দুর্দান্ত ৫ টি কম্পিউটার কোর্স

2.5/5 - (11 votes)

বর্তমানে প্রযুক্তি যুগটি ,নতুন প্রজন্মের জন্য উচ্চতর শিক্ষা  সুযোগের এক বিশাল ঢেউ এনেছে। আপনি যদি স্নাতকোত্তর হওয়ার জন্য কোন বিষয়  বেছে নেওয়ার সিদ্ধান্ত  নিতে লড়াই করছেন , বা আপনি কাজ করছেন এবং পদোন্নতির জন্য উচ্চতর সম্মান  অর্জন করতে চান , তবে ভাল ক্যারিয়ারের পক্ষে ভবিষ্যতে  ভালো  চাকরি সবাই পেতে চায় তাই অনেকেই গুগল এ সার্চ করে যে কম্পিউটার কোর্স কোনটা ভালো ?  তাই আজকের এই পোস্টে আপনাদের জন্য ৫ টি সেরা কম্পিউটার কোর্স গুলি নিয়ে নিচে আলোচনা করা হলো ।

ভালো চাকরির জন্য ৫ টি সেরা কম্পিউটার কোর্স

১. কম্পিউটার কোর্স কোনটা ভালো  ?

আমাদের সবার মধ্যে অর্থাৎ যারা কম্পিউটার এর বিষয়ে আগ্রহী এবং তারা বিভিন্ন কম্পিউটার কোর্স শিখতে চায় তাদের মধ্যে এক প্রশ্ন এসেই যে কম্পিউটার কোর্স কোনটা ভালো হবে তাদের ভবিষতের জন্য । 

কম্পিউটার কোর্স সবই ভালো , কিন্তু তার মধ্যে সেরা কিছু কম্পিউটার কোর্স রয়েছে যেগুলোর চাহিদা মার্কেটে অনেক বেশি , এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে এইসব কোর্স অনেক কাজেও আসে । তাই আজকে আপনাদের সাথে ৫ টি সেরা কম্পিউটার কোর্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো ।

১. ওয়েব ডিসাইনিং এর কম্পিউটার কোর্স 

আপনি যদি ভিজ্যুয়াল পছন্দ করেন , তবে ওয়েব ডিজাইন কোর্সটি আপনার জন্য সেরা। ভিজ্যুয়াল অংশটি ছাড়াও, আপনাকে এইচটিএমএল,জাভাস্ক্রিপ্ট, সিএসএস আরও অনেক কিছু প্রোগ্রামিং ভাষা শিখতে হবে। প্রথম অভিজ্ঞতার সাথে সাথে , আরও ভাল ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ব্যবহারকারীর ইন্টারফেস তৈরি করার জন্য আপনাকে ওয়েবসাইটগুলি ডিজাইন করতে হবে। ওয়েব ডিজাইন প্রোগ্রামটি প্রতিক্রিয়াশীল ওয়েব ডিজাইন, এইচটিএমএল, পিএসডি থেকে এইচটিএমএল এবং পিএইচপি সহ সবকিছু কে  কভার করে।অনেক সময় ওয়েব সাইট এর জন্য বিভিন্ন ফটো এডিট করতে হয় তার জন্য আপনাকে অ্যাডোব ফটোশপ, কোরেল ড্র এর মতো সফটওয়্যার গুলোর সাহায্য নিতে হবে।

২. সাইবার সিকিউরিটি এর কম্পিউটার কোর্স 

বর্তমানে প্রত্যেকে যখন তাদের আর্থিক লেনদেন গুলি  অনলাইনে মাধ্যমে  করে । কিংবা , তাদের গুরুত্বপূর্ণ ডেটা গুলো আদান প্রদান করে , ঠিক  তখন সাইবারসিকিউরিটি হওয়া অতিআবশ্যক। সাইবার সিকিউরিটি এক্সপার্টদের  মতে  , সাইবার সিকিউরিটি কাজগুলি ২০২৩ সালের মধ্যে সর্বাধিক চাহিদাযুক্ত কাজ।

  সাইবার সিকিউরিটি কি (cyber security কি )

 আপনি যদি ইন্টারনেটের প্রতি আগ্রহী হন , তবে আপনি একটি সাইবার সিকিউরিটি কোর্স  করতে পারেন। ব্যাঙ্কিং  থেকে শুরু করে ইকমার্স মার্কেটে, গ্রাহক প্রতিটি লেনদেন অনলাইনে বা তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে করছেন। চুরি, সাইবার এট্যাক (Cyber attack)  এবং অবাঞ্চিত  রেনসওয়াইওয়্যার (ransomware)  প্রতিরোধে ভালো মানের  সাইবারসিকিউরিটি বাধ্যতামূলক।

বর্তমান এ অনেক সহজ এ অনলাইন এ আপনি সাইবারসিকিউরিটি কোর্স করতে পারবেন, যা আপনাকে সাইবার এটাক এর প্রকৃতি বুঝতে, অনলাইন এ কোনো ধরণের থ্রেট সনাক্ত এবং তার সাথে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সাহায্য করবে।এই কোর্সে, আপনি প্রযুক্তিগত ঝুঁকির (Technical risk) পরীক্ষা  করতে , এবং বিভিন্ন ধরণের অনলাইন থ্রেট  এড়িয়ে গিয়ে  কীভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তা শিখবেন।

কম্পিউটার কোর্স 

 

৩. সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কম্পিউটার কোর্স 

মোবাইল অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার  অ্যাপ্লিকেশনগুলির বৃদ্ধির  সাথে সাথে সফ্টওয়্যার ডেভেলপমেন্ট এর চাহিদা খুব বেশি। একটি সফ্টওয়্যার ডেভেলপার সি,  সি ++, জাভা, .নেট(. NET), রিএ্যাকটিজেএস(ReactJS), নেটিভ(native) এবং আরও  বিভিন্ন প্রোগ্রামিং সফটওয়্যার এ  কাজ করে। একজন সফ্টওয়্যার ডেভেলপার  হওয়ার কারণে , আপনার মোবাইল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সফ্টওয়্যার তৈরি করা দরকার যা প্রযুক্তিগত সংস্থাগুলির পক্ষে কার্যকর। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি ? ( artificial intelligence in bangla )

সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সের আপনাকে , “হ্যাডোপ (hadoop), জাভাস্ক্রিপ্ট, আইওএস, অ্যান্ড্রয়েড, ইউনিটি ” এবং অন্যান্য কোডিং কৌশল এবং ডেভলপিং পদ্ধতিগুলিতে ফোকাস করা দরকার ।

 

৪. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং নেটওয়ার্কিং এর কম্পিউটার কোর্স 

কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং কোর্স কম্পিউটারের সামঞ্জস্য  বজায় রাখা এবং মেরামতের জন্য সহায়তা করা । নিয়মিত ব্যবহারের কারণে আপনার কম্পিউটার বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেই সমস্যা গুলোকে সমাধান করার কাজ এ হলো হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং এক্সপার্ট দের  ।
কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং কোর্সের সাথে সাথে  আপনি বিভিন্ন বিষয় যেমন ল্যান(LAN), ডিটিপি(DTP), সিসিএনএ (CCNA) এবং আরও অনেকগুলি বিষয় শিখতে পারবেন।

 

      » আপনার প্রিয় কম্পিউটার ও ল্যাপটপ এর যত্ন কিভাবে নেবেন? জানতে হলে এখানে ক্লিক করুন ।

 

৫. অ্যানিমেশন এর কম্পিউটার কোর্স 

আজকের এই প্রজন্মে অ্যানিমেশন একটা দারুন জায়গা করে নিয়েছে, গেমিং ও সিনেমা জগৎ এ অ্যানিমেশন ছাড়া কিছুই সম্ভব না।
অ্যানিমেশন কোর্স এ আপনি মুভি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত উন্নত ভিএফএক্স এফেক্টস, সফটওয়্যার দক্ষতা এবং অভিনব কৌশল শিখতে পারবেন। এই কোর্স করে খুব সহজে আপনি অ্যানিমেশন এর উপর কাজ করে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং ভালো কোরিয়ার গঠন করতে পারবেন।

    আজকে যত গুলো কম্পিউটার কোর্স এর নিয়ে আলোচনা করলাম এগুলো আপনি খুব সহজ এ যে কোনো কম্পিউটার ইনস্টিটিউট থেকে বা অনলাইন থেকে শিখে নিতে পারেন ।

  • অনলাইন এ কোর্স করার জন্য এই ওয়েব সাইট এ ভিসিট করেত পারেন                           

বর্তমান এ কম্পিউটার কোর্স এর চাহিদা আছে , তবে তার মধ্যে বিশেষ কয়েকটি কম্পিউটার কোর্স এর চাহিদা খুব বেশি । এই ৫ টি কম্পিউটার কোর্স ছাড়াও আপনার যদি অন্য কোর্স এর উপর আগ্রহ থাকে তাহলে আপনি সেই কোর্স ও করতে পারেন ।

এই ৫ টি কোর্স সম্বন্ধে আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন । এর মধ্যে আপনার আগ্রহ ও ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা বিষয় এর উপর এগিয়ে যেতে পারেন। 

ধন্যবাদ 

 

বঙ্গজ্ঞান টীম  

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

5 thoughts on “দুর্দান্ত ৫ টি কম্পিউটার কোর্স”

Leave a Comment