আপনারা কি বিশ্বাস করবেন যে একজন ব্যক্তি শুধুমাত্র একটি ডিজিটাল আর্ট , JPEG File ও একটি হাইপারলিংক এর ব্যবহার করে তৈরী করা একটি ছবি কে প্রায় ৬৯ মিলিয়ন ডলার দিয়ে কিনেছেন । এরকম বেশ কিছু আশ্চর্য খবর আমরা প্রায় শুনতে পাই , এরকম একটি ট্রেন্ডিং টপিক হলো NFT ( What is NFT in Bengali )
আমাদের অনেকে মেসেজ করে NFT এর সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন , যেমন NFT কি ? কিভাবে NFT তৈরী করা হয় ? NFT থেকে কিভাবে ইনকাম করা যায় ইত্যাদি । তাই আজকের এই পোস্টে আমরা NFT এর সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।
NFT কি ?
NFT এর পূর্ণ রূপ হলো নন ফানজিবেল টোকেন ( Non Fungible Token) , এখানে ফানজিবেল (Fungible ) কথার অর্থ হলো যেটাকে Replace বা বদল করা যায়, এবং non fungible কথার অর্থ হলো যে টাকে Replace করা যায় না যেমন কোহিনুর হীরা ,তাজমহল এবং বিভিন্ন painting ইত্যাদি । এইগুলো ইউনিক অথার্ৎ এগুলোর কোনো কপি নেই ।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো বুঝতে পারেননি ,চলুন একটু বিস্তারিত ভাবে জানা যাক।
ধরুন দুজন ব্যাক্তি দুজনের কাছে 1000 টাকার নোট আছে ,এরপর দুজনের কাছে যে 1000 টাকার নোট রয়েছে সেই দুটি একই মূল্যের এবং দুটোই এক,কিন্তু এতে কিছু পরিবর্তন হলো না একে Fungible বলা হয় । অর্থাৎ replace করা যায় , কিন্তু সেই 1000 টাকার নোটের মধ্যে যদি কিছু Painting বা Sign থাকে ,তাহলে কিন্তু সেই 1000 টাকার নোটটি আলদা হয়ে গেলো। তখন এটাকে Non Fungible অর্থাৎ ইউনিক বলা হয়।
আমাদের সকলের কাছে এরকম ইউনিক কিছু না কিছু থাকে, যেটাকে Non Fungible বলা হয়ে থাকে।যেমন ধরুন আপনি কোনো art বানালেন বা picture capture বা কোনো design করলেন বা কোনো গান record করলেন,এগুলো সব Non Fungible হয়ে থাকে।
Non Fungible তো বোঝা গেলো ,এবার token মানে দেখে নেওয়া যাক।
সহজ ভাষায় বলতে গেলে token মানে হলো Certificate of Ownership । যেমন ধরুন আপনি কোনো Paintings বানালেন এবং সেটা আপনার কাজ থেকে কেউ কিনছে কিন্তু সে যদি আপনাকে বলে যে আমি কি করে বুঝবো যে এটা আপনি বানিয়েছেন তখন আপনি বলবেন যে আমার কাছে Certificate Of Ownership আছে।
NFT এর ক্ষেত্রে এই Process টি Automatic এবং Digitally হয়ে থাকে আপনি কোনো Picture তুললেন বা কোনো Drawing বানালেন এবং সেটা কেউ কিনে নিলো তখন আপনার Picture বা Drawing এর Ownership টি তার কাছে চলে গেলো এবং যে আপনাকে তার বদলে তার মূল্য দিয়ে দিলো।যখন আপনি কোনো রকম Digital Assets , Art ,Drawing , Music, Photo, Meme বা কোনো Non Fungible জিনিস কে NFT এর বাজারে কেনা বেচা করেন তাহলে আপনি সেটা Digitally পাবেন না সেটা আপনি Token হিসাবে পাবেন , আর এটাই হলো Non Fungible Token ।
NFT কিভাবে কাজ করে ?
আপনি যদি আমাদের ব্লগের নিয়মিত Visitors হন তাহলে নিশ্চয় Blockchain এর সমন্ধে জানেন,আর আপনি Blockchain সমন্ধে না জানেন তাহলে আমাদের ব্লগে তা দেখে নিতে পারেন।
আগামী সময়ে অর্থাৎ ভবিষ্যতে অনেক কাজ Blockchain Technology এর উপরে নির্ভর করবে,আর এই NFT সম্পূর্ণভাবে এই Technology এর উপর নির্ভরশীল।
যেমন একটা গ্রামে বা শহরে কোনো ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাটি একজন অন্য জনকে বিক্রি করছে,আর এই জমির সমস্ত Record একজন সরকারি কর্মচারী দ্বারা নিয়ন্ত্রিত এবার যদি কোনো অসৎ বা অসাধু ব্যাক্তি এই জমি নিয়ে কোনো অসৎ কাজকর্ম করতে পারেন।
এটি একটি সবচেয়ে বড়ো Solution হতে পারে, এই Record টি একজন সরকারি কর্মচারীর বদলে যদি সবার কাছে এর Record থাকে। তাহলে কোনো জুয়াচুরি হবে না, কারণ একজন Record ভুল করলে অন্যজন সেটি ধরে নেবে, আর এটাই হলো Blockchain এর কাজ ।