Guest Post

আমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্লগিং এবং লেখালেখি তে আগ্রহ রাখে , তাদের জন্য আমাদের বঙ্গজ্ঞান নিয়ে এসেছে গেস্ট পোস্ট এর সুবিধা । আপনি যদি গেস্ট পোস্ট করতে চান তাহলে বঙ্গজ্ঞান প্লাটফর্মে আপনাকে স্বাগতম,  আপনি একদম সঠিক জায়গায় এসেছেন । 

গেস্ট পোস্ট

কেন গেস্ট পোস্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ ?

আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইটের মালিক হন তবে নিশ্চয় আপনি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) শব্দটি শুনেছেন । এই SEO সাধারণত দুই ধরনের হয়ে থাকে , একটি হলো অন-পেজ SEO  এবং অপরটি হলো  অফ-পেজ SEO

এই অফ-পেজ SEO এর একটা অংশ হলো ব্যাকলিংক ,  গেস্ট পোস্ট থেকে পাওয়া ব্যাকলিংক আপনার ব্লগ বা ওয়েবসাইট কে একটি সুন্দর সংকেত দিয়ে থাকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে Ranking এর জন্য , এছাড়া আপনি Referral Traffic ও পাবেন এতে আপনার ব্লগ বা ওয়েবসাইটের পরিচিতি বাড়বে ।

নির্দেশিকা ও প্রয়োজনীয়তা (Guidelines and Requirements)

গেস্ট পোস্ট এর জন্য নিচে দেওয়া সমস্ত নির্দেশিকা ও প্রয়োজনীয়তাগুলি (Guidelines and Requirements) দেখে নিন ।

• আপনার লেখা কনটেন্ট টি মৌলিক অর্থাৎ Original হওয়া বাধ্যতামূলক , কারণ আপনার লেখা টি Plagiarism চেক করা হবে ।

• আপনার লেখা কনটেন্ট টি নূন্যতম ১০০০ ওয়ার্ড এর হতে হবে ।

• আপনার লেখাটি বাংলা ভাষায় হতে হবে ।

• আপনার লেখার বিষয়বস্তু টি বর্ণনামূলক এবং ইনফোরমেটিভ হওয়া প্রয়োজন ।

• আপনার লেখা টিতে যথাযথ ভাবে ‘H1,H2,H3’ শিরোনাম থাকা বাধ্যতামূলক ।

• আপনার লেখার বিষয় বস্তুটি আমাদের বঙ্গজ্ঞান এর বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক (Relevant) হওয়া প্রয়োজন ।

• আপনার লেখায় প্রয়োজনীয় ছবি ও স্ক্রিনশট ব্যবহার করুন ।

• আপনার লেখায় কোনোরকম এফিলিয়েট লিংক গ্রহণ যোগ্য নয় ।

•  আপনার লেখায় আপনি সর্বোচ্চ ১ বার আপনার ব্লগ বা ওয়েবসাইটের লিংক দিতে পারবেন ব্যাকলিংক হিসেবে ।

উপরে দেওয়া নির্দেশ এবং শর্তগুলি অনুসরণ না করলে আপনার লেখাটি গ্রহণযোগ্য অর্থাৎ পোস্ট করা হবে না , তাই দয়া করে নির্দেশ ও শর্তাবলী গুলি অনুসরণ করুন ।

গেস্ট পোস্ট এর বিষয়বস্তু

 • ব্যবসা ও স্টার্টআপ 

 • কম্পিউটার জ্ঞান ও ইন্টারনেট 

 • কেরিয়ার 

 • তথ্য ও প্রযুক্তি 

হেলথ ও লাইফস্টাইল 

          আপনি যদি উপরে আলোচ্য সমস্ত নির্দেশ ও বিষয়বস্তু করেন তাহলে নির্ধিদ্বায় আমাদের আপনার লেখা পাঠাতে পারেন । এছাড়া গেস্ট পোস্ট এর জন্য আরও কিছু জানার জন্য কিংবা গেস্ট পোস্ট এর লেখা বিষয়বস্তু পাঠানোর জন্য আমাদের Contact Us পেজ এ ভিসিট করুন ।

ধন্যবাদ

বঙ্গজ্ঞান টীম