মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

Rate this post

বর্তমান সময়ে আমরা জানি যে চাকরির কি পরিস্থিতি, অনেকেই আছেন যারা হয়তো প্রতিদিনই ঘুরে বেড়াচ্ছেন একটা ভালো কাজের পেছনে, কিন্তু রোজ নিরাশ ভাবেই তাদের কে ঘরে ফিরতে হচ্ছে। 

বা এরকম অনেকেই আছেন যারা কিছু একটা কাজ করেন তবে তা ছাড়াও অন্য কিছু ভাবে ইনকাম করতে চাইছেন, বা আপনি হয়তো সবে কলেজ থেকে পাস আউট করে বাড়িতে বসে কোনো কাজের সন্ধান করছেন, অথবা আপনি হয়তো বা হাউস ওয়াইফ সারাদিনের কাজের পেছনে কিছু একটা করে ইনকাম করতে চাইছেন। তাই বঙ্গজ্ঞান নিয়ে এসেছে এমন একটি পোস্ট যেখানে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় সম্মন্ধে কিছু আলোচনা করা হবে।

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

তবে কোনো কিছু নতুন শুরু  অবশ্যই নিজের প্রতিও গুরুত্ব দিতে হবে কারণ এটা বুঝতে হবে যে আপনি কোন কাজটি করতে পারবেন, বা কোন বিষয় টির উপর আপনার আগ্রহ বেশি। এবং তারই সাথে সাথে আপনাকে ধর্য্য রাখতে হবে, একাগ্রতা এবং মনোযোগী হতে হবে তবেই আপনি কিন্তু টাকা উপার্জন করতে পারবেন। এখানে বেশ কিছু কাজের নিয়ে আইডিয়া দেওয়া হবে এখন থেকে আপনি আপনার মনের মতো কাজ বেঁচে নিতে পারেন, তাহলে চলুন আজকের এই পোস্ট টি শুরু করা যাক। 

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার(influencer)

Influencer এর নাম আপনারা অনেকেই শুনেছেন আবার অনেককেই শোনেননি, ইনফ্লুয়েন্সার হলো এমন একজন যারা সোশ্যাল মিডিয়ার সাহায্যে বোরো দর্শকের কাছে পৌঁছাতে পারেন, এবং তার কি পছন্দ অপছন্দ, কি খাবার ভালো লাগে, ভ্রমণ, ফ্যাশন, মেকআপ, এইসব মানুষ জন দের কাছে তুলে ধরতে আগ্রহী হন। 

তাছাড়াও অনেক কোম্পানি এবং বিভিন্ন ব্র্যান্ড আছে যারা এই সব ইনফ্লুয়েন্স দের সাহায্যে তাদের পণ্য বিক্রি করতে চান, বা তাদের ব্র্যান্ড নাম টিকে প্রোমোট করতে চান, আর এই সব প্রক্রিয়া গুলি ইনফ্লুয়েন্স মার্কেটিং বলা হয়ে থাকে। 

বর্তমান সময়ে এই সব ভীষণ ভাবে দর্শক দের মন টানছে, তাই আপনি চাইলেই এই কাজ টি করে মাসে ৩০ হাজার থেকেও অনেক বেশি আয় করতে পারবেন। 

অনলাইন টিউশন 

যদি আপনি পড়াতে ভালোবাসেন তাহলে এই কাজ টি আপনার জন্য, ঘরে বসে খুব সহজ ভাবে আপনি এই কাজ টি করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে আগে দেখতে হবে যে আপনি কোন বিষয়ে সব থেকে বেশি ভালো, অংক, বিজ্ঞান, ইংরেজি যেকোনো একটি বিষয়ের উপর আপনি শুরু করতে পারেন, তারজন্য দরকার আপনার একটি অনলাইন ফ্লাটফর্ম সেটা ফেইসবুক ইউটিউব দুই ই হতে পারে। সেখানে আপনি লাইভ এসেও বাচ্চা দেড় পড়াতে পারবেন, আপনার পড়ানোর ধরণ যদি ভালো হয়, এবং আপনি খুবই সহজেই বাচ্চাদের বোঝাতে পারেন তাহলে আপনাকে এই সফলতা থেকে কেউই আটকাতে পারবে না। 

সোশ্যাল মিডিয়া ম্যানেজার 

বর্তমান সময়ে যেমন দিন দিন সোশ্যাল মিডিয়া মাকেটিং এর চাহিদা বাড়ছে তেমনি বাড়ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দের চাহিদা, এই কাজ টি যদি আপনি ঠিক ভাবে করতে পারেন তাহলে ৩০ হাজার এমন কি এর থেকে বেশ আয় করতে পারেন। 

সোশ্যাল মিডিয়ার ম্যানেজার হতে গেলে আপনাকে কের বিষয়ে কিছু কোর্স করতে হবে, এবং এর উপর পুরোপুরি দক্ষতা আসে গেলে আপনার একটা পোর্টফোলিও তৈরী করে নিন, এছাড়াও সোশ্যাল মিডিয়া তে দেখতে থাকুন করা এই জব এর জন্য পোস্ট করেছেন, বা আপনি কোনো জব পোস্টে এপ্লাই করুন এবং ইন্টারভিউ দিয়ে এই কাজে যোগ দিন। 

  • বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা এর আইডিয়া

অ্যাপ বানিয়ে আয় করুন 

অ্যাপ অথবা আপ্লিকেশন বানিয়ে আপনি সহজেই আয় করতে পারবেন, এটি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যেখান থেকে বিভিন্ন আপ্লিকেশন তৈরী করা হয়ে থাকে যেমন গেম, ফ্যাশন রিলেটেড আপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া আপ্লিকেশন ইত্যাদি। 

এই কাজ টি দুই উপায় এ করা হয় হয় যেমন, ফ্লিল্যান্সিং এবং জব বা চাকরি, ফ্রীলান্সিং এ আপনাকে বিভিন্ন ব্যাক্তি দের জন্য কাজ করতে হয়, এবং জব এর ক্ষেত্রে সেই কোম্পানির, অথবা স্টার্টআপ এই সব নিয়ে আপনাকে কাজ করতে হবে। 

আপনি যদি ভালো দক্ষতার সাথে এই কাজটি করেন তাহলে আপনি মাসে ৩০ হাজার থেকেও বেশি ইনকাম করতে পারবেন, এমন অনেকে আছে যারা শুধু ঘন্টা হিসেবে কাজ করে অনেক অনেক অর্থ উপার্জন করে যাচ্ছেন। 

ব্লগিং 

অনেকে আছেন  শুধুমাত্র ব্লগিং করে অর্থ উপার্জন করে যাচ্ছেন, তবে তারজন্য আপনি কি টপিক এর উপর ব্লগ বানাচ্ছেন, কন্টেন্ট, পেজ ভিউ এসব এর উপর নির্ভর করে। আপনার পেজে দর্শকের সংখ্যা বেশি হলে আপনি নির্সন্দে অনেক টাকা উপার্জন করতে পারবেন, তবে অবশ্যই তার জন্য আপনার কন্টেন্ট এর উপর বিশেষ মনোযোগ দিতে হবে, এবং তার সাথে আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। 

ইউটিউব থেকে আয়

আপনারা হয়তো অনেকেই জানেন যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় সার্চ ইঞ্জিন হলো ইউটিউব, তাহলে একবার ভাবুন তো প্রতি দিন কত কত দর্শক এই ইউটিউব দেখে থাকন। আপনার মধ্যে এমন যদি কিছু ট্যালেন্ট অথবা স্কিল থাকে যা আপনি দর্শক দেড় সামনে নিয়ে আসতে চান তাহলে এই ইউটিউব হলো আপনার জন্য। 

এটি যে কোনো বিষয়ের উপর হতে পারে যেমন কুকিং, গেমিং, পেন্টিং, টেকনিক্যাল, ডান্সিং, ফ্যাক্ট ইত্যাদি না ধরণের বিষয়ের উপর আপনি বানাতে পারেন তবে অবশ্যই একটি ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যেন ইউনিক কিছু হয়, যাতে আপনি দর্শক দের মন জিততে পারেন। 

  • ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় মাত্র 5 টি স্টেপে

ভিডিও এডিটিং থেকে আয় 

আপনার যদি ফটো বা ভিডিও এডিটিং এর উপর ইন্টারেস্ট থাকে তাহলে এই কাজ টি করে আপনি মাসে ৩০ হাজার টাকা বা এর থেকে বেশ ইনকাম করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই এর বিষয়ে ভালো কোথাও থেকে একটা কোর্স করে নিন, আজকাল অনলাইন ও বিভিন্ন ভালো ভালো কোর্স রয়েছে, আপনি সেখান থেকেও শিখে নিতে পারেন। 

যেভাবে সোশ্যাল মিডিয়া এত চলছে সব জায়গায় তেমনি আপনার এই কাজ টি ভবিৎষতে চলতেই থাকবে, কারণ এমন অনেক বোরো কন্টেন্ট রাইটার আছেন যারা নিজে দের ভিডিও কখনোই নিজেরা এডিট করেন না, তারা ভিডিও এডিটিং কোনো প্রফেশনাল মানুষ দের দিয়েই করেই থাকেন, তাই আপনার স্কিল যদি ভালো হয় তাহলে এই কাজ করেই আপনি খুব ভালো একটা আয় করতে পারবেন। 

 

একনজরে : আজকে এই পোস্ট থেকে আমরা কি কি জানলাম 

প্রথমে আমরা জানলাম যে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় কি কি হতে পারে এবং তারপর সেইসব উপায় গুলি নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করে নিলাম। 

আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে যাবতীয় তথ্য জানতে পেরেছেন , এছাড়া মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় বা এই বিষয়ে  আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান যেখান থেকে আমরা আরো মোটিভিশন পাই। 

আমাদের আজকের এই পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  আপনাদের প্রিয়জন বা বন্ধু দের  সাথে  শেয়ার করতে পারেন।  আর এরকম নিত্যনতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন, এবং আমাদের সহযোগিতা করতে থাকুন। 

ধন্যবাদ  

বঙ্গজ্ঞান টিম

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

Leave a Comment