আমরা অনেকেই রিয়েল টাকা কামানোর সাইট খুঁজে থাকি। কারণ আজকের ডিজিটাল যুগে অনলাইন সাইটে টাকা কামানো খুবই সহজ। এগুলো সাইটে আয় করতে ভালো দক্ষতা জরুরি। কিন্তু এরকম অনেক সাইটও রয়েছে যেখানে কাজ করতে কোনো দক্ষতা নেই। অবশ্য প্যাসিভ ইনকাম করার জন্য কিন্তু দক্ষতাই দরকার। তবে অনলাইনে আয় করবার কোন সঠিক উপায় জানা উচিত।
কীভাবে রিয়েল টাকা ইনকাম করা যায়?
রিয়েল টাকা ইনকাম করার জন্য যেমন দক্ষতার দরকার ঠিক তেমনি সময় ও ধৈর্যেরও দরকার। যদিও মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে এই কাজগুলোও করা যায়।
ভালো মতো টাকা আয় করার জন্য যেগুলো দক্ষতা কাজে লাগানো যায়:-
ব্লগিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
পণ্য বিক্রি করা
সার্ভে করা
ফ্রিল্যান্সিং জব করা
অন্যকে শেখানো বা কোচিং দেওয়া
ইউটিউবিং ইত্যাদির উপর দক্ষতা থাকলে সেগুলো কাজে লাগিয়ে অনলাইনে কাজ করতে পারেন।
এভাবে পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করে আয় করতে পারবেন। তবে এগুলোই নয় বিভিন্ন সাইট কাজে লাগিয়েও অনলাইনে ইনকাম করা যায়। এগুলো ওয়েবসাইট থেকে স্পিন, রেফার,ক্যাপচা পূরণ করে অনলাইনে ইনকাম করতে পারেন।
ডিপোজিট ছাড়া ইনকাম সাইট
এখন আলোচনা করি কিছু ইনকাম সাইট নিয়ে যেগুলোতে কোন ডিপোজিট না করে ইনকাম করা যায়। ব্লগ লেখা, ব্লগিং, কন্টেন্ট বানানো, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো করে তো আয় করাই যায়। কিন্তু এগুলো কোথায় করবেন বা কোন সাইটে করলে ভালো ইনকাম হবে সেটি জানতেই হবে। চলুন কিছু সেরকম সাইটের ব্যপারে জেনে নিই।
Gettyimages.com
এটি একটি ডিপোজিট ছাড়া এবং রিয়েল টাকা আয় করার সাইট। যদি আপনি ভালো ফটো তুলতে ভালোবাসেন তাহলে এই সাইটি আপনার জন্য উপযুক্ত। আপনি খুব সহজেই মোবাইল অথবা ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ছবি তুলে এখানে আপলোড করতে পারেন। তবে ছবির রেজোলিউশন ও কোয়ালিটি ভালো হতে হবে। এই সাইটে আপনি যেকোন ক্যাটাগরির ছবি আপলোড করতে পারবেন। এখানে আয় করার আগে অবশ্য আপনাকে কন্ট্রিবিউটর হতে হবে।
এই সাইটে কাজ করার জন্য এটির এন্ডয়েড অথবা আইওএস অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপে সাইন আপ করে ৩ থেকে ৬ টি ছবি আপলোড দিতে হবে। একবার আপনার ছবিগুলো রিভিউ করে অ্যাপ্রুভ হলেই আপনি নিয়মিত ছবি আপলোড দিতে পারেন। তারপর যখন আপনার ছবিগুলো প্রিমিয়াম কাস্টমার ডাউনলোড করবে তখন আপনি ইনকাম হবে। এই টাকাগুলো PayPal, Pioneer এর সাহায্যে উইথড্র করতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে আপনি কোনো ডিপোজিট ছাড়াই ক্যাপচা পূরণ করে অনলাইনে ইনকাম করতে পারবেন। এটি জনপ্রিয় ইনকাম সাইটের মধ্যে। এই ক্যাপচাগুলোতে কিছু শব্দ, ছবি, অঙ্ক থাকে যেগুলো পূরণ করে সহজেই আয় করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর হিউম্যান ভেরিফিকেশন করতে হবে।
যদি আপনার টাইপিং স্পীড ভালো হয় তাহলে খুব সহজেই ক্যাপচা পূরণ করে অনেক টাকা আয় করতে পারবেন। এখানে যত বেশি কাজ করবেন তত বেশি টাকা কামাতে পারবেন। পার্ট টাইম কাজের জন্য এই সাইটটি ব্যবহার করতেই পারেন। এই টাকাগুলো ওয়েবমানি, পারফেক্ট মানি এগুলোর মাধ্যমে তুলতে পারবেন।
Shopify.com
ই কমার্স সাইটগুলোর জনপ্রিয়তা এখন দিনে দিনে বেড়েই চলেছে। এগুলোর প্রতি মানুষ এখন নির্ভরশীল হয়ে পড়ছে। কারন আজকালের ব্যস্ত জীবনে মানুষ যেখান থেকে খুশি কেনাকাটা করতে চায়। তারা চায় বাড়িতে বসে সবকিছু কেনা ও অর্ডার দেওয়া। এছাড়াও অনলাইনে জিনিসপত্র খুবই কম দামে এবং ভালো কোয়ালিটির পাওয়া যায়।
এই ওয়েবসাইটে আপনি ড্রপ শিপিং করে আয় করতে পারবেন। এটিতে কোনো ডিপোজিট লাগছেনা। কাজটি হল সরবরাহকারী এবং গ্রাহকের মধ্যস্থতাকারীর কাজ। আপনাকে যদিও এখানে জিনিস, শিপিং ও ডেলিভারি নিয়ে মাথা ঘামাতে হবেনা। আপনাকে শুধু বিক্রি করার ব্যবস্থা করতে। এছাড়াও এখানে রয়েছে জিনিসকে তার দাম থেকে বেশি টাকায় বিক্রি করার সুযোগও। এরজন্য প্রথমে আপনাকে Shopify এর অনলাইন স্টোর সেট করতে হবে। তারপর শুরু করতে হবে সেগুলোর মার্কেটিং।এই কাজটি করে অনেকেই অনেক টাকা আয় করছেন তাহলে আপনি বাকি থাকবেন কেন। শুরু করে দিন এই কাজটি।
Blogger.com
এই সাইটে কোনো ডিপোজিট ছাড়াই আর্টিকেল লিখে টাকা ইনকাম করা যায়। এই সাইটে যেকোন ধরনের ব্লগ লেখা যায়। এই সাইটটি খুব ইউজার ফ্রেন্ডলি। এই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো উপায়ে টাকা ইনকাম করতে পারেন।
Freecash.com
এই সাইটি থেকেও আপনি সত্যিকারের টাকা ইনকাম করতে পারবেন। এখানে সার্ভে, গেম খেলা ও অন্যান্য টাস্ক পূরণ করে অনলাইনে ইনকাম করা যায়। সেখান থেকে আয় করা টাকা অনায়াসেই PayPal, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া যায়।
Ysense.com
এই সাইটেও আপনি সার্ভে করে , বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে , নতুন সাইটে সাইন আপ করে , ভিডিও ইত্যাদি দেখে টাকা ইনকাম করতে পারবেন। Ysense এর অ্যাপও রয়েছে যেগুলো এন্ড্রয়েড ও আইওএস উপলব্ধ রয়েছে। যদিও এখানে বেশি টাকা ইনকাম করা যায়না। এখানে আয় করা টাকা আপনি PayPal, Pioneer ইত্যাদির সাহায্যে বের করতে পারবেন।
Fiverr.com
এটি একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এটি খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট। যদি আপনি কোনো ধরনের ডিপোজিট ছাড়াই অনলাইনে রিয়েল টাকা ইনকাম করতে চান এই সাইটটি আপনার জন্য। এখানে আপনি লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, ট্রান্সলেশন, ভয়েস ওভার, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এগুলো করে টাকা ইনকাম করতে পারবেন। প্রথমে এখানে আপনাকে গিগ তৈরি করতে হবে। সেই গিগ অনুযায়ীই আপনি অর্ডার পাবেন। যত বেশি অর্ডার পাবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখানে আয় করা টাকাগুলো আপনি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারবেন।
Swagbucks.com
এই সাইটটি হল সার্ভে ওয়েবসাইট। এখানে প্রথমে সাইন আপ করতে হয় ও সেটি করলেই ১০ ডলার বোনাস দেওয়া হয়। তবে শুধু সার্ভেই নয় গিফট কার্ড কেনা, শপিং ভিডিও দেখা এগুলোও এখানে করা যায় ও সেগুলোর মাধ্যমে টাকা আয় করা যায়।
তবে আপনাদের দরকার সঠিক ওয়েবসাইট বাছাই করা। কারণ চারিদিকে অনেক ফেইক ওয়েবসাইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেগুলোর ফাঁদে মানুষ খুব সহজেই পড়ে যাচ্ছে। অনেক সাইট রয়েছে যেগুলো কাজ করিয়ে টাকা দেয়না ও পরে বন্ধ করে দেয় তাদের ওয়েবসাইট। এখন প্রশ্ন উঠছে কীভাবে আমরা
সঠিক ওয়েবসাইট খুঁজে পাবো?
সঠিক ওয়েবসাইট খুঁজে পাওয়ার উপায় হল সেই সাইটগুলোর রিভিউ দেখে নিতে হবে। যেকোনো সাইটের রিভিউ দেখতে ট্রাস্ট পাইলটে সেগুলোর রিভিউ দেখে নিতে হবে। যদি সেই সাইটগুলোর নিজস্ব অ্যাপ থাকে তাহলে সেখানে গিয়েও রিভিউ দেখতে পারেন।
এরপর চেক করতে হবে সাইটটি SSL certified কিনা। SSL certified হলে সাইটটিতে Https লেখা থাকবে। যেগুলো সাইটে Http থাকে সেগুলো একদমই সুরক্ষিত সাইট নয়। সেগুলোতে ভুলেও কাজ করবেন না। এগুলোতে কাজ করলে আপনি কিন্তু ফাঁদে পড়তে পারেন। এছাড়াও দেখতে হবে সাইটগুলোর পেমেন্ট মেথডগুলো ঠিক আছে কিনা। সেগুলো প্রসিদ্ধ হলেই সেগুলো সুরক্ষিত। এছাড়াও যেগুলো ওয়েবসাইটে খুব আকর্ষণীয় প্রচার রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলেই দেখবেন আপনি আর প্রতারিত হবেন না।
তাই দেরি না করে আজই কাজে লাগান এই সাইটগুলো। চাকরির পেছনে আজকাল অনেকেই ছুটছেন। কিন্তু চাকরি পাওয়া খুব সহজ নয়। তাই যদি আপনি বেকার হয়ে না থাকতে চান তাহলে এগুলো সাইটকে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করা শুরু করুন। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের জন্য লাভজনক হবে আর আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।