর করে। আমরা যত বেশি এড দেখবো কোম্পানীও তত বেশি টাকা পাবে এবং সেটির কিছু লাভের অংশ আমাদের দেবে।

৩. ডাটা সংগ্রহ

আমরা যখন এড দেখি তখন আমাদের ইন্টারেস্ট ও লোকেশন অনুযায়ী তথ্য নিয়ে নেয় কোম্পানীগুলো। এই হিসেবে তারা উপযুক্ত কাস্টমার পেয়ে যায় এবং সেই হিসেবেই এড দেখায়। এভাবেই তারা অনেক লাভ করে।এবার চলুন জেনে নিই সেই অ্যাপগুলো কি কি?

এড দেখে টাকা ইনকাম

আমরা তো রোজই ইউটিউব, ফেসবুক এগুলো প্লাটফর্মে অনেক ধরনের এড দেখি। যেগুলো কিছু কিছু আমাদের পছন্দ হয় তো কিছু কিছু হয়না। চলুন আজ কিছু কিছু অ্যাপসের নাম জেনে নিই যেগুলোর মাধ্যমে আমরা অনায়াসেই ইনকাম করতে পারবো।

১. KashKick

এই অ্যাপটি গুগল প্লেস্টোরে রয়েছে। এটির সাহায্যে খুব সহজে আপনি এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপটির গুগল প্লে স্টোরে ৪.৩ স্টার রেটিং রয়েছে। এই অ্যাপে ১০ ডলার জমা হলেই আপনি সেটিকে বের করতে পারবেন। এই টাকাগুলো PayPal এর সাহায্যে বের করতে পারবেন।

২. Coinpayu
এই অ্যাপটিও এড দেখায়। যার জন্য প্রথমে অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর ভিউ এডস অপশনে গিয়ে সার্ফ এড, উইন্ডো এডস ও আর্টিকেল এডস থেকে টাকা ইনকাম করা যায়। এখানে মূলত ৬০ সেকেন্ডের জন্য এডগুলো আসে। এখানে আয় করা টাকাগুলোও PayPal এর মাধ্যমে উইথড্র করা যাবে।

৩. Paidwork
এখানেও এড দেখে আয় করা যায়। এরজন্যও এই অ্যাপে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর বিভিন্ন সার্ভে ও ভিডিও এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও এখানে গেম ও টাইপিংও করা যায় যা থেকে টাকা ইনকাম করা যায়। তারপর আপনি চাইলেই সেই টাকাগুলো PayPal এর মাধ্যমে টাকা তুলতে পারেন। এই অ্যাপে প্রতিদিন ৫ থেকে ১০ ডলার টাকা ইনকাম করতে পারবেন বেশি সময় দিতে পারলে।

৪. Givvy Social
এই অ্যাপটি ডাউনলোড করার পর ড্যাশবোর্ডে গিয়ে অনলাইনে এড দেখে টাকা ইনকাম করা যায়। শুধু তাই নয় এখানে লাইক, কমেন্ট, শেয়ার করলেও টাকা আয় করা যায়। আয় করা টাকাগুলো PayPal, Paytm এগুলোর মাধ্যমে তুলতে পারবেন।

৫. Givvy Videos
Givvy social এর মতো Givvy videos এ এড দেখে টাকা আয় করা যায়। যদিও এখানে ভিডিও এডস দেখতে হয়। ভিডিও দেখে একটি পরিমাণে কয়েন জমা হয় আর সেটি পরে ডলারে রূপান্তর করা যায়। যেগুলোকে Coinbase, Paytm ইত্যাদির মাধ্যমে তোলা যায় পরবর্তীতে।

৬. Swagbucks
এই অ্যাপটি খুব জনপ্রিয়। এখানে এড ও সার্ভে করে টাকা উপার্জন করা যায়। এছাড়াও এখানে শপিং, গেম ও রেফার করেও টাকা পাওয়া যায়। তারপর সেই জমানো টাকাগুলো PayPal, gift card ইত্যাদির মাধ্যমে তোলা যায়।

৮. Cash’em All
এই অ্যাপটিও খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এটিকে ৫০ মিলিয়নের মতো মানুষ ব্যবহার করে। এখানেও ভিডিও এড দেখে টাকা কামানো যায়। এছাড়াও এখানে ডেইলি নতুন নতুন অনেক টাস্ক দেওয়া হয় যেটি পূরণ করলেও টাকা পাওয়া যায়। এই টাকাগুলো অনায়াসেই Payonner, Paypal এর মাধ্যমে তোলা যায়।

৯. InboxDollars

এখানেও অনেকধরনের এড, সার্ভে এবং ছোট ছোট টাস্ক করে টাকা ইনকাম করা যায়। এখানেও আপনাকে PayPal, cheque ও gift card এর মাধ্যমে পেমেন্ট দেওয়া হয়। মাত্র ৩০ ডলার জমা হলেই আপনি সেই টাকা তুলতে পারবেন।

১০. Scarlet Clicks

Scarlet Clicks ও জনপ্রিয় এড দেখে টাকা ইনকাম করার অ্যাপগুলোর মধ্যে একটা। এখানে দেখা এডগুলো থেকে কামানো টাকাগুলো PayPal, Air TM ইত্যাদির মাধ্যমে অনায়াসেই তুলতে পারবেন।

এড দেখে টাকা ইনকাম করা কি ঠিক?

শুধু এড কেন যেকোন উপায়েই টাকা ইনকাম করা ভালো।  এতে যেমন এক্সট্রা ইনকাম হয় তেমনি একটু হলেও আত্মনির্ভর হওয়া যায়। আপনি যেভাবেই টাকা ইনকাম করুন না কেন সেটা আপনাকে আনন্দ দেবে। একবার ইনকাম করার জন্য উৎসাহ পেলে আপনার অন্য কাজ করবার জন্যও উৎসাহ পাবেন। তবে এড দেখে টাকা ইনকাম করাকে আমাদের কাউকেই পেশা হিসেবে নেওয়া উচিত নয়। এটিকে পার্টটাইম কাজ হিসেবে রাখতে পারেন। এতে অনায়াসেই আপনার হাত খরচ উঠে যাবে।

যদি আপনার কাছে কিছু এক্সট্রা সময় থাকে তাহলে সেই অবসর সময়ে ঘরে বসে এই কাজগুলো করতে পারেন। তবে এর আগে অবশ্যই দেখে নিতে হবে কোন অ্যাপ বেশি টাকা দেয় সেই হিসেবেই কাজ করা উচিত। তাহলেই আপনি আপনার সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর ভালো পরিমাণ টাকাও কামাতে পারবেন। এভাবে কাজ করলে আপনার অবসর সময়েরও অপচয় হবেনা।ঘরে বসে আয় করা এখন এই ডিজিটাল যুগে সহজ হয়ে উঠেছে। এরজন্য দরকার শুধু ভালো কর্ম দক্ষতা এবং সঠিক পথ বেছে নেওয়া।

উপরে দেওয়া অ্যাপগুলো ব্যবহার করে কাজ করা শুরু করে দিন। তবে আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিন। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের জন্য লাভজনক হবে আর আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।