HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে পার্থক্য গুলো কী কী? ( HDD and SSD )

SSD ও HDD কী ?

আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস বা বস্তু রাখার জন্য আমরা একটা স্থান ঠিক করি, এবং সেখানে আমাদের প্রয়োজনীয় জিনিস গুলি যত্ন সহকারে রাখি। ঠিক তেমন টা হয় আমাদের সবার কম্পিউটার ও ল্যাপটপ এ । কম্পিউটার এ আমরা যা কিছু করি কম্পিউটার স্টার্ট করা থেকে শুরু করে কাজ করা পর্যন্ত সব টাই একটা নির্দিষ্ট জায়গায় জমা করে রাখে। এবার জমা করার জন্য তো কম্পিউটার এর একটা স্টোরেজ প্রয়োজন ।আপনার কম্পিউটার এর স্টোরেজ এর কাজ গুলি SSD ও  HDD করে থাকে । সলিট স্টেট ড্রাইভ (SSD)  এবং হার্ড ডিস্ক ড্রাইভ(HDD) হলো দুটি প্রধান স্টোরেজ । যা একে ওপরের বিকল্প হিসেবে ব্যাবহার হয় ।