আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস বা বস্তু রাখার জন্য আমরা একটা স্থান ঠিক করি, এবং সেখানে আমাদের প্রয়োজনীয় জিনিস গুলি যত্ন সহকারে রাখি। ঠিক তেমন টা হয় আমাদের সবার কম্পিউটার ও ল্যাপটপ এ । কম্পিউটার এ আমরা যা কিছু করি কম্পিউটার স্টার্ট করা থেকে শুরু করে কাজ করা পর্যন্ত সব টাই একটা নির্দিষ্ট জায়গায় জমা করে রাখে ।কম্পিউটার হলো মডার্ন টেকনোলজির একটি বিশাল বড়ো আবিষ্কার । এটি একটি এমন মেশিন যেটা কিনা নিজের মেমরি ( HDD ও SSD )তে প্রচুর ডেটা সঞ্চয় ও সুরক্ষিত করে রাখার ক্ষমতা রাখে । এটার আরো অনেক এমন বৈশিষ্ট আছে যেগুলোর সাহায্যে ব্যবহারকারীরা ছোটো থেকে বড়ো সমস্যার সমাধান খুব সহজে কম্পিউটার এর মাধম্যে নিতে পারে ।
কম্পিউটার এর বিভিন্ন বৈশিষ্ট এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট হলো মেমরি । কম্পিউটার তার মেমরি এর দ্বারা প্রচুর ডেটা কে সেভ করে রাখতে পারে । আমাদের প্রয়োজনীয় ডেটা গুলিকে কম্পিউটার তার মেমরি তে ডিজিটালি ( ০ বাইট ও ১ বাইট এর হিসেবে ) সেভ করে রাখে ।আমরা এই কম্পিউটার মেমরি কে স্টোরেজ ডিভাইস ও বলে থাকি । কারণ এখানে যাবতীয় ডেটা সুরক্ষিত ভাবে সেভ থাকে ।
বর্তমান এ কম্পিউটার ও ল্যাপটপ গুলিতে ২ রকম স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে দেখা যায় । একটা হলো এইচডিডি (HDD) আর অন্যটা হলো এসএসডি (SSD) । HDD এর পুরো নাম হলো হার্ড ডিস্ক ড্রাইভস (Hard Disk Drive) ও SSD এর পুরো নাম হলো সলিড স্টেট ড্রাইভস ( Solid state drives ) ।
HDD ও SSD দুটোই একটি স্টোরেজ ডিভাইস । এই দুই স্টোরেজ ডিভাইস আলাদা হলেও এদের কাজ কিন্তু সমান ।
এদের কাজ সমান হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে , এই কারণে কম্পিউটার ব্যবহারকারীরা বিভ্রান্ত বা confused হয়ে যায় , যে HDD ও SSD এর মধ্যে কোন স্টোরেজ ডিভাইস টি সবচেয়ে ভালো । তাই কম্পিউটার ব্যবহারকারীদের এই বিভ্রান্তি বা confusion দূর করার জন্য আজ এই পোস্ট এর মাধম্যে আমি আপনাদের HDD ও SSD কি? এবং HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলি কী কী ? যে পার্থক্য গুলির কারণে এই দুটি স্টোরেজ ডিভাইস কে একে ওপরের থেকে আলাদা করা হয় । যদি আপনি HDD ও SSD এর সম্বন্ধে কিছু না জেনে থাকেন তাহলে আজকের এই ব্লগ পোস্ট টি শুধু আপনার জন্য ।
আজকে আমরা জানবো
সুচিপত্র
» HDD ও SSD কী ?
» HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলো কী কী ?
» HDD ও SSD কোনটা ব্যবহার করবো ? কোনটা ভালো হবে আপনার জন্য ?
সবার প্রথম জেনে নেওয়া যাক
HDD কী ?
HDD এর পুরো নাম হলো Hard Disk Drives । এটি একটি non – volatile storage device , যেটাতে আপনার গুরুত্বপূর্ণ ডেটা গুলি অনেক বছর ধরে সঞ্চয় বা সেভ থাকে । এই ডেটা গুলি ততক্ষন সেভ থাকে যতক্ষণ আপনি নিজে থেকে ডেটা গুলিকে ডিলিট করছেন কিংবা আপনার Hard ডিস্ক টি খারাপ হয়ে যায় । Hard Disk এর কাজ হলো কম্পিউটার ডেটা গুলিকে স্থায়ী ভেবে সঞ্চয় বা সেভ করে রাখা ও প্রয়োজন মতো ব্যবহারকারীদের কাছে তুলে ধরা । এই কারণে হার্ড ডিস্ক কে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ও বলা হয়ে থাকে । সাধারণত Hard Disk দুই প্রকার এর হয়ে থাকে
১. ইন্টারনাল হার্ডডিস্ক ( Internal Hard disk )
২. এক্সটারনাল হার্ডডিস্ক ( External Hard Disk )
১. ইন্টারনাল হার্ডডিস্ক
যে হার্ড ডিস্ক গুলি কম্পিউটার এর CPU এর মধ্যে মাদারবোর্ড ও পাওয়ার ক্যাবল বা SMPS এর সাথে ডেটা ক্যাবল এর মাধম্যে যুক্ত থাকে সেগুলিকে ইন্টারনাল হার্ড ডিস্ক বলা হয় । এই হার্ড ডিস্ক কম্পিউটার এর স্টোরেজ ডিভাইস ও মেমরি হিসেবে কাজ করে থাকে ।
২. এক্সটারনাল হার্ডডিস্ক
এটি ইন্টারনাল হার্ড ডিস্ক এর মতোই একটি হার্ডডিস্ক যা শুধুমাত্র USB Port দ্বারা আলাদা ভাবে যুক্ত করা হয় । অনেক সময় কিছু প্রয়োজনীয় ডেটার ব্যাকআপ রাখার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহার করে থাকি । কিংবা আপনি আপনার ব্যক্তিগত কিছু ডেটা এই হার্ড ডিস্ক এর মাধম্যে সুরক্ষিত রাখতে পারেন ।
সর্বপ্রথম Hard disk ১৯৮০ সালে IBM কোম্পানি তৈরী করেছিল জেতার স্টোরেজ ক্ষমতা ছিল মাত্র ৫ MB , আর তার ওজন ছিল প্রায় ২৫০ কেজি ,আর বাজার মূল্য ছিল $ ৪০,০০০ যা ভারতীয় টাকায় প্রায় ৩ লক্ষ টাকার মতো ( ১৯৮০ এর বাজার মূল্য হিসেবে) । তারপর থেকে এটি পরিবর্তন হয়ে আজকের এই মডার্ন হার্ড ডিস্ক এসেছে ।
• সেরা ৫ টি কম্পিউটার কোর্স শুধু আপনার জন্য
হার্ড ডিস্ক সাধারণত মেটাল এর হয়ে থাকে যার মধ্যে magnetic materials বা চুম্বক উপাদান থাকে । যার জন্য একে electro mechanical data storage device বলা হয়ে থাকে । কম্পিউটারের ডেটা গুলো সেভ রাখার জন্য এক বা একাধিক ডিস্ক বা platter থাকে , এই platter এর মধ্যে টtrack ও sector দুটি আলাদা উপাদান থাকে । যেটি একটি লম্বা spindle এর সাহায্যে ঘুরতে থাকে । এই ডিস্ক বা প্লেটের গুলি spin করে ডাটা গুলিকে read ও write করে । যার মধ্যে ডিজিটালি ডেটা সেভ হয়ে থাকে ।
HDD হার্ডডিস্ক এর একটি mechanical Arm থাকে, যেটা ডেটা read ও Write করতে সাহায্য করে । যত দ্রুত গতিতে এই ডিস্ক বা প্লেটের টি ঘুরবে ততই তাড়াতাড়ি ডেটা read ও write হয় । এই গতিকে RPM ( Revolution Per minute ) বলা হয় ।
স্বাভাবিক ভাবে অন্যান্য সব কিছুর মধ্যে হার্ড ডিস্ক পুরোনো হয়ে গেলে এই গতি কমে যায় তার সাথে ডেটা read ও write করতে সময় অনেক বেশি লাগে , মূলত এটি হয় কারণ আমরা যখন ডেটা সেভ করি সেটি ছোট ছোট টুকরো হিসেবে হার্ড ডিস্ক এ ছড়িয়ে ছিটিয়ে সেভ হয় এবার যখন হার্ড ডিস্ক এ খুব বেশি ডেটা সেভ হয়ে যায় । তখন এতো ভিড়ের মধ্যে প্রয়োজনীয় ডেটা খুঁজে নিতে সমস্যা হয় । যার ফলে এটি slow হয়ে যায় ।
হার্ড ডিস্ক কে সুস্থ ও গতিসম্পন্ন বা ফাস্ট রাখতে হলে মাঝে মাঝে এটি defragment করতে হবে , এই defragment software আপনি আপনার কম্পিউটার এ পেয়ে যাবেন । defragment করার ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেটা গুলি এক জায়গায় সারিবদ্ধ ভাবে সাজানো থাকে ফলে ডেটা খুঁজতে কোনো সমস্যা হয় না ।
SSD কী ?
SSD এর পুরো নাম solid state Drives , এটি একটি এমন স্টোরেজ ডিভাইস যেটিতে ডেটা স্টোরে করার জন্য micro chip এর ব্যবহার করা হয় । SSD হার্ড ডিস্ক একটি নতুন update বা আবিষ্কার ও বলতে পারেন , যেটা নতুন টেকনোলজি এর সাহায্যে বানানো হয়েছে । এটি সাধারণ HDD হার্ড ডিস্ক এর থেকে ওজনে হালকা ও ছোট আকৃতির হয়ে থাকে । হার্ড ডিস্ক এ ডিস্ক বা platter থাকে কিন্তু SSD তে chip থাকে । SSD তে কোনো ডিস্ক বা Platter ঘুরতে থাকে না , ফলে সাধারণ হার্ডডিস্ক এর থেকে SSD এর স্পিড অনেকটা বেশি হয়।
SSD কে দ্রুত গতিতে ডেটা ইনপুট ও আউটপুট ও ভালো পারফরমেন্স এর জন্য ডিসাইন করা হয়েছে । SSD বানানোর উদ্দেশ্য হলো কম্পিউটার বা ল্যাপটপ কে গতিশীল করা ও কম বিদ্যুৎ খরচ করা । আর এটাই এর বিশেষ বৈশিষ্ট যে এটা HDD হার্ডডিস্ক এর থেকে অনেক বেশি গতিসম্পন্ন বা অনেক বেশি ফাস্ট তার সাথে কম পাওয়ার বা কম বিদ্যুৎ খরচ করে । কিন্তু SSD কেনার একটা বড়ো সমস্যা হলো এটার বাজার মূল্য । SSD সম্পূর্ণ মাইক্রো চিপ দ্বারা নির্মিত তাই সাধারণ হার্ড ডিস্ক এর তুলনায় এর দাম বেশ অনেকটাই বেশি ।
SSD অনেকটা RAM ( Random Access Memory ) এর মতোই semi – conductor দিয়ে বানানো হয় কিন্তু এটি একটি স্থায়ী স্টোরেজ ডিভাইস হয়ে থাকে । SSD এর মধ্যে কোনো Mechanical Arm থাকে না ডেটা Read ও Write করার জন্য embedded processor এর ব্যবহার করা হয় । যেটাকে আমরা Controller ও বলে থাকি ।
magnetic material এর তুলনায় semi – Conductor chip অনেক ভালো ডেটা ট্রান্সফার করতে পারে , এই কারণে SSD ফাস্ট হয়ে থাকে । SSD এর গতি জানার জন্য Controller এর ব্যবহার করা হয় । SSD কে প্লাস্টিক ও মেটাল কেস দিয়ে রাখা হয় , যেটা ছোট ও ব্যাটারী এর মতো দেখতে হয় । SSD এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো এটি ইলেকট্রিক শক লাগলে অথবা হাত থেকে পরে গেলে এটি HDD হার্ড ডিস্ক এর মতো খারাপ হয়ে যায় না ।কারণ এর ভিতরে কোনো moving ও mechanical পার্টস থাকে না । এর কারণে এটির life বা আয়ু অনেক দিন হয়ে থাকে ।
SSD এর সব চেয়ে বড়ো ত্রুটি হলো এটির দাম , যে মূল্যে আপনি ১ TB HDD হার্ড ডিস্ক পাবেন সেই মূল্যে আপনি মাত্র ২৫৬ GB এর SSD পাবেন । এর কারণ এটি একটি নতুন টেকনোলজি ও নতুন একটি আবিষ্কার তাই এখনো পর্যন্ত বেশি স্টোরেজ এর SSD উপলব্ধ নেই । SSD কম্পিউটার ও ল্যাপটপ ছাড়াও ডিজিটাল ক্যামেরা , ডিজিটাল মিউসিক প্লেয়ার , স্মার্টফোন , ট্যাবলেট ইত্যাদি তে ব্যবহার করা হয় ।
চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক
HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলো কী কী ?
বিষয় | HDD (Hard Disk Drives ) | SSD ( Solid State Drives ) |
১. ডেটা ট্রান্সফার |
HDD হার্ডডিস্ক ডেটা কে Read ও Write করতে অনেক সময় নেয় | SSD ডেটা ট্রান্সফার অর্থাৎ ডেটা Read ও write করার গতি HDD এর চেয়ে অনেক বেশি হয় |
২. ডেটা ট্রান্সফার এর গতি |
50-120 MB/ সেকেন্ড হিসেবে ডেটা ট্রান্সফার করে যা খুব কম | 200-500 MB/ সেকেন্ড এর হিসেবে ডেটা ট্রান্সফার বা স্থানান্তর করে , যা HDD এর তুলনায় অনেক বেশি দ্রুত । |
৩. Cost বা মূল্য |
এটির দাম অপেক্ষাকৃত কম ও সস্তা | এটির দাম HDD এর চেয়ে ৪ গুন্ বেশি |
৪. স্টোরেজ ক্যাপাসিটি |
এর স্টোরেজ ক্ষমতা বা ক্যাপাসিটি অনেক বেশি থাকে । বর্তমান বাজারে আপনি 10 TB এর HDD হার্ড ডিস্ক পেয়ে যাবেন । | এটির স্টোরেজ ক্ষমতা বা ক্যাপাসিটি HDD এর তুলনায় অনেক কম । বর্তমান বাজার এ আপনি খুব বেশি হলে 500 GB পর্যন্ত SSD পাবেন । |
৫. বিদ্যুৎ বা Power খরচ |
HDD তে ডিস্ক বা Platter এর ব্যবহার করার ফলে এতে বিদ্যুৎ বা পাওয়ার এর খরচ অনেক বেশি | SSD তে micro chip এর ব্যবহার করা হয় ফলে এর বিদ্যুৎ খরচ অনেক কম |
৬. এক্সেস করার সময় |
HDD এর কোনো কিছু কাজ করার বা কোনো ডেটা এক্সেস করার অনেক বেশি সময় নিয়ে থাকে , প্রায় 100 ms (Microsecond) | HDD এর তুলনায় SSD এর এক্সেস করার সময় অনেক কম , প্রায় 2.9 – 12 ms |
৭. ওজন ও আকার আয়তন |
এটি ওজনে অনেক বেশি SSD এর তুলনায় আর এটি ইনস্টলেশন এর জন্য বেশি জায়গার প্রয়োজন । | এটি ওজনে অনেক হালকা এবং এর ইনস্টলেশন এর জন্য বেশি জায়গার প্রয়োজন হয়না তাই ছোট ছোট ডিভাইস এ এর ব্যবহার করা হয় । |
৮. Safety বা নিরাপত্তা |
HDD তে ইলেকট্রিক শক ও হাত থেকে পড়ে গিয়ে খারাপ হবার সম্ভাবনা বেশি কারণ এর মধ্যে অনেক Moving parts ও magnetic materials থাকে । | SSD Semi – conductor ও micro chip দ্বারা নির্মিত তাই এটা অনেকটাই safety । |
৯.পারফরমেন্স |
HDD এর স্টোরেজ ক্যাপাসিটি বেশি হলেও পারফরমেন্স মোটেও ভালো নয় | SSD এর পারফরমেন্স HDD এর থেকে অনেক ভালো |
HDD ও SSD কোনটা ব্যবহার করবো ? কোনটা ভালো হবে আপনার জন্য ?
HDD ও SSD এর বিষয় এ আপনার আশা করি বেশ কিছু তথ্য পেয়েছেন এবং তার সাথে HDD ও SSD এর মধ্যে মূল পার্থক্য গুলি সম্বন্ধে জেনেছেন ।
HDD ও SSD এই দুটোর এ ভালো দিক ও খারাপ দিক রয়েছে । এবার অনেকেই নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করে থাকেন ।
এবার তাহলে দেখে নেওয়া যাক আপনি কোন স্টোরেজ ডিভাইস টি ব্যবহার করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য |
HDD কাদের ব্যবহারের উপযুক্ত ?
• আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কম্পিউটার এর প্রতি অনেক আগ্রহ কিন্তু তাদের কাছে একটা ভালো কম্পিউটার কেনার সামর্থ নেই , তাই তারা কম খরচে HDD হার্ডডিস্ক এর সাথে একটা কম্পিউটার কিনে ব্যবহার করতে পারে ।
• আপনার যদি ডেটা ট্রান্সফার এর Speed কম বা বেশি নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি HDD ব্যবহার করতে পারেন।
• আপনার কাছে যদি অনেক ডেটা ও ফাইল ফোল্ডার থেকে থাকে ও বেশি স্টোরেজ এর প্রয়োজন হয় , তাহলে আপনি HDD ব্যবহার করতে পারেন।
SSD কাদের ব্যবহারের উপযুক্ত
• যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারিদের বেশি স্টোরেজ এর প্রয়োজন নেই তারা SSD ব্যবহার করতে পারেন ।
• গ্রাফিক্স ডিসাইন , অ্যানিমেশন ও বেশি গ্রাফিক্স এর গেম খেলা এইসব কাজের জন্য যদি আপনি SSD ব্যবহার করতে পারেন ।
• যে কম্পিউটার ব্যবহারকারীরা মডার্ন এবং দ্রুত গতি সম্পন্ন ও ভালো performance এর কম্পিউটার ব্যবহার করতে চান , তারা SSD ব্যবহার করতে পারেন ।
• যদি আপনি কম্পিউটার এর ভালো performance এর সাথে বেশি স্টোরেজ চান , তাহলে আপনি আপনার অপারেটিং সিস্টেম C Drive টি ( যেমন Windows XP ,7,8.1,10,11 ও Linux ) একটি 120 GB SSD তে রেখে , তার সাথে ডেটা স্টোরেজ এর জন্য HDD ব্যবহার করতে পারেন।
আশা করি আপনারা বুঝে গেছেন যে কারা কারা HDD ও SSD ব্যবহার করতে পারে ।
আজকে আমরা HDD ও SSD এর বিষয়ে অনেক কিছু জানলাম , আশা করি আপনাদের সবার এই তথ্য গুলি ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই পোস্ট টিকে সবার সাথে শেয়ার করে সবাই কে জানার সুযোগ করে দিন ।
ধন্যবাদ
বঙ্গজ্ঞান টীম