জানতে চান স্যাটেলাইট কি ? এর সম্বন্ধে এমন কিছু তথ্য যা আপনার ধারণা বদলে দেবে

5/5 - (6 votes)

আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা জানার চেষ্টা করেছে যে স্যাটেলাইট কি , এটি কিভাবে কাজ করে , এর গুরুত্ব কি ইত্যাদি , কিন্তু স্যাটে লাইট আমাদের থেকে অনেক দূরে থাকার ফলে আমরা একে খালি চোখে দেখতে পাইনা তাই আমরা সেভাবে এটা নিয়ে আগ্রহ দেখাইনা , কিন্তু আপনারা কি জানেন আমাদের দৈনিক জীবনে বিভিন্ন কাজের মধ্যে বেশ কিছু কাজের সাথে স্যাটেলাইটের সম্পর্ক রয়েছে , অর্থাৎ সেই কাজ গুলো সম্পূর্ণ ভাবে স্যাটে লাইটের উপর নির্ভরশীল । যেমন আপনি টেলিভিশন দেখছেন , আপনার মোবাইলের জিপিএস এর মাধ্যমে আপনি যেকোনো রাস্তা বা মানচিত্র দেখছেন , আপনি আপনার মোবাইল থেকে দেশ বিদেশের মানুষের সাথে কথা বলছেন ইত্যাদি আরও এমন বেশ কিছু কাজ স্যাটেলাইটের মাধ্যমেই হয়ে থাকে ।    

স্যাটেলাইট কি ?

স্যাটেলাইট হলো একটি কৃত্রিম বস্তু অর্থাৎ মানুষের তৈরী এক প্রকার যন্ত্রবিশেষ যা বিভিন্ন তথ্য সংগ্রহে এবং বিভিন্ন যোগাযোগ এর মাধ্যম হিসেবে আমাদের পৃথিবী ও মহাকাশের বিভিন্ন গ্রহের চারপাশে প্রতিষ্ঠা করা হয় ।

এই স্যাটে লাইটকে উপগ্রহ বলা হয়ে থাকে , এই মতে আমাদের পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকা চাঁদ ও একটি স্যাটেলাইট , কিন্তু চাঁদ হলো একটি প্রাকৃতিক উপগ্রহ , যেটা প্রকৃতির নিয়মে চলতে থাকে , যা কারোর দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় । কিন্তু এর থেকে ধারণা নিয়ে বিজ্ঞানীরা স্যাটে লাইট তৈরী করে এবং সেটিকে পৃথিবীর এবং অন্যান্য গ্রহের কক্ষপথে প্রতিষ্ঠা করে দিয়েছে , যেটাকে আমরা কৃত্রিম উপগ্রহ বা বলে থাকি । 

এই স্যাটে লাইট বিভিন্ন কাজে এবং আমাদের মানব জীবনের অনেক কাজে বিশেষ ভূমিকা পালন করে থাকে । একটি স্যাটেলাইট একটি ছোট ল্যাপটপ এর থেকে শুরু করে একটি বড়ো বাস এর আকারের হতে পারে , অবশ্য এই আকার নির্ভর করে স্যাটেলাইটের কাজের উপর ।

 

• ইন্টারনেটে সেরা ১০ টি ওয়েবসাইট যা আপনার অনেক কাজে আসবে

 

গাড়ি চালানোর জন্য পেট্রল, ডিজেল ও মবিল প্রয়োজন সেরম এটি চালানোর জন্য ইলেকট্রিক এর প্রয়োজন , আর তার জন্য এর মধ্যে কয়েকটি সোলার প্যানেল লাগানো থাকে যেখানে থেকে Satellite নিজের প্রয়োজন মতো ইলেকট্রিসিটি পেতে পারে ।

এই স্যাটে লাইটের মধ্যে একটি ট্রান্সমিটার থাকে যা বিভিন্ন সংকেত বা সিগন্যাল কে পাঠানো এবং  রিসিভ করার করে । এছাড়া স্যাটেলাইটে বেশ কিছু যন্ত্রাংশ এবং সেন্সর থাকে যার সাহায্যে এটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় । যেমন স্যাটে লাইটের স্থান ও কোণ পরিবর্তন করা , স্যাটে লাইটের থেকে বিভিন্ন তথ্য আদান প্রদান করা ইত্যাদি । 

এছাড়া স্যাটে লাইটকে যে কাজের জন্য বানানো হয়েছে সেই কাজের অনুসারে যন্ত্রাংশ এবং বিভিন্ন উপাদান বা component উপস্থিত থাকে , যেমন ধরুন একটি স্যাটে লাইটকে পৃথিবীর নানা স্থানের ছবি নেওয়ার জন্য পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছে , তাই এই স্যাটেলাইটে বড়ো এবং অনেক বেশি মেগাপিক্সেল সহ ক্যামেরা এবং এর সাথে জড়িত বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পাওয়া যাবে । এছাড়া আরও বেশ কিছু কাজের জন্য Satellite কে বানানো হয়েছে । বেশিরভাগ Satellite যোগাযোগ ব্যবস্থার উদ্দেশ্যে বানানো হয়ে থাকে , কারণ Radio wave ও Ground wave দিয়ে গোটা বিশ্বে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা চালানো সম্ভব নয় ।

 

• Http ও https কি ? এদের মধ্যে পার্থক্য কি কি ?   

 

স্যাটেলাইট কিভাবে কাজ করে ?

আপনাদের অনেকের মনে হয়তো এরম প্রশ্ন এসেছে যে এই Satellite মহাকাশে কিভাবে দিনের পর দিন ঘুরতে থাকে ? এটি পৃথিবীতে এসে কেন পড়েনা ?  এর উপর কি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করেনা ? এইরকম বেশ কিছু প্রশ্ন কখনো না কখনো আপনাদের মনে নিশ্চয় এসেছে । তাহলে চলুন দেখে নি কিভাবে এটি কাজ করে ।

স্যাটেলাইট কি

Satellite এমনভাবে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে যাতে এর গতির বহির্মুখী শক্তি একে বাইরের দিকে শক্তি ও গতি প্রদান করে , কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এটিকে পৃথিবীর সাধ্যের বাইরে যেতে দেয় না। এই শক্তি Satellite এর ভারসাম্য বজায় রাখে এবং Satellite টি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকে । মহাকাশে বায়ু না থাকার ফলে এটি কোনো বাধা ছাড়াই ঘুরতে বা পরিক্রমণ করতে পারে ।

স্যাটেলাইট এর কাজ কি ?

Satellite বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে , যেমন এর মধ্যে কোনোটি ছবি সংগ্রহ করার জন্য , কোনোটি আবহাওয়ার পূর্বাভাস ও প্রাকৃতিক দুর্যোগের খবর দেওয়ার জন্য , কোনোটি আবার অন্যান্য গ্রহ নক্ষত্রের খবর ও মহাকাশের নানা তথ্য পাওয়ার জন্য স্যাটেলাইট গুলি নিয়মিত ঘুরে বেড়াচ্ছে । তাছাড়া কিছু এমন স্যাটেলাইট রয়েছে সেগুলো শুধু মাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় , যেমন সারা পৃথিবী জুড়ে ফোন কল , টেলিভিশন সিগন্যাল , GPS Navigation ইত্যাদি ।

স্যাটেলাইট কত প্রকার ও কি কি ?

পৃথিবীর কক্ষপথ ও আরও বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে Satellite কে তিনটি  ভাগে ভাগ করা যায় । চলুন তাহলে দেখেনি সেই ৩ টি Satellite এর কক্ষপথ কি কি 

লিও (LEO – Low Earth Orbit) 

এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৬৫ থেকে ২০০০ কিলোমিটার উপরে থাকে । পৃথিবীকে পর্যবেক্ষণকারী স্যাটেলাইট গুলি এই কক্ষপথে অবস্থান করে ।  পৃথিবীর খুব কাছে থাকার ফলে এই কক্ষপথে থাকা সকল স্যাটেলাইট গুলি পৃথিবীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে । এমনকি আমাদের আন্তর্জার্তিক স্পেস স্টেশন এই কক্ষপথে রয়েছে ।

মেও (MEO – Medium Earth Orbit)

পৃথিবী পৃষ্ঠ থেকে এটি প্রায় ২০০০০ কিলোমিটার উপরে অবস্থান করে । সাধারণত যেই সব স্যাটেলাইট গুলি GPS Navigation এর কাজে ব্যবহার করা হয় সেগুলি এই কক্ষপথে থাকে । এই কক্ষপথে বিরাজমান স্যাটেলাইট গুলির গতিবেগ অনেকটাই কম হয় ।

জিও (GEO – Geostationary Earth Orbit)

এটি পৃথিবী পৃষ্ঠ থেকে অনেকটাই উপরে অবস্থিত , প্রায় ৩৬০০০ কিলোমিটার । এই কক্ষপথে থাকা স্যাটেলাইট গুলি সাধারণত টেলিভিশন , রেডিও ট্রান্সমিশন ও যোগাযোগ ব্যবস্থার কাজে ব্যবহার করা হয় ।

স্যাটেলাইট এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা 

Satellite গুলো অনেক উঁচুতে থাকার ফলে তারা একটা সময়ে পৃথিবীর বিশাল এলাকা দেখতে পারে , এবং মহাকাশের বিভিন্ন দৃশ্য দেখতে পারে ।

আগে দূরবর্তী এলাকায় ফোনের মাধ্যমে যোগাযোগ করা একটি বড়ো সমস্যা ছিল , কারণ টেলিফোনের তার সব জায়গায় স্থাপন করা সম্ভব ছিল না এবং অনেকটাই ব্যয়বহুল, তাই যোগাযোগ ব্যবস্থার জন্য Satellite ব্যবহার করা হয় ।  

স্যাটেলাইটের সাহায্যে টেলিভিশন সিগন্যাল এবং ফোন কলের সিগন্যাল একটি স্যাটেলাইটে পাঠানো হয় এবং সেই সিগন্যাল Satellite পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে একসাথে যুক্ত করে ।

Satellite কিভাবে মহাকাশে পাঠানো হয় ?

পৃথিবীর কক্ষপথে Satellite স্থাপন করার জন্য বিশেষ ধরনের মহাশূন্য যান বা Space Craft রয়েছে ।  পৃথিবীর কক্ষপথে Satellite স্থাপন করার জন্য মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মহাশূন্য যান বা রকেটের সমতা বজায় রাখতে হয় । 

এই ক্ষেত্রে দুই ধরণের রকেট বা মহাশূন্য যান হয়ে থাকে ,  একটা হলো Satellite কে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়ে ধ্বংস হয়ে যায় , আর এক ধরণের হলো যেটা Satellite কে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়ে সেই Satellite প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা হয় ।      

দেশ অনুযায়ী প্রথম পাঠানো স্যাটেলাইট গুলি 

চলুন এবার জেনে নি আমাদের পৃথিবীতে কোন কোন দেশের কাছে Satellite আছে 

১. সোভিয়েত ইউনিয়ন (Union of Soviet)

   মহাকাশে প্রথম Satellite পাঠানো ৪ অক্টোবর ১৯৫৭ সালে , বিশ্বের প্রথম Satelliteপাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন যার নাম হলো স্পুটনিক ১ (Sputnik 1) , এই Satellite টি স্পুটনিক পিএস(Sputnik PS) রকেট এর মাধ্যমে পাঠানো হয়েছিল । এই স্যাটেলাইটের ওজন ছিল প্রায় ১৮০ পাউন্ড ।

২. মার্কিন যুক্তরাষ্ট্র (United State)

মহাকাশে দ্বিতীয় বার Satellite পাঠানো হয় ১ ফেব্রুয়ারী ১৯৫৮ সালে , এই Satellite পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার নাম হলো এক্সপ্লোরার – ১ ( Explorer ) । এই Satellite টি জুনো -১ (Juno ১ ) রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল । এটির কক্ষপথের উচ্চতা ছিল ১৪৫৪ কিলোমিটার ।

৩. ফ্রান্স (France)

মহাকাশে তৃতীয়বার Satellite পাঠানো হয় ২৬ নভেম্বর ১৯৬৫ সালে , এটি পাঠিয়েছিল ফ্রান্স যার নাম হলো এস্টরিস্ক (Asterix) । এই Satellite টি ডায়ামান্ট-এ ( Diamant – A) নামক রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল । এটির কক্ষপথের উচ্চতা ছিল ১৬৯৭ কিলোমিটার ।

৪.জাপান (Japan)

মহাকাশে চতুর্থবার Satellite পাঠানো হয় ১১ ফেব্রুয়ারী ১৯৭০ সালে , এটি পাঠানো হয়েছিল জাপান থেকে যার নাম হলো ওসুমি (ohsumi) । এই Satellite টি ল্যাম্বডা ৪ এস নামক রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল । যার কক্ষপথের উচ্চতা ছিল ৫১৪০ কিলোমিটার ।

৫. চীন (China)

পঞ্চম বার Satellite পাঠানো হয় ২৪ এপ্রিল ১৯৭০ সালে ,  যার নাম ছিল ডং ফ্যাং হং -১ (Dong Fang Hong – ১) । এই Satellite টি চীন থেকে লং মার্চ- ১ (Long March) নামক রকেটের মাধ্যমে পাঠানো হয় ।

৬. যুক্তরাজ্য (United Kingdom)

যুক্তরাজ্য অর্থাৎ United Kingdom প্রথম বার ২৮ অক্টোবর ১৯৭১ সালে একটি Satellite পাঠিয়েছিল যার নাম প্রসপেরো (Prospero) । এটি ব্ল্যাক অ্যারো (Black Arrow) নামক একটি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল । এটির কক্ষপথের উচ্চতা ছিল প্রায় ১৩১৪ কিলোমিটার ।

৭. ভারত (India)

ভারত প্রথম বার মহাকাশে Satellite পাঠায় ১৮ জুলাই ১৯৮০ সালে । এই Satellite এর  নাম ছিল রোহিনী ডি ১ (Rohini D) ভারত এই Satellite টি Satellite লঞ্চ ভেহিকল (SLV) এর মাধ্যমে পাঠায় । এর কক্ষপথের উচ্চতা ছিল প্রায় ৪০০ কিলোমিটার । এই Satellite টি ISRO (ISRO এর সম্পূর্ণ নাম Indian Space Research Organization) দ্বারা তৈরী করা হয়েছিল । 

৮. ইসরায়েল (Israel)

ইসরায়েল প্রথম বার ১৯ সেপ্টেম্বর ১৯৮৮ সালে মহাকাশে Satellite পাঠায়, যার নাম ছিল ওফেক ১ (Ofeq) , এটি শ্যাভিট (shavit) নামক রতকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় । 

৯. রাশিয়া (Russia)

রাশিয়া ২১ জানুয়ারী ১৯৯২ সালে মহাকাশে একটি Satellite পাঠায় যার নাম কসমস ২১৭৫ (Kosmos ), এটি সোয়ুজ ইউ (Soyuz – U) নামক একটি রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল । এর কক্ষপথের উচ্চতা ছিল প্রায় ৩৪৭ কিলোমিটার। 

১০. ইউক্রেন (Ukraine)

রাশিয়ার সাথে সাথে সেই বছরেই অর্থাৎ ১৯৯২ সালের ১৩ জুলাই ইউক্রেন তাদের প্রথম Satellite মহাকাশে পাঠায় , যার নাম ছিল স্ট্রেলা (Strela) । এটি সাইক্লোন ৩ (Tsyklon ) নামক রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় । 

১১. ইরান (Iran)

ইরান তাদের প্রথম Satellite মহাকাশে পাঠায় ২ ফেব্রুয়ারী ২০০৯ সালে যার নাম ওমিড (omid) , এটি সাফির ২ (Safir) নামক রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল । এর কক্ষপথের উচ্চতা ৩৬৫ কিলোমিটার ।

১৩. বাংলাদেশ ( Bangladesh)

বাংলাদেশ তাদের প্রথম Satellite পাঠায় ১২ মে ২০১৮ সালে । বাংলাদেশ থেকে যে স্যাটেলাইট টি পাঠানো হয়েছিল তার নাম বঙ্গবন্ধু । এটি ফ্যালকন ৯ (Falcon ) নামক রকেট দ্বারা মহাকাশে পাঠানো হয়েছিল । এটির কক্ষপথের উচ্চতা ছিল প্রায় ৩৫৭৯৯ কিলোমিটার , এবং কক্ষপথের গতি ছিল ৩.০৭ কিমি / ঘন্টা হিসেবে । বাংলাদেশের এই বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরী করতে খরচ হয়েছিল বাংলাদেশের টাকায় তা প্রায় ১৯৫১ কোটি টাকা ।  এই স্যাটেলাইট তৈরী করেছিল TAS অর্থাৎ Thales Alenia Space

১৫. নিউ জিলান্ড (New Zealand)

বাংলাদেশের পরেই নিউ জিলান্ড সেই বছরেই অর্থাৎ ২০১৮ সালের ১২ নভেম্বর তাদের দেশের প্রথম Satellite মহাকাশে পাঠায় , যার নাম কিউবসেট (CubeSat) , এটি ইলেক্ট্রন (Electron) নামক একটি রকেটের মাধ্যমে পাঠানো হয় ।

আরও পড়ুন :

» কম্পিউটার অপারেটিং সিস্টেম কি ?

 

» এন্ড্রয়েড কি ? সম্পূর্ণ তথ্য  

 

স্যাটেলাইট সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর

আমরা এর মধ্যে Satellite সম্বন্ধে বেশ কিছুতথ্য জনাতে পারলাম , কিন্তু এছাড়া আরও বেশ কিছু ছোটো ছোটো প্রশ্ন রয়েছে যেগুলো অনেকের মনে আসে  , এবং তারা সেগুলো জানতে ভীষণ আগ্রহী । চলুন তাহলে সেই প্রশ্ন ও উত্তর গুলি জেনে নি ।

#১. প্রশ্ন : স্যাটেলাইট গুলি কিভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে ?

# উত্তর : একটি Satellite এর গতি ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে ভারসাম্য বজায় রেখে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে । ভারসাম্য বজায় না থাকলে Satellite টি মহাশূন্যে ভেসে যাবে পৃথিবীতে আছড়ে পড়বে ।   

#২. প্রশ্ন : Satellite পৃথিবী পৃষ্ঠ থেকে কতদূরে রাখা হয় ?

# উত্তর : Satellite এর সর্বনিম্ন দূরত্ব হলো ১৬৫ কিলোমিটার এবং সর্বোচ্চ দূরত্ব হলো ৩৬০০০ কিলোমিটার । এই দূরত্ব নির্ভর করতে Satellite টি কোন কাজের জন্য পাঠানো হচ্ছে ।

#৩ প্রশ্ন : Satellite এর জ্বালানী বা Fuel কি অর্থাৎ কিসের মাধ্যমে Satellite চলে ?

#উত্তর : Satellite জ্বালানী হিসেবে সাধারণত সৌরশক্তি ব্যবহার করে থাকে , তাই এদের মধ্যে সোলার প্যানেল লাগানো থাকে । যার মাধ্যমে তারা সূর্য থেকে প্রয়োজন মতো শক্তি সঞ্চয় করতে পারে ।

#৪. প্রশ্ন : কেন Satellite গুলি একে অপরের সাথে ধাক্কা লাগেনা ?

#উত্তর : যখন একটি Satellite কে উৎক্ষেপণ করা হয় তখন অন্যান্য Satellite এর কক্ষপথের সাথে সামঞ্জস্য বজায় রাখা হয় , তাছাড়া নাসা এবং অন্যান্য আন্তজার্তিক সংস্থা এই Satellite গুলির উপর সর্বদা নজর রাখে । 

#৫. প্রশ্ন : বর্তমানে মহাকাশে কয়টি Satellite রয়েছে ?

#উত্তর :  প্রায় ৩২০০ এর বেশি Satellite রয়েছে । 

#৬. প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট কি ?

# উত্তর : এটি একটি স্যাটেলাইট , বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এর নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট । এটি ১২ মে ২০১৮ সালে মহাকাশে পাঠানো হয় ।

#৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট এর কাজ কি ?

#উত্তর : টেলিভিশন চ্যানেল গুলির সিগন্যাল ভালোভাবে পৌঁছে দেওয়া , ফোন কল এর যোগাযোগ ব্যবস্থা উন্নত করা , গ্রামাঞ্চলে যেখানে ইন্টারনেট পৌঁছাতে পারেনা সেখানে ইন্টারনেটের সুবিধা দেওয়া ইত্যাদি ।

 এছাড়া যদি আপনাদের কাছে Satellite সংক্রান্ত অন্যান্য প্রশ্ন থাকে  তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন ।

একনজরে : আজকের পোস্ট থেকে আমরা কি কি  জানতে পারলাম

স্যাটেলাইট কি ? এর কাজ কি ? Satellite এর গুরুত্ব কি ? এটি কিভাবে কাজ করে ?  Satellite কত প্রকার ও কি কি ইত্যাদি  ।

আশা করি আপনারা Satellite সম্বন্ধে জনাতে পেরেছেন । আপনাদের যদি আমাদের এই পোস্ট ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । আর যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কাছে সেই তথ্য নিয়ে আসার । আর হ্যা পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে ।

ধন্যবাদ 

বঙ্গজ্ঞান টীম

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

4 thoughts on “জানতে চান স্যাটেলাইট কি ? এর সম্বন্ধে এমন কিছু তথ্য যা আপনার ধারণা বদলে দেবে”

  1. স্যাটেলাইট সম্বন্ধে এতো কিছু জানতাম না স্যার, আপনি দারুন দারুন তথ্য দেন ।

    Reply

Leave a Comment