আমরা আপনাদের জন্য প্রায় বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া নিয়ে আসি, কিন্তু আজকে অর্থাৎ ২০২২ সালে সব রকম ব্যবসায় আপনি সাফল্য পাবেন না, তার কয়েকটি বিশেষ কারণ রয়েছে, যেমন বর্তমানে যে কোনো ব্যবসায় প্রতিযোগিতা বেড়ে গেছে, এবং তারপর করোনা মহামারীর সময় আমরা দেখেছি যে কত ভালো এবং বড় বড় ব্যবসা বন্ধ হয়ে গেছে ।
এবার অনেকে এমন ও অনেকে আছে যারা ব্যবসার সম্বন্ধে সেরম কিছু জানে বা বোঝে না , কিন্তু কারোর কাছে শুনে বা দেখে নিজের সঞ্চয়ের সমস্ত টাকা লাগিয়ে ব্যবসা শুরু করে । তারপর কিছু সময় পর সেই ব্যবসা বন্ধ হয়ে যায় , কারণ সে ব্যবসার সম্বন্ধে সম্পূর্ণ না জেনেই ব্যবসা শুরু করেছে ।
তাই আজকে আপনাদের জন্য এই বছরে অর্থাৎ ব্যবসার আইডিয়া ২০২২ ও ভবিষ্যতেও এই ব্যবসা গুলি বেশ ভালো Growth করবে ।
ব্যবসার আইডিয়া ২০২২
চলুন তাহলে শুরু করা যাক সেরা ১০ টি ব্যবসার আইডিয়া ২০২২ এর জন্য ,
১. সেল কাস্টম প্রিন্টেড প্রোডাক্ট
২. গাড়ি Washing
৩. কম্পিউটার রিপেয়ারিং (Home Service )
৪. ডিজিটাল মার্কেটিং
৫. ক্লাউড কিচেন
৬. Real Estate Broker
৭. অ্যালুমিনিয়াম এর দরজা ও জানলা তৈরী ব্যবসা
৮. যোগ বা মেডিটেশন সেন্টার
৯. Tattoo ষ্টুডিও
১০. আয়া সেন্টার
Online babsa