জিপিএস কি ? জিপিএস কিভাবে কাজ করে ?

Rate this post

বর্তমান সময়ে আমরা এখন প্রায় সবাই জানি যে জিপিএস কি তবে একটা সময় ছিল যখন আমরা কোথাও যাওয়ার আগে সব কিছু জেনে শুনে তারপরে বেরোতাম , যাতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে কোনোরকম সমস্যা না হয় । এছাড়া তারপরেও যদি কোনো সমস্যা হতো তখন আমাদের একমাত্র সাথী হতো রাস্তার আসে পাশে দোকান গুলিতে থাকা মানুষ গুলি , এরপর তাদের কে জিজ্ঞেস করে যেমন তেমন করে আমরা পৌঁছে যেতাম আমাদের গন্তব্যস্থলে । আর বর্তমানে আমরা সবাই আমাদের হাতের এন্ড্রয়েড ফোন টি বের করে গুগল ম্যাপ খুলি এবং সার্চ করে Direction দেখে নি এবং খুব সহজে গুগল আমাদের রাস্তা দেখিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় |

আসলে এই গুগল ম্যাপ আমাদের অচেনা অজানা জায়গায় যাওয়ার এক অন্যতম সাথী , বলতে পারেন অন্ধ ব্যাক্তির হাতে লাঠি পাওয়ার পর মতো জিনিস এটা ।

আসলে গুগল ম্যাপ যে টেকনোলজি এর সাহায্যে চলে সেটাকে জিপিএস (GPS) অর্থাৎ Global Positioning System । এই টেকনোলজি আমাদের কাজ গুলিকে এতটাই সহজ করে দিয়েছে যে ছোটো থেকে বড়ো সব ধরণের ঠিকানা এমনকি হোটেল , দোকান , গ্যারেজ , পেট্রল পাম্প ইত্যাদি সব কিছু গুগল ম্যাপে উপলব্ধ রয়েছে ।

নিজের লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা যখন থেকে হোয়াটস্যাপ এর মধ্যে এসেছে , তখন থেকে আমরা unregistered এড্রেস এর মধ্যে ও আমরা কাউকে আনতে পারি এবং নিজেরাও পৌঁছে যেতে পারি এই গুগল ম্যাপ এর সাহায্যে, তাই আজকে আমরা আলোচনা করবো জিপিএস কি এবং জিপিএস কি ভাবে কাজ করে। 

জিপিএস কি ?

জিপিএস (GPS ) যার পুরো নাম হলো Global Positioning System , এটা  আসলে একটি মিলিটারী ইনভেনশন , এর আগের নাম ছিল Navstar । এবং এর স্যাটেলাইট ১৯৭৮ সালে লঞ্চ করা হয়েছিল , কিন্তু ষ্টার স্যাটেলাইট কে অরবিট এ পাঠানোর উদ্দেশ বানানো হয়নি । ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তে জিপিএস ১৯৯৫ সালে সম্পূর্ণ ভাবে কাজ করতে লেগে ছিল । কিন্তু ২০০০ সাল পর্যন্ত Highest GPS সিগন্যাল শুধুমাত্র মিলিটারি দেড় কাজের জন্য ব্যবহার করা হতো । কিন্তু তারপরে এটাকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপলব্ধ করা হয় । 

আজকের সময়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তে যে GPS টেকনোলজি ব্যবহার করা হয় সেটিকে USA এর AIR ফোর্স দ্বারা ম্যানেজ করা হয়ে থাকে । 

জিপিএস এর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি কাজ করার জন্য কোনোরকম ইন্টারনেট কানেকশন বা ফোন সিগন্যাল এর প্রয়োজন হয় না । কিন্তু ইন্টারনেট কানেকশন ও ফোন সিগন্যাল এর সাথে যুক্ত হলে জিপিএস এর দক্ষতা বা Efficiency বেড়ে যায় । জিপিএস এখন সব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ,  এমনকি এখন পায়ের জুতোর মধ্যেও জিপিএস ব্যবহার করা হচ্ছে যা Alzheimer’s রোগীদের জন্য Designed করা হয়েছে , যেটা তাদের কে খুঁজে পেতে সাহায্য করে ।

এন্ড্রয়েড কি ? এন্ড্রয়েড এর ইতিহাস ও বৈশিষ্ট্য গুলি কি কি ?

জিপিএস কি ভাবে কাজ করে 

জিপিএস কি সেটার সম্বন্ধে নিশ্চয় আপনাদের একটা আইডিয়া হয়েছে , চলুন এবার দেখা যাক জিপিএস কি ভাবে তার টেকনোলজির সাহায্যে কাজ করে । জিপিএস কাজ করার জন্য বেসিক ৩ টি পার্ট রয়েছে  , ১. স্যাটেলাইট , ২. গ্রাউন্ড স্টেশন , ৩. রিসিভার্স ।

১. স্যাটেলাইট 

আগে কার সময়ে মানুষ যেভাবে আকাশের তারা দেখে দিশা নির্দেশ করতো এবং বিভিন্ন জায়গার অনুমান করতো , আর আজকের সময়ে এই কাজ মডার্ন স্যাটেলাইট করছে , কিন্তু এই কাজ করার জন্য স্যাটেলাইট কে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা জরুরি ।

২. গ্রাউন্ড স্টেশন 

স্যাটেলাইট এর সাথে সাথে গ্রাউন্ড স্টেশন এটার খোঁজ নেয় যে স্যাটেলাইট আসলে ঠিক কোন জায়গায় অবস্থান করছে এবং সেটি ঠিক জায়াগায় অবস্থান করছে কিনা ।

৩. রিসিভার 

এরপর আপনার কাছে যে রিসিভার টি রয়েছে যেমন কার , মোবাইল বা অন্যান্য কোনো জিপিএস ডিভাইস ইত্যাদি সেটির খোঁজের চেষ্টা করে যে তার থেকে স্যাটেলাইট টি কত দূরে রয়েছে । যখন রিসিভার খুঁজে পায় যে স্যাটেলাইট থেকে সে কত দূরে আছে আর ঠিক তখনি সেটা আপনার লোকেশন হয়ে থাকে , এবং এটি এতটাই Accurate হয়ে থাকে যে আপনি কত কিলোমিটার বা কত ফুট দূরে আছেন সেটিও আপনার মোবাইল বা জিপিএস ডিভাইস এর মধ্যে দেখা যায় ।

USA এর জিপিএস সিস্টেম এর মধ্যে ৩২ টি ন্যাভিগেশন স্যাটেলাইট রয়েছে যেগুলি পৃথিবীর অরবিট এ ঘুরে বেড়াচ্ছে , এর মধ্যে ২৪ টি Core স্যাটেলাইট এবং বাকি ৮ টি Replacement এর জন্য রয়েছে ।

এই ২৪ টি স্যাটেলাইট এর মধ্যে কোনো একটিতে যদি কোনো সমস্যা হয় , তখন এই ৮ টি স্যাটেলাইট সেটার জায়গায় কাজ করবে ।

এই স্যাটেলাইট গুলি ২৪ ঘন্টা চলার দরুন এদের Monitoring ও Maintenance এর প্রয়োজন হয় , তারপরেও এই স্যাটেলাইট গুলি সর্বোচ্চ ১০ বছর কাজ করে থাকে । এগুলিকে এমনভাবে বানানো হয়ে থাকে যে এগুলি যে কোনো আবহাওয়া তে কাজ করতে পারে । কিন্তু এর মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো আপনার মোবাইল ডিভাইস কিংবা রিসিভিং ডিভাইস এর সাথে ৪ টি স্যাটেলাইট এর একসাথে যুক্ত থাকা , আর ঠিক তখনি আপনি আপনার সঠিক লোকেশন দেখতে পারবেন ।

এর কারণ হলো জিপিএস Trilateration Mechanism এর উপর কাজ করে , এটা শুনতে বেশ জটিল ও টেকনিকাল মনে হচ্ছে । চলুন তাহলে এটা কে সহজ ভাষায় জানা জেনে নেওয়া যাক , আসলে 2D Trilateration Method এর সাহায্যে ম্যাপ এর মধ্যে স্যাটেলাইট Latitude ও Longitude সম্বন্ধে জানা যায় । ধরে নিন আপনি এখন আপনার দেশের A নামে কোনো এক জায়গায় আছেন এবং চলা শুরু করলেন বেশ কিছু দিন চলার পর আপনি কে জায়গায় দাঁড়ালেন , আপনি জানেন আপনি আপনার দেশেই রয়েছেন কিন্তু জিপিএস ছাড়া আপনি জানেন না আপনি ঠিক কোন জায়গায় আছেন ।

স্যাটেলাইট কি ? স্যাটেলাইটের কাজ কি ?

এরপর আপনি তার আসে পাশে কাউকে পেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় আছেন , তখন সে আপনাকে সঠিক বললো না আপনি কোথায় আছেন কিন্তু সে আপনাকে কিছু সূত্র দিলো যেমন আপনি আপনার লোকেশন অর্থাৎ A থেকে ২০০ কিলোমিটার দূরে B নামে এক জায়গায় রয়েছেন । কিন্তু আপনি যেটা জানতে চাইছেন অর্থাৎ আপনার সঠিক লোকেশন টি , সেটি কিন্তু আপনি পেলেন না । সেটাই জানতে আপনি পরে কাউকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আছেন সে আপনাকে বললো আপনি C নামে কোনো এক জায়গা থেকে আপনি ২৫০ কিলোমিটার দূরে রয়েছেন ।

এরপর আপনি যদি এই সূত্র গুলোকে নিয়ে আপনার লোকেশন টি কাগজে ২ টি সার্কেল বানিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন দুটো সার্কেল একে অপরকে Cross করছে এবং আপনি ঠিক এর আসে পাশে রয়েছেন । এরপর আপনি কোনো তৃতীয় ব্যাক্তির কাছে জিজ্ঞেস করলেন সে আপনাকে বললো আপনি A ও E এর মাঝে কোনো এক জায়গায় আছেন , এরপর আপনি যখন কাগজে দুটি সার্কেল এর সাথে তৃতীয় সার্কেল টি আঁকবেন তখন দেখবেন তিনটি সার্কেল একসাথে যেখানে Cross করেছে , সেটাই আপনার লোকেশন অর্থাৎ আপনি এখন D তে রয়েছেন ।

 

একনজরে : আজকে এই পোস্ট থেকে আমরা কি কি জানলাম 

প্রথমেই আমরা জানলাম যে জিপিএস কি  এবং জিপিএস কি ভাবে কাজ করে, তারপর জিপিএস কি ভাবে তার টেকনোলোজির সাহায্যে কাজ করে সেগুলো বিস্তারিত ভাবে জেনে নিলাম। 

আমরা আশা করি আমাদের আজকের এই পোস্ট থেকে আপনি জিপিএস কি সম্মন্ধে যাবতীয় তথ্য পেয়েছেন, আর এছাড়াও যদি জিপিএস কি বা এই বিষয় নিয়ে আরো ও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। 

আমাদের আজকের এই পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জন বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।  আর এরকম নিত্যনতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন, এবং আমাদের সহযোগিতা করতে থাকুন। 

ধন্যবাদ  

বঙ্গজ্ঞান টিম 

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

Leave a Comment