HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলো কী কী? ( HDD and SSD )

4.5/5 - (2 votes)

আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস বা বস্তু রাখার জন্য আমরা একটা স্থান ঠিক করি, এবং সেখানে আমাদের প্রয়োজনীয় জিনিস গুলি যত্ন সহকারে রাখি। ঠিক তেমন টা হয় আমাদের সবার কম্পিউটার ও ল্যাপটপ এ । কম্পিউটার এ আমরা যা কিছু করি কম্পিউটার স্টার্ট করা থেকে শুরু করে কাজ করা পর্যন্ত সব টাই একটা নির্দিষ্ট জায়গায় জমা করে রাখে ।কম্পিউটার হলো মডার্ন টেকনোলজির একটি বিশাল বড়ো আবিষ্কার । এটি একটি এমন মেশিন যেটা কিনা নিজের মেমরি ( HDD ও SSD )তে প্রচুর ডেটা সঞ্চয় ও সুরক্ষিত করে রাখার ক্ষমতা রাখে । এটার আরো অনেক এমন বৈশিষ্ট আছে যেগুলোর সাহায্যে ব্যবহারকারীরা ছোটো থেকে বড়ো সমস্যার সমাধান খুব সহজে কম্পিউটার এর মাধম্যে নিতে পারে ।

কম্পিউটার এর বিভিন্ন বৈশিষ্ট এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট হলো মেমরি । কম্পিউটার তার মেমরি এর দ্বারা প্রচুর ডেটা কে সেভ করে রাখতে পারে । আমাদের প্রয়োজনীয় ডেটা গুলিকে কম্পিউটার তার মেমরি তে ডিজিটালি ( ০ বাইট ও ১ বাইট এর হিসেবে ) সেভ করে রাখে ।আমরা এই কম্পিউটার মেমরি কে স্টোরেজ ডিভাইস ও বলে থাকি । কারণ এখানে যাবতীয় ডেটা সুরক্ষিত ভাবে সেভ থাকে ।

বর্তমান এ কম্পিউটার ও ল্যাপটপ গুলিতে ২ রকম স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে দেখা যায় । একটা হলো এইচডিডি (HDD) আর অন্যটা হলো এসএসডি (SSD) । HDD এর পুরো নাম হলো হার্ড ডিস্ক ড্রাইভস (Hard Disk Drive) ও SSD এর পুরো নাম হলো সলিড স্টেট ড্রাইভস ( Solid state drives ) ।

 

আপনার প্রিয় ল্যাপটপ টিকে যত্নে রাখতে চান ? আপনার জন্য রইলো কত গুলি দুর্দান্ত টিপস ল্যাপটপ কে যত্নে রাখার 

 

HDD ও SSD দুটোই একটি স্টোরেজ ডিভাইস । এই দুই স্টোরেজ ডিভাইস আলাদা হলেও এদের কাজ কিন্তু সমান ।

এদের কাজ সমান হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে , এই কারণে কম্পিউটার ব্যবহারকারীরা বিভ্রান্ত বা confused হয়ে যায় , যে HDD ও SSD এর মধ্যে কোন স্টোরেজ ডিভাইস টি সবচেয়ে ভালো । তাই কম্পিউটার ব্যবহারকারীদের এই বিভ্রান্তি বা confusion দূর করার জন্য আজ এই পোস্ট এর মাধম্যে আমি আপনাদের HDD ও SSD কি? এবং HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলি কী কী ? যে পার্থক্য গুলির কারণে এই দুটি স্টোরেজ ডিভাইস কে একে ওপরের থেকে আলাদা করা হয় । যদি আপনি HDD ও SSD এর সম্বন্ধে কিছু না জেনে থাকেন তাহলে আজকের এই ব্লগ পোস্ট টি শুধু আপনার জন্য ।

আজকে আমরা জানবো

» HDD ও SSD কী ?

» HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলো কী কী ?

» HDD ও SSD কোনটা ব্যবহার করবো ? কোনটা ভালো হবে আপনার জন্য ?

 

সবার প্রথম জেনে নেওয়া যাক

 

HDD কী ?

HDD এর পুরো নাম হলো Hard Disk Drives । এটি একটি non – volatile storage device , যেটাতে আপনার গুরুত্বপূর্ণ ডেটা গুলি অনেক বছর ধরে সঞ্চয় বা সেভ থাকে । এই ডেটা গুলি ততক্ষন সেভ থাকে যতক্ষণ আপনি নিজে থেকে ডেটা গুলিকে ডিলিট করছেন কিংবা আপনার Hard ডিস্ক টি খারাপ হয়ে যায় । Hard Disk এর কাজ হলো কম্পিউটার ডেটা গুলিকে স্থায়ী ভেবে সঞ্চয় বা সেভ করে রাখা ও প্রয়োজন মতো ব্যবহারকারীদের কাছে তুলে ধরা । এই কারণে হার্ড ডিস্ক কে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ও বলা হয়ে থাকে । সাধারণত Hard Disk দুই প্রকার এর হয়ে থাকে

HDD ও SSD

 

১. ইন্টারনাল হার্ডডিস্ক ( Internal Hard disk )
২. এক্সটারনাল হার্ডডিস্ক ( External Hard Disk )

 

১. ইন্টারনাল হার্ডডিস্ক

যে হার্ড ডিস্ক গুলি কম্পিউটার এর CPU এর মধ্যে মাদারবোর্ড ও পাওয়ার ক্যাবল বা SMPS এর সাথে ডেটা ক্যাবল এর মাধম্যে যুক্ত থাকে সেগুলিকে ইন্টারনাল হার্ড ডিস্ক বলা হয় । এই হার্ড ডিস্ক কম্পিউটার এর স্টোরেজ ডিভাইস ও মেমরি হিসেবে কাজ করে থাকে ।

 

২. এক্সটারনাল হার্ডডিস্ক

এটি ইন্টারনাল হার্ড ডিস্ক এর মতোই একটি হার্ডডিস্ক যা শুধুমাত্র USB Port দ্বারা আলাদা ভাবে যুক্ত করা হয় । অনেক সময় কিছু প্রয়োজনীয় ডেটার ব্যাকআপ রাখার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহার করে থাকি । কিংবা আপনি আপনার ব্যক্তিগত কিছু ডেটা এই হার্ড ডিস্ক এর মাধম্যে সুরক্ষিত রাখতে পারেন ।

 

সর্বপ্রথম Hard disk ১৯৮০ সালে IBM কোম্পানি তৈরী করেছিল জেতার স্টোরেজ ক্ষমতা ছিল মাত্র ৫ MB , আর তার ওজন ছিল প্রায় ২৫০ কেজি ,আর বাজার মূল্য ছিল $ ৪০,০০০ যা ভারতীয় টাকায় প্রায় ৩ লক্ষ টাকার মতো ( ১৯৮০ এর বাজার মূল্য হিসেবে) । তারপর থেকে এটি পরিবর্তন হয়ে আজকের এই মডার্ন হার্ড ডিস্ক এসেছে ।

 

               • সেরা ৫ টি কম্পিউটার কোর্স শুধু আপনার জন্য 

 

হার্ড ডিস্ক সাধারণত মেটাল এর হয়ে থাকে যার মধ্যে magnetic materials বা চুম্বক উপাদান থাকে । যার জন্য একে electro mechanical data storage device বলা হয়ে থাকে । কম্পিউটারের ডেটা গুলো সেভ রাখার জন্য এক বা একাধিক ডিস্ক বা platter থাকে , এই platter এর মধ্যে টtrack ও sector দুটি আলাদা উপাদান থাকে । যেটি একটি লম্বা spindle এর সাহায্যে ঘুরতে থাকে । এই ডিস্ক বা প্লেটের গুলি spin করে ডাটা গুলিকে read ও write করে । যার মধ্যে ডিজিটালি ডেটা সেভ হয়ে থাকে ।

HDD ও SSD

 

 

HDD হার্ডডিস্ক এর একটি mechanical Arm থাকে, যেটা ডেটা read ও Write করতে সাহায্য করে । যত দ্রুত গতিতে এই ডিস্ক বা প্লেটের টি ঘুরবে ততই তাড়াতাড়ি ডেটা read ও write হয় । এই গতিকে RPM ( Revolution Per minute ) বলা হয় ।

স্বাভাবিক ভাবে অন্যান্য সব কিছুর মধ্যে হার্ড ডিস্ক পুরোনো হয়ে গেলে এই গতি কমে যায় তার সাথে ডেটা read ও write করতে সময় অনেক বেশি লাগে , মূলত এটি হয় কারণ আমরা যখন ডেটা সেভ করি সেটি ছোট ছোট টুকরো হিসেবে হার্ড ডিস্ক এ ছড়িয়ে ছিটিয়ে সেভ হয় এবার যখন হার্ড ডিস্ক এ খুব বেশি ডেটা সেভ হয়ে যায় । তখন এতো ভিড়ের মধ্যে প্রয়োজনীয় ডেটা খুঁজে নিতে সমস্যা হয় । যার ফলে এটি slow হয়ে যায় ।

হার্ড ডিস্ক কে সুস্থ ও গতিসম্পন্ন বা ফাস্ট রাখতে হলে মাঝে মাঝে এটি defragment করতে হবে , এই defragment software আপনি আপনার কম্পিউটার এ পেয়ে যাবেন । defragment করার ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেটা গুলি এক জায়গায় সারিবদ্ধ ভাবে সাজানো থাকে ফলে ডেটা খুঁজতে কোনো সমস্যা হয় না ।

 

SSD  কী ?

SSD এর পুরো নাম solid state Drives , এটি একটি এমন স্টোরেজ ডিভাইস যেটিতে ডেটা স্টোরে করার জন্য micro chip এর ব্যবহার করা হয় । SSD হার্ড ডিস্ক একটি নতুন update বা আবিষ্কার ও বলতে পারেন , যেটা নতুন টেকনোলজি এর সাহায্যে বানানো হয়েছে । এটি সাধারণ HDD হার্ড ডিস্ক এর থেকে ওজনে হালকা ও ছোট আকৃতির হয়ে থাকে । হার্ড ডিস্ক এ ডিস্ক বা platter থাকে কিন্তু SSD তে chip থাকে । SSD তে কোনো ডিস্ক বা Platter ঘুরতে থাকে না , ফলে সাধারণ হার্ডডিস্ক এর থেকে SSD এর স্পিড অনেকটা বেশি হয়।

HDD ও SSD

SSD কে দ্রুত গতিতে ডেটা ইনপুট ও আউটপুট ও ভালো পারফরমেন্স এর জন্য ডিসাইন করা হয়েছে । SSD বানানোর উদ্দেশ্য হলো কম্পিউটার বা ল্যাপটপ কে গতিশীল করা ও কম বিদ্যুৎ খরচ করা । আর এটাই এর বিশেষ বৈশিষ্ট যে এটা HDD হার্ডডিস্ক এর থেকে অনেক বেশি গতিসম্পন্ন বা অনেক বেশি ফাস্ট তার সাথে কম পাওয়ার বা কম বিদ্যুৎ খরচ করে । কিন্তু SSD কেনার একটা বড়ো সমস্যা হলো এটার বাজার মূল্য । SSD সম্পূর্ণ মাইক্রো চিপ দ্বারা নির্মিত তাই সাধারণ হার্ড ডিস্ক এর তুলনায় এর দাম বেশ অনেকটাই বেশি ।

SSD অনেকটা RAM ( Random Access Memory ) এর মতোই semi – conductor দিয়ে বানানো হয় কিন্তু এটি একটি স্থায়ী স্টোরেজ ডিভাইস হয়ে থাকে । SSD এর মধ্যে কোনো Mechanical Arm থাকে না ডেটা Read ও Write করার জন্য embedded processor এর ব্যবহার করা হয় । যেটাকে আমরা Controller ও বলে থাকি ।

magnetic material এর তুলনায় semi – Conductor chip অনেক ভালো ডেটা ট্রান্সফার করতে পারে , এই কারণে SSD ফাস্ট হয়ে থাকে । SSD এর গতি জানার জন্য Controller এর ব্যবহার করা হয় । SSD কে প্লাস্টিক ও মেটাল কেস দিয়ে রাখা হয় , যেটা ছোট ও ব্যাটারী এর মতো দেখতে হয় । SSD এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো এটি ইলেকট্রিক শক লাগলে অথবা হাত থেকে পরে গেলে এটি HDD হার্ড ডিস্ক এর মতো খারাপ হয়ে যায় না ।কারণ এর ভিতরে কোনো moving ও mechanical পার্টস থাকে না । এর কারণে এটির life বা আয়ু অনেক দিন হয়ে থাকে ।

SSD এর সব চেয়ে বড়ো ত্রুটি হলো এটির দাম , যে মূল্যে আপনি ১ TB HDD হার্ড ডিস্ক পাবেন সেই মূল্যে আপনি মাত্র ২৫৬ GB এর SSD পাবেন । এর কারণ এটি একটি নতুন টেকনোলজি ও নতুন একটি আবিষ্কার তাই এখনো পর্যন্ত বেশি স্টোরেজ এর SSD উপলব্ধ নেই । SSD কম্পিউটার ও ল্যাপটপ ছাড়াও ডিজিটাল ক্যামেরা , ডিজিটাল মিউসিক প্লেয়ার , স্মার্টফোন , ট্যাবলেট ইত্যাদি তে ব্যবহার করা হয় ।

 

চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক

 

HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলো কী কী ?

 

         বিষয়         HDD (Hard Disk Drives )           SSD ( Solid State Drives )

১. ডেটা ট্রান্সফার

HDD হার্ডডিস্ক ডেটা কে Read ও Write করতে অনেক সময় নেয়SSD ডেটা ট্রান্সফার অর্থাৎ ডেটা Read ও write করার গতি HDD এর চেয়ে অনেক বেশি হয়

২. ডেটা ট্রান্সফার এর গতি

50-120 MB/ সেকেন্ড হিসেবে ডেটা ট্রান্সফার করে যা খুব কম200-500 MB/ সেকেন্ড এর হিসেবে ডেটা ট্রান্সফার বা স্থানান্তর করে , যা HDD এর তুলনায় অনেক বেশি দ্রুত ।

৩. Cost বা মূল্য

এটির দাম অপেক্ষাকৃত কম ও সস্তাএটির দাম HDD এর চেয়ে ৪ গুন্ বেশি

৪. স্টোরেজ ক্যাপাসিটি  

এর স্টোরেজ ক্ষমতা বা ক্যাপাসিটি অনেক বেশি থাকে । বর্তমান বাজারে আপনি 10 TB এর HDD হার্ড ডিস্ক পেয়ে যাবেন ।এটির স্টোরেজ ক্ষমতা বা ক্যাপাসিটি HDD এর তুলনায় অনেক কম । বর্তমান বাজার এ আপনি খুব বেশি হলে 500 GB পর্যন্ত SSD পাবেন ।

৫. বিদ্যুৎ বা Power  খরচ

HDD তে ডিস্ক বা Platter এর ব্যবহার করার ফলে এতে বিদ্যুৎ বা পাওয়ার এর খরচ অনেক বেশিSSD তে micro chip এর ব্যবহার করা হয় ফলে এর বিদ্যুৎ খরচ অনেক কম

৬. এক্সেস করার সময়

HDD এর কোনো কিছু কাজ করার বা কোনো ডেটা এক্সেস করার  অনেক বেশি সময় নিয়ে থাকে ,  প্রায় 100 ms (Microsecond)HDD এর তুলনায় SSD এর এক্সেস করার সময় অনেক কম , প্রায় 2.9 – 12 ms

৭. ওজন ও আকার  আয়তন 

এটি ওজনে অনেক বেশি SSD এর তুলনায় আর এটি ইনস্টলেশন এর জন্য বেশি জায়গার প্রয়োজন ।এটি ওজনে অনেক হালকা এবং এর ইনস্টলেশন এর জন্য বেশি জায়গার প্রয়োজন হয়না তাই ছোট ছোট ডিভাইস এ এর ব্যবহার করা হয় ।

৮. Safety বা নিরাপত্তা

HDD তে ইলেকট্রিক শক ও  হাত থেকে পড়ে গিয়ে খারাপ হবার সম্ভাবনা বেশি কারণ এর মধ্যে অনেক Moving parts ও magnetic materials থাকে ।SSD Semi – conductor ও micro chip দ্বারা নির্মিত তাই এটা অনেকটাই safety ।

৯.পারফরমেন্স 

HDD এর স্টোরেজ ক্যাপাসিটি বেশি হলেও পারফরমেন্স মোটেও ভালো নয়SSD এর পারফরমেন্স HDD এর থেকে অনেক ভালো

HDD ও SSD কোনটা ব্যবহার করবো ? কোনটা ভালো হবে আপনার জন্য ?

HDD ও SSD এর বিষয় এ আপনার আশা করি বেশ কিছু তথ্য পেয়েছেন এবং তার সাথে HDD ও SSD এর মধ্যে মূল পার্থক্য গুলি সম্বন্ধে জেনেছেন ।

HDD ও SSD এই দুটোর এ ভালো দিক ও খারাপ দিক রয়েছে । এবার অনেকেই  নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করে থাকেন ।

এবার তাহলে দেখে নেওয়া যাক আপনি কোন স্টোরেজ ডিভাইস টি ব্যবহার করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য |

 

HDD কাদের ব্যবহারের উপযুক্ত ?

• আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কম্পিউটার এর প্রতি অনেক আগ্রহ কিন্তু তাদের কাছে একটা ভালো কম্পিউটার কেনার সামর্থ নেই , তাই তারা কম খরচে HDD হার্ডডিস্ক এর সাথে একটা কম্পিউটার কিনে ব্যবহার করতে পারে ।

• আপনার যদি ডেটা ট্রান্সফার এর Speed কম বা বেশি নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি HDD ব্যবহার করতে পারেন।

• আপনার কাছে যদি অনেক ডেটা ও ফাইল ফোল্ডার থেকে থাকে ও বেশি স্টোরেজ এর প্রয়োজন হয় , তাহলে আপনি HDD ব্যবহার করতে পারেন।

 

SSD কাদের ব্যবহারের উপযুক্ত

• যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারিদের বেশি স্টোরেজ এর প্রয়োজন নেই তারা SSD ব্যবহার করতে পারেন ।

• গ্রাফিক্স ডিসাইন , অ্যানিমেশন ও বেশি গ্রাফিক্স এর গেম খেলা  এইসব কাজের জন্য যদি আপনি SSD ব্যবহার করতে পারেন ।

• যে কম্পিউটার ব্যবহারকারীরা মডার্ন এবং দ্রুত গতি সম্পন্ন  ও ভালো performance এর  কম্পিউটার ব্যবহার করতে চান , তারা SSD ব্যবহার করতে পারেন ।

• যদি আপনি কম্পিউটার এর ভালো performance এর সাথে বেশি স্টোরেজ চান , তাহলে আপনি আপনার অপারেটিং সিস্টেম C Drive টি  ( যেমন Windows XP ,7,8.1,10,11 ও  Linux  ) একটি 120 GB SSD তে রেখে , তার সাথে  ডেটা স্টোরেজ এর জন্য HDD ব্যবহার করতে পারেন।

 

আশা করি আপনারা বুঝে গেছেন যে কারা কারা   HDD ও SSD ব্যবহার করতে পারে ।

 

                   আজকে আমরা HDD ও SSD এর বিষয়ে অনেক কিছু জানলাম , আশা করি আপনাদের সবার এই তথ্য গুলি ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই পোস্ট টিকে সবার সাথে শেয়ার করে সবাই কে জানার সুযোগ করে দিন ।

 

ধন্যবাদ

 

বঙ্গজ্ঞান টীম

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

Leave a Comment