১০ টি সেরা গেম খেলে টাকা ইনকাম করার উপায়

Rate this post

আজকাল সহজেই টাকা ইনকাম  করতে সকলেই চায়। তাই মানুষে নানারকম উপায় খুঁজতে থাকে টাকা কামানোর।  আপনিও কি এদের মধ্যে একজন তাহলে আমরা নিয়ে এসেছি কয়েকটি উপায় যার মাধ্যমে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারবেন। একটি সহজ উপায় হল গেম খেলে টাকা ইনকাম করা। হয়তো এটা শুনতে আশ্চর্য লাগছে তবে এটা সত্যি যে আপনি গেম খেলে ভাল আয় করতে পারবেন। যদিও আজকাল চারিদিকে অনেক ধরনের ফ্রডের শিকার হচ্ছে অনেকেই। তাই এসব বিষয়ে বিশ্বাস করতে চায় না কেউ সহজেই। কিন্তু ভালোভাবে যাছাই করে নিয়ে এবং কোনো অ্যাপে গেম খেলার আগে সেই অ্যাপের শর্তগুলোর বিষয়ে পড়ে নিতে হবে।

বেকারত্বের জন্য অনেকেই নানারকম উপায়ে টাকা কামানোর উপায় খুঁজছেন। কেউ কেউ মিউচ্যুয়াল ফান্ডে টাকা নিবেশ করছেন তো কেউ কেউ আবার অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার চেষ্টা করছেন। বর্তমান প্রযুক্তি ও ডিজিটাল দুনিয়ায় অনলাইন গেম শুধু বিনোদনই নয় টাকা ইনকামের পথও দেখিয়ে দেয়। যেগুলো খেলে ভালোভাবেই জীবন যাপনও করা যায়। এটির জন্য অনেকেই এই অনলাইন গেমিংকে নিজেদের পেশায় পরিণত করছেন। আজকে আমরা বলবো অনলাইনে গেম খেলে টাকা ইনকাম কীভাবে করবেন? সমীক্ষা করে জানা গিয়েছে এরকম অনেক গেম রয়েছে যেগুলো খেললে আপনি সহজেই টাকা কামাতে পারবেন।

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম

এখন সকলেরই হাতে হাতে মোবাইল। ইন্টারনেট ব্রাউজিং থেকে অনলাইন পেমেন্ট সবই একটিমাত্র ক্লিকেই হয়ে যায়। তাই গেম খেলে টাকা আয় করা এখন খুবই সহজ হয়ে উঠেছে। চলুন এখন জেনে নিই এরকম ১০ টি গেম যেগুলোর মাধ্যমে টাকা ইনকাম করা যায়:

১) ইনস্ট্যান্ট ক্যাশ আউট গেমস:-

ইনস্ট্যান্ট ক্যাশ আউট গেম যেমন Mistplay (Android) , Lucktastic, MPL, Rummy , Fruit Chop, Ludo, Fantasy Cricket এর মতো গেম যেগুলো এন্ড্রয়েড ফোনে আভাইলেবল আছে সেগুলো খেলে পয়েন্ট, পুরস্কার পাবেন যেগুলোকে টাকা অথবা গিফট কার্ড অনায়াসেই রূপান্তরিত করতে পারবেন।

২) ফ্রি ফায়ার (Free Fire):-

এই গেমে অনেকসময় অনেক টুর্নামেন্ট হয় যেগুলোতে অংশ নিলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও এই গেমের নানান ইভেন্টে অংশগ্রহণ করলেও টাকা পেতে পারেন।

৩) পাবজি মোবাইল (PUBG Mobile):-

এই গেমটি খুব জনপ্রিয় একটি গেম। এখানেও বিভিন্ন টুর্নামেন্ট হয় যেখানে জিতলে বিরাট পুরস্কার জেতা যায়। এখানে অনলাইন প্রাইজ পুলও বলে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যেটি খেললে মোটা টাকা ইনকাম করা যায়।

৪) প্লে টু আর্ন ব্লকচেইন গেমস (Play-to-Earn Blockchain Games):-

প্লে টু আর্ন ব্লোকচেইন গেমস যেমন Axie Infinity, The Sandbox এবং Decentraland র মতো গেমসগুলো খেললে আপনি ক্রিপ্টোকারেন্সি আয় করতে পারবেন। যেটিকে আপনি চাইলেই টাকাতে পরিবর্তন করতে পারবেন।

সেরা ১০ টি স্টুডেন্ট অনলাইন ইনকাম

৫) স্কিলস গেমস (Skillz Games):-

যেমন Blackout Bingo, 21 Blitz এর মতো গেমস খেললে আপনি নগদ টাকা ইনকাম করতে পারবেন।

৬) সেকন্ড লাইফ (Second Life):-

সেকন্ড লাইফ হল একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড যেখানে আপনি বিভিন্ন ডিজাইন বানিয়ে অথবা অন্যান্য উপভোক্তাদের বিভিন্ন সেবা দিয়ে টাকা আয় করতে পারবেন।

৭) মাই পয়েন্টস (My Points):-

এখানে গেম খেলে আপনি পয়েন্ট পাবেন যেটিকে পরে চাইলে PayPal এ টাকা অথবা গিফট কার্ডে রূপান্তরিত করতে পারবেন।

৮) স্বাগবাকস লাইভ (Swagbucks Live):-

এখানের গেম সেকশনে গিয়ে পয়েন্ট কামাতে পারবেন যেটিকে পরে টাকা এবং গিফট কার্ডে রুপান্তরিত করতে পারবেন।
  
৯) কয়েন পপ (Coin Pop):-

এখানেও গেম খেলে আপনি কয়েন পাবেন যেগুলোকে পরে টাকাতে রুপান্তরিত করতে পারবেন চাইলে।
  
১০) গিভ্লিং (Givling):-

এটি একটি ক্যুইজ প্লাটফর্ম/ গেম যেখানে সঠিক উত্তর দিয়ে পয়েন্ট পেতে পারবেন। যেটিকে পরে ক্যাশে পরিণত করতে পারবেন আপনি।
  
তবে এগুলো গেমের নানারকমের শর্তাবলী ও নিয়ম আছে যেগুলো খেলবার আগে অব্যশই ভালোভাবে দেখা উচিত। নাহলে আপনার লাভের চেয়ে বেশি ক্ষতিই হবে। অনেকসময় আমরা না জেনে বুঝেই অনেক অ্যাপকে ডাউনলোড করে নি এবং সহজেই মোবাইলের এক্সেস দিয়ে দেই যার ফলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যায় এবং আমরা বিপদে পড়ে যেতে পারি। তাই আমাদের খুবই সাবধান থাকতে হবে।

অন্যান্য উপায়ে গেম খেলে টাকা আয় করা

আমাদের দেশে গেমিং শিল্প বেড়েই চলেছে, সমীক্ষা বলছে ২০৩৫ সালের মধ্যে ভারতের গেমিং বেড়ে ৩.৯ বিলিয়ন হয়ে যাবে। তবে শুধু তাই হয় অন্যান্য আরো উপায় রয়েছে যেগুলোর সাহায্যে আপনি গেম খেলে টাকা আয় করতে পারবেন। যেমন ধরুন গেমপ্লে স্ট্রিম, ইউটিউব চ্যানেলে গেম সেশন স্ট্রিম করা ইত্যাদি। এগুলো জিনিস এক্সপার্ট প্লেয়ার অথবা স্ট্রিমার হয়ে থাকেন তাহলে এগুলো আপনার কাছে খুব ভালো একটি উপায়। জেনে নিন বিস্তারিত।

ইউটিউব চ্যানেল শুরু করা:-

যদি আপনি একজন গেমার হন অথবা গেম খেলতে খুবই ভালবাসেন তাহলে আপনি আপনার গেমিং চ্যানেল খুলে সেখানে গেমিং স্ট্রিম করে টাকা কামাতে পারেন আপনি। এছাড়াও আপনি এরজন্য অনুদান এবং স্পন্সরশিপও পাবেন। এগুলো সবমিলিয়ে ভালোই আয় হবে আপনার।

টুইচ-এ স্ট্রীমার হওয়া:-

টুইচও ইউটিউব এবং ফেসবুকের মতোই একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশেষ করে এখানে ভিডিও গেমই হয়ে থাকে। টুইচের অংশীদার হলেই আপনি বছরে ভালো টাকা আয় করতে পারবেন।

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করা যায় এগুলো নিয়ে কোনো আশঙ্কা নেই। কিন্তু কতোটুকু আয় করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। অনেকেই বেশি টাকা কামাই করে কিন্তু কেউ কেউ আবার কম টাকা আয় করতে পারেন। যদি আপনি বেশিরভাগ সময় এগুলো গেমে দিতে পারেন তাহলে নিশ্চই অনেক টাকা আয় করতে পারবেন। কিন্তু অনেকেই এগুলোতে বেশি সময় দিতে পারে না তাই তাদের এই গেমগুলোকে পেশা করা উচিত নয়। তবে যদি আপনি ভাবছেন এগুলো গেম খেলে রাতারাতি বড়লোক হয়ে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এগুলো সম্পূর্ণ ভাগ্য এবং সময়ের উপর নির্ভর করছে, তাই হাজারবার ভাবনা চিন্তা করে গেমিংকে পেশা করা উচিত। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের জন্য লাভজনক হবে। আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

Leave a Comment