মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার দুর্দান্ত আইডিয়া

4.8/5 - (11 votes)

বর্তমান সময়ে আমরা একটু প্রগতিশীল সমাজের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে নারীরা সব দিক থেকে ও সব কাজে পুরুষদের সমান । একটা সময় ছিল যখন সব ব্যাপারে নারীদের আলাদা ভাবে দেখা হতো , সর্বদা পুরুষদের থেকে নিচে রাখা হতো নারীদের , সেটা কিন্তু ভুল ছিল । সমাজে নারী পুরুষ সকলের অধিকার ও সমান। তাই আজকের এই সমাজে নারীরা অনেক বুদ্ধিমান ও অনেকটাই এগিয়ে , নিজের ক্যারিয়ার এর উপর যথেষ্ট মনোযোগী । বেশ কয়েকবছর ধরে নারীরা পুরুষদের সাথে তালে তাল মিলিয়ে ছোটো বড়ো চাকরি করছে , তবে সত্যি কথা বলতে বেশিরভাগ  নারীরা চাকরিতে স্বাধীন ও Comfortable নয়  , তাই এখন মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করা টা প্রায় দেখা যাচ্ছে ।

অনেক মহিলারা আছে যারা এর মধ্যে নিজের একটা ব্যবসা শুরু করে সমাজে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের অর্থনৈতিক অবস্থানকে আরও মজবুত করে তুলছে ।

ভারত ও বাংলাদেশ এর বেশিরভাগ মহিলারা বলতে পারেন প্রায় ৮০ শতাংশ মহিলারা নিজের বাড়ি ও সংসার সামলাতে ব্যস্ত । তাদের মধ্যে অনেক মহিলারা আছেন যারা একা একা স্বপ্ন দেখে যে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে , নিজে কিছু করতে , সমাজে প্রতিষ্ঠিত হতে । কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তব হয়ে উঠতে পারে না কোনোদিন কারণ তারা তাদের বাড়ি ও সংসার ছেড়ে বাইরে যেতে পারেনা ও নিজের মনের মতো কিছু করতেও পারেনা ।

এবার আপনারা হয়তো ভাবছেন তাহলে কি কোনো উপায় নেই যে নিজেদের স্বপ্ন গুলোকে সত্যি করার ? আজ আপনাদের এমন কিছু ছোট ব্যবসার আইডিয়া দেব যেগুলো মহিলারা নিজের সময় মতো বাড়ি ও সংসার ছেড়ে না গিয়ে নিজের ঘরে থেকে শুরু করতে পারে , চলুন তাহলে দেখে নেওয়া যাক সেরা ১০+ মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা এর আইডিয়া ।

মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা

১. ফ্যাশন ডিজাইন

কাপড় ও গহনার উপর আবেগ ও ভালোবাসা প্রতিটা নারীর মধ্যে দেখা যায় , তাই কাপড় ও গহনা কে কেন্দ্র করে ব্যবসা সকল মহিলার কাছে সর্বদা প্রিয়। আপনি কি আপনার কাপড় গুলোকে ডিজাইন করতে পছন্দ করেন ? তাহলে আর দেরি কিসের আজ থেকেই লেগে পড়ুন আপনার ফ্যাশন ডিজাইন ব্যবসার কাজে ।

ফ্যাশন ডিজাইনিং হলো মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা এর মধ্যে সবচেয়ে সহজ ও লাভজনক একটা ব্যবসার আইডিয়া যার জন্য খুব অল্প টাকার প্রয়োজন ।

এই ব্যবসার জন্য প্রথমে আপনার বাড়ির একটা জায়গা ঠিক করুন এবং আপনার পরিচিত দের ও প্রতিবেশীদের নিয়ে শুরু করুন , এরপর আস্তে আস্তে যখন আপনার ব্যবসার পরিধি বেড়ে উঠবে তখন নিজের একটা ব্র্যান্ড বানিয়ে ফেলুন । কারণ ফ্যাশন ডিজাইনিং এর ব্যবসায় ব্র্যান্ড নাম টি একটি জরুরী ভূমিকা পালন করে ।

•  কম ইনভেস্টমেন্ট বা কম বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করতে চান? এখানে ক্লিক করুন 

২. ফটোগ্রাফি

আপনি কি ফটো তুলতে ভালোবাসেন ? তাহলে এই অভ্যাস ও ফটোর প্রতি ভালোবাসা আপনাকে সুন্দর একটি ব্যবসার পথ দেখাতে পারে । প্রথম দিকে আপনার স্মার্টফোন এর ক্যামেরা দিয়ে কাজ করা শুরু করুন , পরে ব্যবসায় উন্নতি হলে ভালো মানের একটি ক্যামেরা কিনতে পারেন।

প্রথমে নিজের একটি পোর্টফোলিও তৈরী করুন , তারপর বিভিন্ন অনুষ্ঠানে ফটো ক্লিক করতে পারেন , তারপর সেই ফটো অন্যদের কাছে শেয়ার করুন সোশ্যাল মিডিয়া প্ল্যাফর্ম গুলির মাধ্যমে , এতে বেশি সংখক মানুষ জানতে পারবে আপনার কাজের সম্পকে । এরপর আপনি আপনার ক্লিক করা ফটো বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে জমা দিতে পারেন ।

আর তাছাড়া অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ক্লিক করা ফটো বিক্রি করতে পারেন ।

৩. ফিটনেস প্রশিক্ষক

নিজেকে সুস্থ রাখতে কে না চায় তাই সুস্থ ও সচেতন থাকতে গেলে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন , অনেকেই আছেন যারা নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করেন । আপনার যদি ব্যায়াম ও ফিটনেস এর প্রতি উৎসাহী হন তাহলে একজন ফিটনেস প্রশিক্ষক হওয়া আপনার জন্য একটা ব্যবসার সুযোগ হতে পারে , এটি মহিলাদের জন্য একটি দুর্দান্ত ব্যাবসায়ীক আইডিয়া ।

এই ব্যবসার শুরুতে আপনি সেই ভাবে অর্থ উপার্জন না করলেও পরে যখন আপনার ব্যবসার পরিচিতি বাড়বে তখন আপনি ভালো একটা আয় করতে পারবেন আর তার সাথে নিজেকে সুস্থ রাখতে পারবেন ।

৪. ব্লগ্গিং হতে পারে মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা এর আইডিয়া

ব্লগিং এর ব্যাপারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন , ব্লগিং একটি মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার চমৎকার আইডিয়া । এটি উপযুক্ত ব্যবসা কারণ আপনি আপনার ইচ্ছামতো ফাঁকা সময়ে এই কাজ করতে পারেন ।

আপনার মধ্যে যদি কোনো বিষয়ের উপর জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই কাজ করতে পারেন । খুব অল্প তাকে আপনি এই কাজ শুরু করতে পারেন ।

ডিজিটাল মার্কেটিং কি ? কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো ? 

আপনার শুধু প্রয়োজন একটি ওয়েবসাইট তৈরী করার ও আপনার পছন্দের বিষয়ের উপর পোস্ট লেখার (যেমন ফুড ব্লগিং , বিউটি ব্লগিং , ট্রাভেল ব্লগিং , ফটোগ্রাফি ব্লগিং ইত্যাদি ) । এরপর আপনার ব্লগে ট্রাফিক আসতে থাকলে ও আপনার ব্লগ বা ওয়েবসাইট টিকে পছন্দ করলে আপনিও ইনকাম করতে শুরু করবেন । তবে ব্লগিং করার জন্য কিছু বিষয় আপনাকে জেনে নিতে হবে , যা আপনি খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে জেনে নিতে পারবেন ।

৫. ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে পণ্য বিক্রয় করা

একটা সময় ছিল যখন কিছু কিনতে হলে বা কোনো জিনিস এর প্রয়োজন হলে মানুষকে বাড়ি থেকে বাইরে বের হওয়া টা জরুরী ছিল । কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই সবকিছুই এখন আমাদের নখদর্পনে অর্থাৎ হাতের কাছে ।

আর এই আধুনিক প্রযুক্তির নাম হচ্ছে ই -কমার্স । বর্তমান সময়ে অনেক ই -কমার্স ওয়েব সাইট রয়েছে , এই ই – কমার্স প্লাটফর্ম গুলির মাধম্যে আপনি কোনো কিছু পণ্য খুব সহজে কেনা বেচা করতে পারেন আপনার বাড়িতে বসেই ।

ই কমার্স প্লাটফর্ম তো ইন্টারনেটে অনেক রয়েছে কিন্তু তার মধ্যে সব চেয়ে জনপ্রিয় হলো ফ্লিপকার্ট ও আমাজন । আপনি চাইলে ফ্লিপকার্টআমাজন এর মতো প্লাটফর্ম এর মাধ্যমে পণ্য বিক্রি করতে পারেন । এর জন্য আপনাকে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি আপনার স্মার্টফোন দিয়ে শুরু করতে পারেন , এবং এটা মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা এর আইডিয়া ও হতে পারে ।

ফ্লিপকার্ট ও আমাজান এ খুব সহজে একটা seller একাউন্ট বানিয়ে আপনার পছন্দের পণ্য যেটা নিয়ে আপনি ব্যবসা করবেন সেটা কে লিস্টিং করা শুরু করুন অর্থাৎ সেই প্রোডাক্ট এর ছবি দিয়ে সেটার দাম ও প্রোডাক্ট সম্বন্ধীয় বিস্তারিত তথ্য দিন , এবং আস্তে আস্তে নিজের একটা ব্যবসা শুরু করুন।

        • ই কমার্স কি ? নিজের একটা এ কমার্স ব্যবসা শুরু করতে চান ? সহজ ৮ টি উপায়

৬. রান্নাবান্না বা কুকিং

রান্না তে আগ্রহ নেই এরম মহিলা খুব কম দেখা যায় , আর বিশেষ করে ভারত ও বাংলাদেশের মহিলারা নিত্য নতুন রান্না করতে ভীষণ ভালোবাসে । প্রতিটা পরিবারে মহিলারা তাদের বাচ্চাদের এবং পরিবারের জন্য স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার রান্না করে থাকেন ।

মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা

 

রান্না বা কুকিং হলো নারীদের জন্য একটি অদ্বিতীয় ছোটো ব্যবসার আইডিয়া যার জন্য খুব অল্প বিনিয়োগ বা মূলধন এর প্রয়োজন । আপনি যদি নতুন নতুন খাবার বানাতে পারেন সেই খাবার এর রেসিপি ও ছবি শেয়ার করতে পারেন ইনস্টাগ্রাম এ বা আপনার একটা ইউ টিউব চ্যানেল বানাতে পারেন , যেখানে আপনি অন্যদের এই রেসিপি শেখাতে পারেন ।

এছাড়া অনেকের পক্ষে রান্না করা সম্ভব হয়না , সেক্ষত্রে তারা বাইরে থেকে খাবার অর্ডার করে । আপনি আপনার রান্না ঘর থেকে টিফিন ডেলিভারি এর কাজ শুরু করতে পারেন , এটি একটি মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার দারুন আইডিয়া।

৭. বস্ত্রের বা কাপড়ের ব্যবসা

কথায় আছে যে বেঁচে থাকতে গেলে অন্ন ও বস্ত্রের প্রয়োজন , স্বাভাবিক ভাবে বস্ত্রের বা কাপড়ের চাহিদা কিন্তু বিপুল । সকল মানুষের বস্ত্রের প্রয়োজন , তাই আপনি যদি একটা কাপড়ের ব্যবসা শুরু করেন তাহলে আশা করি আপনাকে বিক্রির জন্য চিন্তা করতে হবেনা ।

মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা

আর এই ব্যবসায় খুব বেশি বিনিয়োগ এর প্রয়োজন নেই , আর প্রথমে আপনি আপনার ঘর থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন । আপনি যেহেতু একজন মহিলা তাই আপনি যদি শাড়ী , চুড়িদার এইসব এর ব্যবসা করতে পারেন । এটি মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার সেরা একটি আইডিয়া আর এই ব্যবসায় লাভের পরিমান ও বেশ ভালো ।

৮. বাগান এবং নার্সারি

এটি একটি মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার চমৎকার আইডিয়া , যার জন্য খুব কম বিনিয়োগ প্রয়োজন। আর ফুল, গাছপালা , বাগান ভালোবাসেনা এরম মহিলা নেই , সব মহিলারা এই গাছপালা ও বাগান এর প্রতি আবেগপ্রবল ।

পরিবেশগত সচেতনতা বৃদ্ধির কারণে, অনেক মানুষ এখন তাদের বাড়িতে ও অফিসে ছোট গাছপালা রাখতে পছন্দ করে। আপনার বাড়ির উঠোনে বা আপনার বাড়ির ছাদে যদি বাগান করার মতো জায়গা থাকে, তাহলে আপনি চারাগাছ, বীজ, সার ইত্যাদি বিক্রির জন্য বাগান পরিচর্যা বা নার্সারি শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করতে মূলধন প্রয়োজন মাত্র ২০০০-৫০০০ টাকা ।

৯. বিউটি পার্লার ও ব্রাইডাল মেকআপ 

এটি একটি মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার সুন্দর আইডিয়া , এই ব্যবসা শুরু করতে গেলে প্রথমত তার সব ধরণের মেকআপ এর নলেজ থাকতে হবে,  বাঙালি হোক বা অবাঙালি. আর বাদবাকি পার্টি মেকআপ থেকে শুরু করে সব কিছু। যেমন আই মেকআপ এর উপরে অনেক আলাদা আলাদা ভাগ থাকে ।

তারপর আসে প্রোডাক্ট নলেজ, কি কি কোম্পানির প্রোডাক্ট কিরকম আবার সেগুলো কিভাবে এপ্লাই করতে হয় মেকআপ এর ক্ষেত্রে বেসিক্যালি প্রোডাক্ট এর মধ্যে প্রাইমার, ফাউন্ডেশন, আইশ্যাডো প্যালেট, কন্টোর, কালার কারেক্টিং, ব্রাশ, সেটিং স্প্রে বাকি চুলের জন্য কিছু মেশিনের দরকার পরেই ।

আর বাদবাকি ভালো যদি হাত থাকে সাজানোর তাহলে তো  ভালোই আপনার ভবিষৎ এর জন্য ,  কারণ কম বেশি আজকাল সবাই মেকআপ করে , আর বিয়ে আর অনুষ্ঠান তো লেগেই আছে ।

আর এই ব্যবসার ফিউচার স্কোপ ও আছে  নিজের ব্যবসা থাকলে সেটাতে লাভ আছেই  , আর যদি পরে কোথাও বড়ো জায়গায় শিখে তো পরে ফ্যাশন শো তারপর অনেক আর্টিস্ট এর উপর মেকআপ এসব কাজ পাওয়ার সম্ভাবনা থাকে. আবার নিজের ফেসবুকে এ পেজ তৈরী  করে মেকআপ এর লাইভ ও করতে পারেন , এতে আপনার ব্যবসার পরিচিতিও বাড়বে । এই ব্যবসায় লাভ তো আছে আর এই ব্যবসায় বিনিয়োগ মাঝারি ।

১০. নাচ বা গানের স্কুল

আধুনিক সমাজে সবাই চায় পড়াশোনার পাশাপাশি আরও কিছু বেশি শিখে নিজের দক্ষতা কে বাড়াতে এবং অন্যান্য দের থেকে একটু আলাদা হতে । তাই এখন সবাই পড়াশোনার পাশাপাশি নাচ, গান, গিটার , তবলা ইত্যাদি শিখছে । আপনার যদি এগুলোর মধ্যে কোনো একটা তে দক্ষতা থাকে , তাহলে আপনি ঘরে বসে একটা ছোটো স্কুল খুলে এই ব্যবসা শুরু করতে পারেন ।

প্রথমে হয়তো আপনি সেরম ছাত্রছাত্রী পাবেন না , কারণ আপনার পরিচিতি থাকবে না সেরম মার্কেট এ । আস্তে আস্তে যখন আপনার স্কুল এর নাম চারিদিকে ছড়িয়ে পড়বে , তখন আপনার ব্যবসা এর জন্য আর ভাবতে হবে না । আর এই ব্যবসায় সব চেয়ে সুবিধা হলো আপনার বিনিয়োগ প্রায় নেই বললেই চলে । আর এই ব্যবসায় লাভের পরিমানও বিপুল , কারণ এই ব্যবসায় খরচ বলতে শুধু আপনার দেওয়া সময় । এটি সব মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার সুন্দর একটি আইডিয়া ।

১১. ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট

যে সমস্ত মহিলারা জমা-খরচের অঙ্ক ভাল বোঝেন আর সংখ্যা নিয়ে খেলা করতে ভালবাসেন, তাঁদের জন্য আদর্শ রোজগারের পথ হল  ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট। ফ্রিল্যান্সার ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ঘরে বসেই আপনি যে কোনও কোম্পানির যাবতীয় হিসেবনিকেশ করে দিয়ে রোজগার করতে পারেন।

আপনার কিছু নির্দিষ্ট গ্রাহকও থাকতে পারে, যাদের কাজ করে দিয়ে আপনি নিয়মিতভাবে আয় করতে পারেন। মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার আদর্শ একটি  আইডিয়া , আর এই কাজ শুরু করতে আপনার বিনিয়োগ খুব বেশি লাগবেনা । আর ফ্রীলান্সিং এর সাহায্যে আপনি একসাথে অনেক কোম্পানির সাথে পরিচিত হতে পারবেন এবং আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারবেন ।

ভারত ও বাংলাদেশ নারী উদ্যোক্তাদের জন্য , তাদের নিজের একটা ব্যবসা শুরু করাটা শুধু আর্থিকভাবে স্বাধীন হওয়া কিন্তু নয় এটি একটি আবেগ ,বেঁচে থাকার স্বপ্ন প্রত্যেকটি নারীর কাছে । উপরে দেওয়া মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা গুলির মধ্যে যেটা আপনার জন্য ঠিক মনে হবে সেটা কে বেছে নিয়ে কাল থেকেই লেগে পড়ুন আপনার স্বপ্ন কে বাস্তবে পরিণত করা লক্ষ্যে ।

আর কোনো সমস্যা হলে আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন , যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ।

ধন্যবাদ

বঙ্গজ্ঞান টীম

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

2 thoughts on “মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার দুর্দান্ত আইডিয়া”

  1. আমি সেলাই কাজ পারি ঘরে বসে কিভাবে নির্দিষ্ট কোনো ব্যাবসা করতে পারবো।চাকরি হিসেবেই

    Reply

Leave a Comment