সেরা ১০ টি ইউনিক বিজনেস আইডিয়া

5/5 - (5 votes)

ইউনিক বিজনেস আইডিয়া

আপনি যদি স্বাবলম্বী  হওয়া টা পছন্দ করেন এবং খুব কম অর্থের বিনিময়ে  আপনি নিজের একটি ছোট ব্যবসা  শুরু করতে চান , তাহলে আমাদের এই পোস্ট টি শুধু আপনার জন্য । আমরা আপনাকে এই পোস্ট এর মাধ্যমে কিছু নতুন ছোট ব্যবসায়ের আইডিয়া দেব, যা আপনি খুব স্বল্প বিনিয়োগেই শুরু করতে পারেন ।

২০২১ এ আমরা শুরু করা যায় এমন কিছু দুর্দান্ত ১০ টি ইউনিক বিজনেস আইডিয়া দেব

 

আমরা আজ আপনাকে ১০ টি ইউনিক বিজনেস আইডিয়া দেব যা আপনি খুব শীঘ্রই কম বিনিয়োগ এ শুরু করতে পারবেন ।

সুতরাং চলুন তাহলে জেনে নেওয়া যাক।

১. ট্রাভেল এজেন্সী

আপনি যদি ভ্রমণ প্রিয়  হন অথবা  বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে পছন্দ করেন , এবং  তার সাথে ভ্রমণের আয়োজন ও  বিভিন্ন  পর্যটন স্থান সম্পর্কে  ধারণা থাকে , তবে এই বিকল্পটি আপনার জন্য দুর্দান্ত হতে পারে।

যে কোনো কাজ নতুন শুরু করার সময় একটু সমস্যা হয়েই থাকে ।  এই ব্যবসাটির  ক্ষেত্রেও  শুরু করতে কিছুটা সমস্যা হতে পারে । তবে একবার আপনি মার্কেটিং এর মাধ্যমে নিজের জায়গা তৈরী করে নিলে । এই ব্যবসাটি  আপনার জন্য দুর্দান্ত হতে পারে।

 

২. গ্রাফিক্স ডিজাইনিং

বর্তমান এ ঘরে বসে  গ্রাফিক্স ডিজাইনিং করা  একটি নতুন ব্যবসা শুরু করার অন্যতম সেরা বিকল্প । এর জন্য বিনিয়োগ বা প্রয়োজন হিসেবে দরকার শুধু  একটি ভালো মানের কম্পিউটার ।

ওয়েবসাইট ডিজাইন  , ইউ টিউব চ্যানেল ভিডিও এডিটিং , বড়ো বড়ো কোম্পানি এর অনলাইন  এড মার্কেট এর গ্রাফিক্স কনটেন্ট ,  এর সাথে ভিসিটিং কার্ড, লোগো ডিজাইন , ছোট বড়ো ব্যানার এই সবকিছু তৈরী করে একজন গ্রাফিক্স ডিজাইনার। যা আজকের এই ডিজিটাল সময় এ প্রতিটি ক্ষেত্রে ভীষণ প্রয়োজন ।

 

    > এখানে ক্লিক করে আপনি গ্রাফিক ডিজানিং এর কোর্স সম্বন্ধে জানতে পারেন এবং চাইলে কোর্স  করতেও পারবেন

 

১০ টি সেরা ওয়েবসাইট যা আপনাদের অনেক কাজে আসবে 

 

৩. টিউশন সেন্টার বা কোচিন সেন্টার

টিউশন সেন্টার হলো এমন এক ইউনিক বিজনেস আইডিয়া যা আপনি খুব কম খরচে শুরু করতে পারবেন । এবং এটি শুরু করতে বিনিয়োগ হিসেবে শুধু আপনাকে একটু মার্কেটিং করতে হবে নিজের সেন্টার এর । বর্তমান এ সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে , আপনি চাইলে সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন ।

এই ব্যবসাটি আপনি ঘরে বসে অফলাইন ও অনলাইন এই দুই ভাবেই শুরু করতে পারেন । বর্তমান এ করোনা ভাইরাস এর কারণে সব শিক্ষাক্ষেত্র বন্ধ , এই সময় এ আপনি অনলাইন এ শুরু করতে পারেন ।

 

৪. রেস্তোরা বা ছোট রেস্ট্রুরেন্ট

অর্থনীতিবিদ এর  ধারণা অনুসারে আগামী সময় এ যে কোনো খাবার এর ব্যবসা অনেক বেশি উন্নতি হবে । সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ব্যবসা হওয়া সত্ত্বেও , হোটেল , ছোট বড়ো রেস্তোরা এর ব্যবসা গোটা বিশ্বে অন্যতম ইউনিক বিজনেস আইডিয়া হয়ে উঠেছে।

আপনি যদি সুস্বাদু খাবার বানাতে পারেন যা আজ কাল কার মানুষ জন খুব পছন্দ করবেন , তাহলে এই ব্যবসাটি আপনার জন্য শ্রেষ্ঠ । 

 

৫. ব্যায়াম, যোগ এবং ধ্যান কেন্দ্র

বর্তমান সময় সবাই খুব ব্যাস্ত থাকে নানা কাজকর্মে , ফলে  শারীরিক এবং  মানসিক উভয়ই চাপ বেড়েছে মানুষের, তাই কিছু মানুষ তাদের শরীর স্বাস্থ্য ও জীবন শৈলী ঠিক রাখার জন্য ব্যায়াম যোগ করে থাকে । তাই বর্তমান এ ব্যায়াম ও ধ্যান কেন্দ্রের চাহিদাও বেড়েছে।আপনি খুব অল্প বিনিয়োগের মাধ্যমে  এই ব্যবসা শুরু করতে পারেন। এতে আপনার প্রয়োজন কিছু প্রাথমিক জ্ঞান এবং ব্যায়াম ও যোগের কৌশল ।

 

৬. ওয়েব ডেভেলপমেন্ট সংস্থা

আজকের এই ডিজিটাল সময় এ  কোনো ছোট বড়ো কোম্পানি এর একটা ওয়েবসাইট না থাকলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে । যে কোনো ছোট ব্যাবসার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন , তাই ওয়েব সাইট বানানো এবং সেটার ডেভেলপমেন্ট করার চাহিদা আজকের বাজার ভীষণ ভাবে বৃদ্ধি পেয়েছে । এটি ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজানিং এ দক্ষতা সম্পন্ন মানুষ দের কাছে একটা সুবর্ণ সুযোগ ।

আপনার কাছে দক্ষতা থাকে বা আপনি শিখে নিয়ে একটা ছোট সংস্থা করতে পারেন। সেখানে আপনি শুরু করতে পারেন, আসতে  আসতে যখন আপনার ব্যবসা বড়ো হবে তখন আপনি একটা টীম বানিয়ে ও কাজ করতে পারবেন । এটি একটি অন্যতম ইউনিক বিজনেস আইডিয়া এবং এই ব্যবসার ভবিষ্যত রয়েছে । 

 

    • বাছাই করা ৫ টি কম্পিউটার কোর্স যা আপনাকে ভালো চাকরি পেতে সাহায্য করবে

 

৭. খাবারের ছোট ট্রাক

খাবারের ব্যবসা ছাড়া ব্যাবসার তালিকা সম্পূর্ণ হয়না , বর্তমান এ এটা একটা নতুন মডেল খাবার এর ব্যাবসার । এর একটা বিশেষ বৈশিষ্ট হলো যদি ব্যাবসায়ের জায়গা টা সেরম ভালো না হয় মানে ধরুন সেরম খাবার এর চাহিদা নেই , সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন । আপনি একটা ট্রাক ভাড়া করে সেটির মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন বা আপনার যদি নিজের ট্রাক থাকে তাহলে আরো ভালো ।

আপনি হয়তো ভাবছেন যে যে একটি আলাদা খরচ যে গাড়ি ভাড়া করতে হবে , কিন্তু আপনি একটু ভেবে দেখুন আপনি যদি কোথাও একটি খাবারের দোকান দেন তো সেখানে একটি সেটআপ খরচ রয়েছে এবং দোকানের ভাড়া রয়েছে । তার থেকে অনেক কম খরচে আপনি একটি ছোটো ফুড ট্রাক ভাড়া করে নিতে পারবেন । আর এই ব্যবসা আপনার জন্য সেরা ইউনিক বিজনেস আইডিয়া হতে পারে । 

 

৮. কার ও বাইক ওয়াশ এর দোকান

শহর এর দিকে বর্তমান এ গাড়ি নেই এমন মানুষ পাওয়া প্রায় দুস্কর , সেটা দুই চাকা হোক বা চার চাকা বিশিষ্ট গাড়ি হোক । এবার গাড়ি থাকলে  মতো পরিষ্কার করার ও প্রয়োজন হয় , অনেকের কাছে এই গাড়ি পরিষ্কার করার মতো সময় হয়ে ওঠে না নিত্যদিন এর ব্যস্ততার মধ্যে দিয়ে । তাই আপনি চাইলে খুব কম খরচে একটা কার ও বাইক ওয়াশ এর দোকান খুলতে পারেন । আপনি ১৫-২০ হাজার টাকা বিনিয়োগ করে ছোট ভাবে এই ব্যবসা শুরু করতে পারেন , আর এই ব্যাবসার চাহিদা ভবিষৎ এ আরো বাড়বে । আর একবার এই ব্যবসা চলতে লাগলে আপনার জন্য এটি একটি সেরা ইউনিক বিজনেস আইডিয়া হতে পারে ।

 

কম বিনিয়োগে ব্যবসা করতে চান ? সেরা ১০ টি কম বিনিয়োগের ব্যবসার আইডিয়া 

৯. ইউটিউব চ্যানেল

বর্তমানে ইউটিউব এর ব্যবহার এতো টাই বৃদ্ধি পেয়েছে , যে মানুষ কোনো সমস্যা হলে আগে ইউটিউব এ গিয়ে দেখে নেয় , এবং তারা তাদের সমস্যা সমাধান ও করে ফেলে । তাই ইউটিউব চ্যানেল অন্যতম সেরা বিকল্প যার জন্য আপনার সৃজনশীলতা এবং আপনার প্রতিভা প্রয়োজন যা মানুষেরা পছন্দ করে। এবং এটি থেকে আপনি চাইলে লক্ষ্য লক্ষ্য টাকা উপার্জন করতে পারেন ,এবং এটি আপনার জন্য একটি ইউনিক বিজনেস আইডিয়া হতে পারে । এমন অনেক ইউটিউব ব্যাবহারকারী আছে যারা তাদের অভিজ্ঞতটা ও দক্ষতা কে কাজে লাগিয়ে কয়েক লক্ষ্য টাকা উপার্জন করছে এবং সেটা প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলেছে সেটা কল্পনা করাও কঠিন ।

 

ইউটিউব চ্যানেল শুরু করতে চান ? মাত্র ১৫ টি সহজ স্টেপ অনুসরণ করে নিজের চ্যানেল শুরু করুন  

 

১০. ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট প্ল্যানিং ব্যবসা

এটি একটি অন্য ধরণের ইউনিক বিজনেস আইডিয়া , ইভেন্ট ম্যানেজমেন্ট হলো বিভিন্ন ইভেন্ট বা বৈশিষ্ট গুলির পরিকল্পনা, আয়োজন এবং সম্পাদনের সমন্বিত একটি প্রচেষ্টা । এর মধ্যে বিবাহ , কর্পোরেট মিটিং বা সভা , খেলাধুলো সংক্রান্ত ইভেন্ট, বিভিন্ন ফ্যাশন শো ইত্যাদি আরও অনেক কিছু  এর মধ্যে অন্তর্ভুক্ত ।

আপনি চাইলে নিজের একটা ছোট একটা  টীম (২ থেকে ৩ জন )বানিয়ে এই ধরণের কাজ শুরু করতে পারেন। কারণ এই ধরণের ব্যবসা একার পক্ষে একটু কষ্টকর হয়ে পরে। এতে আপনার বিনিয়োগ বলতে একটু মার্কেটিং ও একটু অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের বিষয়ে ।

 

                  আশা করি আজকের এই ১০ টি ইউনিক বিজনেস আইডিয়া গুলো সম্বন্ধে আপনি একটা  ধারণা পেয়েছেন ।আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যবসা শুরু করতে পারেন ।

 

বঙ্গজ্ঞান এর উদেশ্য হলো জনসাধারণের কাছে পৌঁছানো এবং জনসাধারণ কে প্রয়োজনীয় ও সঠিক তথ্য দেওয়া । আপনার  যদি আমাদের দেওয়া তথ্য পছন্দ হয় এবং আমাদের দেওয়া তথ্য থেকে যদি আপনার কিছু উপকার হয় তাহলে আপনার প্রিয়জন ও বন্ধু বান্ধব দের সাথে আমাদের দেওয়া তথ্য শেয়ার করুন । এবং আপনাদের যদি অন্য কোনো বিষয় এ তথ্যের প্রয়োজন হয় আমাকে সেটা কমেন্ট এর মাধম্যে জানাতে পারেন । বঙ্গজ্ঞান এর ব্লগ টি পড়ার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ ও অসংখ ধন্যবাদ ।

বঙ্গজ্ঞান টীম

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার দুপুর ০২.৩০ মিনিটে। আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

2 thoughts on “সেরা ১০ টি ইউনিক বিজনেস আইডিয়া”

  1. Amar kache serom punji nei , tai ami kono bebsa suru korar sahos pacchilam na , kintu apanar ei poste emon kichu buisness idea dekhlam jegulo ami khub kom takay suru korte pari , osonkho dhonobaad sir

    Reply

Leave a Comment