আমাদের মধ্যে অনেক মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা রয়েছে যারা নিজের একটা ব্যবসা শুরু করতে চায় , কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের এই স্বপ্ন সত্যি হয়ে ওঠে না , তার অবশ্য বেশ কিছু কারণ থাকে যেমন আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা অনেক কষ্টের মধ্যে দিয়ে পড়শোনা শেষ করে এবং তাদের ছোট থেকে বাড়ি থেকে বোঝানো হয় যে বড়ো হয়ে একটা ভালো চাকরি পেতে হবে , কারণ অনেকেই মনে করে চাকরি টা অনেকটাই নিশ্চিত ও নিরাপদ , ফলে ব্যবসা করাটা আর হয়ে ওঠে না ।
কিন্তু অনেকেই আছে যারা চাকরি করার সাথে সাথে নিজের একটা ব্যবসা শুরু করতে চায় , এই চিন্তা ভাবনা টা খুব ভালো কারণ আমাদের সকলের ২-৩ টি আয়ের উৎস বা ইনকাম সোর্স রাখা উচিত এতে ভবিষতে কোনোরকম আর্থিক অসুবিধার মধ্যে পড়তে হবেনা । এবার আপনারা নিশ্চয় এটা ভাবছেন যে আমরা তো যে কোনো বিজনেস আইডিয়া এর উপর কাজ করতে পারি , কিন্তু এখানে একটা অনেক বড়ো ভুল হবে সত্যি কথা বলতে চাকরির সাথে ব্যবসা করাটা একটু কঠিন , কারণ এখানে আপনাকে আপনার কর্মস্থলে অর্থাৎ চাকরি যেখানে করছেন সেখানে আপনাকে পুরো সময় কাজ করতে হবে , তারপর আপনার বাকি সময়ে আপনি আপনার ব্যবসার কথা ভাবতে পারেন । সেক্ষত্রে সব বিজনেস আইডিয়া তে আপনি কাজ করতে পারবেন না ।
কয়েকটি বিজনেস আইডিয়া রয়েছে যেগুলোর উপর আপনি চাকরি করেও ব্যবসা শুরু করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে । সেই বিষয় গুলো আমাদের এক ব্লগ পোস্টে আমরা আলোচনা করেছি যে আপনি কিভাবে চাকরির সাথে ব্যবসা শুরু করতে পারেন । আমি আপনাদের কে বলবো এই পোস্ট টি পড়ার আগে আপনারা কিছু সময় নিয়ে আমাদের আগের ব্লগ পোস্ট টি পড়ুন যেখানে আমরা বলেছি যে কিভাবে আপনি চাকরির সাথে ব্যবসা শুরু করতে পারেন ।
• চাকরির সাথে ব্যবসা শুরু করতে চান ? চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ব্যবসা শুরু করা যায়
বিজনেস আইডিয়া
আশা করি আপনি আমাদের আগের ব্লগ পোস্ট টি পড়েছেন যে কিভাবে একটি ব্যবসা শুরু করা যায় , কি কি বিষয় মাথায় রেখে কাজ করতে হয় , কি কি সমস্যা আসতে পারে এবং কিভাবে আপনি মানসিক ভাবে তৈরী হবেন ইত্যাদি । চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক ২০+ বিজনেস আইডিয়া যা আপনি খুব সহজে আপনার বর্তমান কাজের সাথে বা চাকরির সাথে শুরু করতে পারেন ।
১. অনলাইন রিসেলিং বিজনেস আইডিয়া
২. ইন্টেরিয়র ডিজাইন এর বিজনেস আইডিয়া
৩. ফটোগ্রাফার এর বিজনেস আইডিয়া
আপনাদের মধ্যে অনেকের ফটোগ্রাফির উপর অনেক আগ্রহ থাকে , তারা যেখানে যায় তারা ফটো তোলে এবং সোশ্যাল মিডিয়া তে পোস্ট করে । কিন্তু এতে লাভের লাভ কিছুই হয়না , তাই আপনার যদি ফটোগ্রাফি তে আগ্রহ থাকে তাহলে আপনি ফটোগ্রাফি ব্যবসা শুরু করতে পারেন , প্রথমে আপনার এন্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে শুরু করতে পারেন কিংবা আপনার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আপনি একটি DSLR ক্যামেরা কিনে এই ব্যবসা শুরু করতে পারেন । অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ফটো বিক্রি করতে পারেন , কিংবা বর্তমানে কোনো অনুষ্ঠানে বা কোনো শুটিং এর ক্ষেত্রে ফটোগ্রাফার এর মাধ্যমে ফটো তোলার চাহিদা অনেক বেড়েছে , আপনি চাইলে সেখানেও কাজ করতে পারেন ।
৪. ফ্রীলান্সিং করে বিজনেস আইডিয়া
আপনার মধ্যে যদি কোনো কাজের দক্ষতা থাকে যেমন কনটেন্ট রাইটিং , ফটো এডিটিং , ওয়েবসাইট ডেভেলপিং , গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি আরও অনেক কিছু যেগুলোর উপর আপনি কাজ করতে পারেন । সেগুলোর উপরে আপনি ফ্রীলান্সিং শুরু করতে পারেন ।
ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি নিজের একটি ফ্রীলান্সিং একাউন্ট বানিয়ে বিভিন্ন ক্লায়েন্ট এর সাথে যুক্ত হয়ে তাদের হয়ে কাজ করতে পারেন । যদি আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে তাহলে এই ব্যবসা শুরু করতে আপনার কোনোরকম বিনিয়োগের প্রয়োজন নেই ।
৫. এফিলিয়েট মার্কেটিং বিজনেস আইডিয়া
৬. উইডিং প্ল্যানার
৭. ট্রাভেল কনসালটেন্ট
৮. ইন্সুরেন্স এজেন্ট
৯. নার্সারি তৈরী
১০. ট্রেডিং শেয়ার মার্কেট
১১.অনলাইন কোর্স তৈরী
১২. সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ
১৩. গ্রাফিক্স ডিজাইন
১৪. ওয়েব ডিজাইন
১৫. ডিজিটাল মার্কেটার
১৬. যোগ ব্যায়ামের প্রশিক্ষক
১৭. ব্লগ্গিং
১৮. ইউটিউব চ্যানেল খুলুন
২০. টিচিং বা টিউশন শুরু করা