আপনি কি নিজের একটা ব্যবসা শুরু করতে চান ? কিংবা একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হবার স্বপ্ন দেখেন ,তাহলে জেনে রাখুন আপনি আপনার স্বপ্ন নিশ্চয় পূরণ করতে পারবেন । বর্তমান বাজারে আপনি এমন বেশ কিছু ব্যবসার আইডিয়া দেখতে পাবেন যা আপনি খুব সহজে এবং কম বিনিয়োগে শুরু করতে পারবেন , আর তার মধ্যে এমন কিছু ব্যবসার আইডিয়া (business idea in bangla) রয়েছে যা কোনোদিন বন্ধ হবে না ।
তাই আজকের এই পোস্টে বঙ্গজ্ঞান টীম আপনাদের জন্য এমন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে এসেছে যেগুলোর প্রয়োজন আমাদের জীবনে কোনোদিন শেষ হবে না, কারণ এমন কিছু জিনিস আছে যেগুলোর চাহিদা সব সময় সমান থাকবে যতই অনলাইন বা ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি হোক না কেন বা অন্য কোনো প্রযুক্তি আসুক না কেন ।
এই ব্যবসার আইডিয়া গুলো ছোটো ব্যবসার আইডিয়া হলেও লাভের পরিমান কম নয় , এবং এই ব্যবসা গুলি আপনি শহর কিংবা গ্রাম যে কোনো জায়গায় শুরু করতে পারেন ।
ব্যবসার আইডিয়া (business idea in bangla)
আপনাদের জন্য আমরা আজকের এই পোস্টে বাছাই করা ১০ টি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি , যে ব্যবসা গুলো লাভজনক তো বটেই এবং এর ভবিষৎ রয়েছে ।
সুচিপত্র
১. মুদির দোকান (Grossary Shop business idea in bangla)
এটা শোনার পর আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাববেন যে মুদির দোকানের ব্যবসা তো একটি প্রচলিত ব্যবসার আইডিয়া আর এমন কোনো জায়গা নেই যেখানে মুদির দোকান নেই , কিন্তু ব্যাপার টা হলো ঘরের পাশে মুদির দোকান থাকলেও আমরা অনেক সময় বাজার বা সুপারমার্কেট থেকে মুদির জিনিস পত্র কিনে থাকি । আসলে আমাদের আসে পাশের দোকানে সব সময় সব জিনিস পাওয়া যায় না , কিংবা সে জিনিস টা পাওয়া গেলেও সেরকম ভালো গুণগতমান বা Quality পাওয়া যায় না ।
তাই আপনি যদি আপনার এলাকায় বড়ো কোনো মুদির দোকান না থাকে তাহলে একটি ছোটো সুপারমার্কেট শুরু করতে পারেন , যেখানে প্রয়োজনীয় সকল জিনিস পত্র মজুত থাকে , যাতে কাউকে কোনো জিনিস এর জন্য বাজারে বা বিভিন্ন দোকানে ঘুরতে না হয় । যখন মানুষ এসে সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে তখন তারা বাইরে যাবে না , আর এই সুপারমার্কেট ব্যবসায় সাফল্যের অন্যতম কারণ হলো এইখানে ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায় , এবং সবাই একবারে ১ মাসের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসে ।
• কিভাবে ব্যবসা শুরু করবেন সহজ ১২ টি উপায়
এর ফলে আপনার বিক্রি তো বৃদ্ধি পাবে তার সাথে উপযুক্ত বিলিং সিস্টেম থাকার দরুন ধার বাকির কোনো ঝামেলা থাকবে না , যেমন কোনো শপিং মল বা সুপারমার্কেটে হয়ে থাকে ।
তবে এই ব্যবসা শুরু করা আগে আপনাকে এমন কোনো Suppliers এর সাথে যোগাযোগ করতে হবে যে আপনাকে কোনো বড়ো ডিলার বা কোম্পানির থেকে সরাসরি বেশি পরিমানে মাল সাপ্লাই করতে পারবে ।
২. ওষুধের দোকান (Medicine Shop business idea in bangla)
এই আধুনিক যুগে এমন কেউ আছে যার কোনোদিন কোনোরকম ওষুধের প্রয়োজন পরে না ? এমন কাউকে আপনি দেখাতে পারবেন না যার ওষুধের প্রয়োজন পরে না । এবার আপনি বলবেন যে আমার এলাকায় আগে থেকেই ২ টো ওষুধের দোকান রয়েছে , কিন্তু আপনি ইটা লক্ষ্য করেছেন কিনা জানিনা যে যত ওষুধের দোকান রয়েছে কোনো দোকান কিন্তু ওষুধের ব্যবসা না চলার দরুন বন্ধ হয়ে যায় না , এবং কাস্টমারের ও অভাব হয় না । সত্যি বলতে ওষুধ এমন একটা জিনিস যেটার প্রয়োজন আমাদের সব সময় হয়ে থাকে , তাই এর চাহিদা অনেক বেশি থাকে ।
তাই আপনি একটি ওষুধের দোকান খুলতে পারেন , তবে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার যদি ওষুধের সম্বন্ধে অভিজ্ঞতা থাকে তাহলেই এই ব্যবসা শুরু করুন , নাহলে আপনাকে একজন কাউকে Hire করতে হবে যার ওষুধের সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে । এই ব্যবসা আপনি প্রথমে কম ইনভেস্টমেন্ট দিয়ে ছোটো করে শুরু করতে পারেন এবং আপনি ঘরে ঘরে ওষুধ ডেলিভারির সুবিধা রাখতে পারেন Netmeds , Apollo ফার্মাসির মতো , এতে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি উন্নতি করবে ।
• বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা এর আইডিয়া
৩. স্টেশনারির দোকান (Stationery Stall business idea in bangla )
এমন কেউ নেই যাদের স্টেশনারি জিনিসপত্রের প্রয়োজন হয় না , যেমন পেন , ডায়েরি , বই , খাতা , পেন্সিল , পেপার , নোটপ্যাড থেকে শুরু করে বিস্কুট , চিপস সাবান , শ্যাম্পু ইত্যাদি সব ধরণের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র স্টেশনারি দোকানে পাওয়া যায় । যে কোনো স্টেশনারি সরঞ্জামে লাভের পরিমান বেশ ভালোই থাকে এবং নিজের একটা স্টেশনারি শপ বা স্টোর শুরু করার জন্য বেশি বিনিয়োগের প্রয়োজন নেই । এর সাথে যদি আপনার দোকানে জেরক্স মেশিন , লেমিনেশন মেশিন , মোবাইল ফোন ও ডিশ টিভি রিচার্জের সুবিধা ও কোল্ড ড্রিঙ্কস এর বিভিন্ন আইটেম রাখতে পারেন , তাহলে আর দেরি না করে শুরু করে ফেলুন এই স্টেশনারি শপ এর ব্যবসা ।
৪. কাপড়ের ব্যবসা (Garment business idea in bangla)
আমাদের এমন কেউ নেই যাদের কাপড়ের প্রয়োজন নেই , আমাদের সকলের কম বেশি কাপড়ের প্রয়োজন ছিল বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে , কারণ এর কোনো বিকল্প নেই , আর যার কোনো বিকল্প নেই তার চাহিদার ও অভাব নেই এটাই তো স্বাভাবিক ।
এখন আপনার মনে হতে পারে যে আমার এলাকায় তো অনেক গুলি কাপড়ের দোকান রয়েছে , তো সেখানে কি আমার ব্যবসা চলবে ? আপনার মনে হওয়া টা ভুল কিছু নয় কিন্তু এটাও আপনাকে জানতে হবে , মানুষ সব সময় কম দামে ভালো Quality এর জিনিস চায় এবং এর জন্য মানুষ নিজের এলাকার দোকান ছেড়ে অনেক দূরের বাজারে গিয়ে কাপড় জামা কেনে । এই সময় আপনি একটি ছোটো পরীক্ষা নিরীক্ষা বা সার্ভে করে দেখতে পারেন , যে আপনার আসে পাশের কাপড়ের দোকানে কি এমন নেই যেটা মানুষ চায় কিন্তু পাচ্ছে না , সেটা কাপড়ের Quality হতে পারে কিংবা কাপড়ের বেশি দাম হতে পারে ।
• গ্রামের মধ্যে ব্যবসা শুরু করতে চান ? ১৫ টি সেরা গ্রামে ব্যবসার আইডিয়া
এরপর আপনি কোনো সমস্যা খুঁজে পেলে সেটার উপর কাজ শুরু করুন এবং নিজের একটা কাপড়ের ব্যবসা খুলে ফেলুন , আপনি যে কোনো একটি প্রোডাক্ট এর উপর ও শুরু করতে পারেন যেমন শুধু ছেলে দের কাপড় বা শুধু মেয়েদের কাপড় , তবে মেয়েদের কাপড় বিক্রি করার জন্য আপনি আপনার বাড়ির মহিলাদের সাহায্য নিতে পারেন ।
আপনার ব্যবসা যখন বড়ো হবে , তখন আপনি ফ্লিপকার্ট , আমাজন এর মতো ই কমার্স ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সেখানেও অনলাইন কাপড় বিক্রি করতে পারেন ।
• প্যাসিভ ইনকাম কী ? 10 টি সেরা প্যাসিভ ইনকাম
৫. গিফ্ট স্টোর ( Gift Store business idea in bangla)
যখন আপনি কারোর সাথে দেখা করতে যান এবং যখন সেই মানুষ টি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় সেটা আপনার বন্ধু বা প্রিয়জন ও হতে পারে , তখন নিশ্চয় আপনি খালি হাতে যাওয়া টা পছন্দ করবেন না, এছাড়া গিফট নিয়ে যাওয়া টা কে সবসময় শুভেচ্ছা বা অভিনন্দন এর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় । জন্মদিন , বিয়ে বা Marriage ceremony এছাড়া অফিসে কোনো প্রমোশন বা রিটায়ারমেন্ট , ভ্যালেনটাইন ডে কিংবা আপনি কারোর সাথে অনেক দিন পর দেখা করতে গেলে বা বিশেষ কোনো অনুষ্ঠান হোক এইসব ক্ষেত্রে গিফট নিয়ে যাওয়াটা অনেকে পছন্দ করেন ।
তাই আপনি একটা গিফ্ট স্টোর শুরু করতে পারেন , এই ব্যবসায় বিনিয়োগ ও অনেক কম এবং আপনি একা এই ব্যবসা চালাতে পারবেন । যদি আপনার দোকানে বাচ্চা থেকে শুরু করে বড়ো দের সমস্ত গিফ্ট আইটেম উপলব্ধ থাকে তাহলে আপনি এই ব্যবসায় ভালো মুনাফা করতে পারবেন ।
তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাজারে এখন কোন গিফট আইটেম টা চলতি বা ট্রেন্ডিং রয়েছে , আর এইভাবে যদি আপনি আপনার গ্রাহক বা কাস্টমার এর খেয়াল রাখেন , তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই ব্যবসায় উন্নতি করতে পারবেন ।
• মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার দুর্দান্ত আইডিয়া
৬. ডায়েরি শপের ব্যবসা ( Dairy Shop business idea in bangla )
এটা তো আমরা সকলে জানি যে বাজারে ডায়েরি প্রোডাক্ট বা দুগ্ধজাত দ্রব্যের চাহিদা কখনো শেষ হবে না , যেমন দুধ , ঘি ,দই , Butter বা মাখন , চিজ , পনির ইত্যাদি । যদি আপনি একটি ডায়েরি শপ বা আউটলেট খোলেন তাহলে আপনাকে কাস্টমার খুঁজতে হবে না । বাজারে Amul , Mother Dairy এর অনেক গুলি ব্র্যান্ড রয়েছে যাদের কাছে ডিলারশিপ নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন , আর এর সাথে আপনি আইস ক্রিম , বিভিন্ন রকম মিষ্টি , কেক আইটেম রাখতে পারেন ।
• সেরা ১০ টি ইউনিক বিজনেস আইডিয়া
৭. চায়ের দোকান
অনেকের চায়ের দোকানের নাম শুনে হয়তো মনে হবে যে এটা খুব ছোট ব্যবসা কিন্তু আপনি কি জানেন ভারত ও বাংলাদেশের বেশিরভাগ মানুষের দিনের শুরু হয় এক কাপ গরম চা দিয়ে , আর এই চা পান করা নিয়ে সকলের আলাদা আলাদা অভিরুচি ও রয়েছে যেমন কেউ ঘুম থেকে উঠে বিছানায় চা পান করে , কেউ ব্রাশ করার পর , কেউ আবার সকালের খাবারের সাথে , কেউ আবার সকালের খবরের কাগজ পড়ার সাথে সাথে । এছাড়া বিভিন্ন অফিসের পাশে , বাস স্ট্যান্ডে , রেলওয়ে স্টেশনের কাছে চা দোকান গুলিতে মানুষের ভিড় সব সময় দেখা যায় , তার সাথে কারোর লিকার চা পছন্দ , কারোর আবার আদা দেওয়া চা পছন্দ কারোর আবার দুধ চা পছন্দ ।
• চা দোকানের ব্যবসা শুরু করতে চান ? তাও আবার কম পুঁজিতে ? বিশদে জানতে এখানে ক্লিক করুন
গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এক কাপ চা এর দাম ৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত হতে পারে , একটি চায়ের দোকান খোলা কোনো ব্যাপার নয় এমনকি এতে বড়ো কোনো বিনিয়োগের প্রয়োজনও নেই । এখনো যদি আপনার চায়ের দোকানের ব্যবসাকে ছোটো বলে মনে হচ্ছে তাহলে জেনে রাখুন ভারতে এমন কয়েকজন রয়েছে যারা শুধু মাত্র চা বিক্রি করে কোটিপতি হয়েছেন । আপনি এই ব্যবসা যদি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে এটা আপনার জন্য সেরা ব্যবসার আইডিয়া (business idea in bangla) হতে পারে ।
• ১০ টি সেরা কৃষি ব্যবসা আইডিয়া
৮. ছেলেদের বিউটি পার্লার (Men’s Beauty Parlor business idea in bangla)
লেডিস পার্লার তো আপনি আপনার আসে পাশের অলি গলিতে পেয়ে যাবেন , কিন্তু এখনো ছেলেরা ছোটো খাটো সেলুনেই যায় । কিন্তু যখন ভালো সার্ভিস বা স্পেশাল সার্ভিসের ব্যাপার থাকে তখন এই সেলুনে কাজ চলে না । আর বর্তমানে মেয়েদের সাথে সাথে ছেলেরাও নিজের প্রতি যত্নশীল হয়েছে , আজকাল ছেলেরাও handsome ও Good Looking’s এর জন্য প্রচুর টাকা খরচ করছে , তাই এই সময়ে যদি আপনি একটু কাজ শিখে নিয়ে একটি ছোট Men’s Beauty Parlor খুলতে পারেন তাহলে আশা করি আপনার ব্যবসা খারাপ চলবে না এবং এটা আপনার জন্য সেরা ব্যবসার আইডিয়া (business idea in bangla) হতে পারে ।
আর আপনার কাজ বা সার্ভিস যদি সবার পছন্দ হয় যেমন ফেসিয়াল , স্টাইলিস্ট হেয়ার কাট , হেয়ার কালার , স্পা ইত্যাদি সার্ভিসের সাথে তাহলে আপনার কাস্টমারের অভাব হবে না , কিন্তু এর সাথে আপনাকে আপনার পার্লার টিকে সুন্দর করে সাজানোর জন্য একটু বিনিয়োগ করতে হবে ।
• সেরা ১০ টি কম ইনভেস্টমেন্ট ব্যবসার আইডিয়া
৯. জিম ও ফিটনেস সেন্টার (Gym and Fitness Center )
বর্তমান সময়ে ব্যায়াম ও শরীর চর্চার প্রতি সকলে বিশেষ ভাবে নজর দিচ্ছে , কারণ এখন সবাই নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন , তাই এখন সকলে জিম ও ফিটনেস সেন্টারে যায় ।
আপনি যদি এমন কোনো শহরে থাকেন যেখানে সবাই জিম ও ফিটনেসের দিকে বিশেষ ভাবে নজর দেন এবং জিম যাওয়া পছন্দ করেন , তাহলে জিম ও ফিটনেস সেন্টার খোলা আপনার জন্য একটা লাভজনক ব্যবসার আইডিয়া হতে পারে । তবে এই ব্যবসায় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট একটু , বেশি কারণ সেন্টার অনেক টা জায়গার প্রয়োজন , তার সাথে ব্যায়ামের বিভিন্ন মেশিন পত্র কিনতে হবে , তার সাথে ২-৩ জন Gym Trainer বা ব্যায়াম প্রশিক্ষকের প্রয়োজন হবে , তাই আপনি যদি এইসব কিছু দেখে শুনে এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে এটা আপনার জন্য সেরা ব্যবসার আইডিয়া (business idea in bangla) হতে পারে ।
১০. খাবারের গাড়ি (Food Truck business idea in bangla)
খুব ভালো লাগে বলুন যখন আপনার পছন্দের খাবার আপনার আসে পাশেই বা ঘরের সামনেই পাওয়া যায় , আর ঠিক এই কারণে খাবারের গাড়ি এবং খাবারের হোম ডেলিভারি চাহিদা বিপুল পরিমানে বেড়েছে । চাউমিন , এগ রোল , ধোসা , মোমো , ইডলি ইত্যাদি এইসব এর সাথে খোলা ফুড ট্রাক বা খাবারের গাড়ি এখন শহরাঞ্চলে প্রায় দেখা যায় এবং সেখানে মানুষের ভিড় ও দেখা যায় ।
এই ধরণের ফুড ট্রাক বা খাবারের গাড়ির একটি নির্দিষ্ট সময় ঠিক করা থাকে যে তারা কোন দিন কোন জায়গায় যাবে , যেমন কোনো শপিং মলের পাশে , পার্ক ও সিনেমা হলের পাশে , অফিস বিল্ডিং এর কাছে , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাছে ও কোনো মার্কেটের পাশে যদি আপনি আপনার ফুড ট্রাক বা খাবারের গাড়ি লাগিয়ে দিতে পারেন এবং তার সাথে ভালো মানের বা Quality খাবার ডেলিভার করতে পারেন , তাহলে এই ব্যবসা থেকে আপনি খুলে কম সময়ে ভালো ইনকাম করতে শুরু করবেন ।
এই ব্যবসায় বিনিয়োগ অনেক টাই কম এবং এই ব্যবসা শুরু করতে গেলে কোনো দোকান বা রেস্টুরেন্ট ভাড়া নেওয়ার ও প্রয়োজন নেই । কোনো পুরোনো গাড়িকে সামান্য কিছু খরচ করে একটু modify করে নিয়ে আপনি এই কাজ শুরু করতে পারেন । এছাড়া অনলাইন খাবার ডেলিভারি এপ্লিকেশন এ রেজিস্টার করে আপনি বাড়িতে বাড়িতে খাবার পৌঁছাতে পারেন এবং এটা আপনার জন্য সেরা ব্যবসার আইডিয়া ( business idea in bangla) হতে পারে ।
কোনো কাজ বা কোনো ব্যবসা ছোটো নয় , যে কোনো বড়ো ব্যবসা ছোটো থেকেই বা ছোটো কাজ থেকেই শুরু হয় , তাই আজকের এই পোস্ট থেকে আপনারা যে কোনো একটা ব্যবসার আইডিয়ার ( business idea in bangla ) উপর কাজ শুরু করতে পারেন , এছাড়া আমাদের এই ব্লগে ব্যবসা ও স্টার্টআপ মেনু তে গিয়ে আপনি আরও ব্যবসা সম্বন্ধীয় পোস্ট গুলি দেখতে পারেন । তারপর যদি কোনো সমস্যা হয় , আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের টীম আপনাকে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করবে । আর আজকের এই পোস্ট ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন , এবং নতুন নতুন তথ্য জানতে আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন ।
ধন্যবাদ
বঙ্গজ্ঞান টীম
Best Buisness idea… nice
Thanks