ক্যাপচা কি ? এই প্রশ্ন আমাদের অনেকের মনেই আসে, আমরা অনেকেই আছি যারা সারা দিনের অধিকাংশ সময়ই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট জগতে কাটাই, এবং অনেক ওয়েব সাইট বা কোনো ব্রাউজার এর ব্যাবহার করে থাকি তখন হটাৎই আমাদের সামনে এই ক্যাপচা(Captcha) নামক জিনিস টি উদয় হয়, তখন স্বাভাবিক ভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে যে এটি আবার কি আর কেনই বা এটা আমাদের সামনে আসে। তাই আজকের এই পোস্ট টি তে আমরা সম্পূর্ণ ভাবে জেনে নেবো এই আসলে ক্যাপচা কি এবং এই ক্যাপচা এত বেশি গুরুত্ব কেন, তাহলে চলুন আজকের এই পোস্টটি শুরু করা যাক।
ক্যাপচা কি
ক্যাপচা অর্থাৎ যার পুরো নাম হলো Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart. এই কথা টির সহজ কথায় মানে দাঁড়ায় যার দ্বারা পার্থক্য করা হয় সে আসলে মানুষ না কোনো রোবট। আপনি যখনি কোনো ওয়েব সাইট ওপেন করার চেষ্টা করবেন তখন আপনার সামনে এই ক্যাপচা আসে এর মধ্যে কিছু আঁকা বাঁকা কোড থাকে যেটা কোনো রোবট বা কম্পিউটার সহজে পড়তে পারবে না কিন্তু একটি মানুষ সহজেই সেটা পড়তে পারবে।
সোজা ভাষায় ক্যাপচার মাধ্যমে এটা যাচাই করা হয় যে, কম্পিউটার অথবা স্মার্ট ফোনের সামনে যে ব্যাক্তি আছে, আর যে এই ওয়েব সাইট টি পরিচালনা করছে সে মানুষ, না কোনো রোবট বা কোনো ভাইরাস এটাক করার করার চেষ্টা করছে কিনা তাই সেফটি হিসেবে এই এই ক্যাপচা টি আমাদের সামনে আসে।
ক্যাপচা কত ধরণের হয় ?
ক্যাপচা শুধু একই প্রকারের হয় না কিন্তু নয়, বেশ কিছু প্রকারের এই ক্যাপচা হয়ে থাকে।
থ্রি-ডি ক্যাপচা (3D captcha)
ড্র্যাগ এবং ড্রপ ক্যাপচা (Drag and drop captcha)
অংক সমাধান ক্যাপচা (Math solution)
টিক টাক টো ক্যাপচা (Tic tac toe captcha)
ছবি শনাক্তকরণ ক্যাপচা (Picture identification of captcha)
রি-ক্যাপচা (Re-captcha)
জে-কুয়েরী স্লাইডার ক্যাপচা (jQuery slider captcha)
ক্যাপচার গুরুত্ব
আমরা অনেকেই জানি না যে ক্যাপচা কি ভাবে আমাদের কে প্রটেক্ট করে অথবা অনেক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আগে থেকেই আমাদের কে বাঁচায়।
আমরা অনেকেই ফেইসবুক এ একাউন্ট খুলি অথবা কোনো ওয়েব সাইট এ কিছু কিনতে গেলে আমাদের পেইমেন্ট ডিটেলস দিচ্ছি, কোনো ওয়েব সাইট এ হয়তো কিছুর ফ্রম ফিল আপ করতে হচ্ছে, অথবা হয়তো কোনো জায়গায় অনলাইন টিকিট বুকিং করছি।
তো অনলাইন এ এইসমস্ত কাজ করার সময় ক্যাপচা এইজন্যই আসে কারণ এই সময় প্রচুর বট আছে অর্থাৎ অনেক অটোমেটেড প্রোগ্রাম আছে যারা কিছু চাইলেই মানুষ এর মতো একাউন্ট বানাতে পারবে ফ্রম ফিল আপ করতে পারবে, বা নিজে থেকে টিকিট ও বুক করতে পারে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার ফেইসবুক বা ইনস্টাগ্রামে হটাৎ এই অনেক ফলোয়ার কমে গেছে অথবা ইউটিউবে সাব্স্ক্রাইবার এর সংখ্যা কমে যাচ্ছে, এটা তখনি হয় যখন অনেক ফেক একাউন্ট ডিলিট করে দেওয়া হয়।
যখন আপনার কোনো পোস্ট এ অনেক লাইক কমে যাই বা ফলোয়ার কমে তার মানে সেই সবের পেছনে কোনো মানুষ নয় বট অথবা কিছু কম্পিউটার প্রোগ্রামের হাত ছিল, আর বট যখন একাউন্ট খুলতে পারে, এবং আরো High intelligence এর সাথে আসা বট বা রোবট কোনো একাউন্ট বা ওয়েব সাইট গিয়ে তার যে প্রোগ্রাম তাকে খুব সহজেই ম্যানুপুলেট করতে পারবে সেই কারণে ক্যাপচা আমাদের সামনে আসে এটা কনফ্রম করার জন্য যে সে মানুষ না কোনো বট যাতে আমাদের একাউন্ট সেফ থাকে।
বর্তমান সময়ে আপনারা দেখে থাকবেন এখন ক্যাপচার পরিবর্তে আর একটি টেস্ট করা হচ্ছে সেটি হলো একটি বক্সে টিক মার্ক করতে বলা হয় যেখানে লেখা থাকে Im not a nobot. এই প্রক্রিয়াটি বেশির ভাগ গুগলের মধ্যেই দেখা যাই, এই ক্ষেত্রে আমাদের মাউস এর যে মুভমেন্ট হচ্ছে সেটি কে ট্র্যাক করা হয়।
যদি কোনো বট অথবা অটোমেটেড প্রোগ্রাম হতো সে যেভাবে মাউসের মুভমেন্ট করতো আর মানুষের হাতে থাকা মাউস টি যেভাবে পরিচালনা হয় সেটি কিন্তু সুম্পূর্ণ আলাদা, তাই এটি কে বর্তমানে ক্যাপচার একটি অ্যাডভান্স স্টেজ বলা যেতেই পারে।
• চ্যাট জিপিটি কি? (chat gpt ki ?) চ্যাট জিপিটি কিভাবে কাজ করে ? মাত্র ৫ টি সহজ স্টেপে
একনজরে : আজকে এই পোস্ট থেকে আমরা কি কি জানলাম
প্রথমে আমরা জানলাম যে ক্যাপচা কি এবং ক্যাপচা কত ধরণের হয়ে থাকে , এবং তারপর জানলাম যে ক্যাপচার গুরুত্ব কতখানি।
আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি ক্যাপচা কি ? নিয়ে যাবতীয় তথ্য জানতে পেরেছেন , এছাড়া ক্যাপচা কি ? বা এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান যেখান থেকে আমরা আরো মোটিভিশন পাই।
আমাদের আজকের এই পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জন বা বন্ধু দের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নিত্যনতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন, এবং আমাদের সহযোগিতা করতে থাকুন।
ধন্যবাদ
বঙ্গজ্ঞান টিম