ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান? 10 টি দুর্দান্ত ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া দেখে নিন

5/5 - (4 votes)

প্রতিটা মানুষের জীবনে একটা সময় আসে তখন সে ব্যবসার দিকে আগ্রহ হয় সেটা কেউ কেরিয়ার এর শুরুতে অথবা চাকরি থেকে বিরক্ত হয়ে। এবার সবাই একধরণের ব্যবসা পছন্দ করে না। কেউ  ছোট ব্যবসা বা  খুচরো ব্যবসা অথবা পাইকারি ব্যবসা কিংবা ম্যানুফ্যাকচারিং ব্যবসা। এমন অনেকজন  রয়েছে যাদের বাজেট কম রয়েছে তবে তারা নিজেরাই কিছু ব্যবসা শুরু করতে চান অথবা  একটা ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া বেছে নিয়ে একটা ব্যবসা শুরু করতে চান। কিন্তু তাদের মনে প্রথমে যে  প্রশ্নটি আসে যে তারা কোন ধরণের ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া বেছে নিতে পারে?

যে কোনো দেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করে ম্যানুফ্যাকচারিং ব্যবসার উপর। যে কোনো ব্যবসা সেটা ক্ষুদ্র ব্যবসা হোক বা পাইকারি দেশের অর্থনীতি উন্নয়নে অনেক বড়ো ভূমিকা রাখে । তাই আমাদের সকলের উচিত ব্যবসা শুরু করা ।

একটি বড় ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং তার সাথে সমানভাবে উচ্চ ঝুঁকি বা High Risk ও রয়েছে । আগের পোস্ট এ আপনাদের সাথে ছোট ব্যবসা ,পাইকারি ব্যবসা এর সম্বন্ধে বিস্তর ভাবে আলোচনা করেছি । তার সাথে কিছু ছোট ব্যবসা ও পাইকারি ব্যবসার আইডিয়া ও দিয়েছি ।

আজকে আপনাদের কিছু ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া দেব ,  সেগুলোর মধ্যে যে কোনো একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু  করতে পারেন ।

 

কিভাবে খুব সহজে কয়েকটি সহজ স্টেপ মেনে একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করবো ??

 

সুচিপত্র

আর দেরি না করে চলুন তাহলে দেখে  নেওয়া যাক কিছু ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

 

১. কংক্রিট ব্লক বা পেপার ব্লক এর ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

কয়েকবছর আগে নির্মাণ কাজে বা কনস্ট্রাকশন এ লাল ইট এর ব্যবহার হতো , কিন্তু বর্তমান এ নির্মাণ কাজে কংক্রিট ব্লক ও পেপার ব্লক এর চাহিদা প্রায় ১০ গুন্ বেড়ে গেছে । বর্তমান এ সাধারণত আবাসিক ভবন বা বাড়ি ঘর ,মন্দির ও মসজিদ , ব্রিজ , শপিং মল , পেট্রল পাম্প , রাস্তার পাশে ফুটপাথ গুলিতে , বড়ো বড়ো শিল্পে এই কংক্রিট ব্লক ও পেপার ব্লক এর ব্যবহার করা হচ্ছে ।

এর প্রধান কারণ হলো ইট এর থেকে কংক্রিট ব্লক বেশি মজবুত ও টেকসই এবং খরচ ও ইট এর তুলনায় কম আর এই কংক্রিট ব্লক গুলি ব্যবহার করে নির্মাণ কারীরা সময়মতো খুব তাড়াতাড়ি কাজ গুলি সম্পূর্ণ করতে পারে ।
কিছু বছর আগে পয্ন্ত লাল ইট এর চাহিদা বেশি ছিল কিন্তু বর্তমানে মজবুত ও টেকসই এর কারণে এই কংক্রিট ব্লক ব্যবহার করছে ।

আপনি চাইলে সাধারণ কিছু মেশিন বা যন্ত্রপাতি ও কাঁচামাল ব্যবহার করে ও কিছু শ্রমিক নিয়ে এই কংক্রিট ব্লক ও পেপার ব্লক এর ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে পারেন । এর জন্য আপনাকে আপনাকে বেশ কিছু টা জায়গা প্রয়োজন যেখানে আপনি আপনার মেশিন ও কাঁচামাল মজুত করে রাখবেন এবং আপনার তৈরী করা পণ্য রাখতে পারবেন । যদি আপনি ছোট করে শুরু করতে চান তাহলে এই ব্যবসায় ইনভেস্টমেন্ট প্রায় ২-৩ লাখ টাকা । আর এই ব্যাবসায় চাহিদার সাথে সাথে লাভের পরিমান ও অনেক বেশি ।

 

২. অ্যালুমিনিয়ামের দরজা ও জানলা তৈরি ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

ভারত পঞ্চম বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ । অ্যালুমিনিয়াম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন বৈদুত্যিক ক্ষেত্রে , শিল্প ক্ষেত্রে , সৌরশক্তি উৎপাদনে , সাজ সজ্জার কাজে ইত্যাদি ।

এছাড়া এখন অ্যালুমিনিয়াম এর জানালা ও দরজার ভীষণ চাহিদা । বর্তমান এ সমস্ত অফিস , ফ্লাট বাড়িতে অ্যালুমিনিয়াম এর দরজা জানালা বেশি ব্যবহার করা হয় । কারণ মূল্যের দিক থেকে কাঠের ও লোহার দরজা জানালা থেকে এটা অনেক সস্তা।

আপনি চাইলে এই অ্যালুমিনিয়াম এর দরজা জানালা উৎপাদন এর ব্যবসা শুরু করে আপনার আসে পাশের শহর গুলিতে এই দরজা জানালা সাপ্লাই করতে পারেন অথবা বিভিন্ন ইনটেরিয়র ডিসাইনার এর সাথে যোগাযোগ করতে পারেন ।

এই ব্যবসা শুরু করতে খুব বড়ো মেশিন এর প্রয়োজন হবে না , তবে ছোট ছোট কিছু যন্ত্রপাতি ও কাঁচামাল নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন । আর প্রথম দিকে এই ব্যবসার জন্য আপনার খুব বেশি জায়গার প্রয়োজন হবে না , অল্প জায়গা দিয়ে ১-২ জন লোক নিয়ে আপনি শুরু করতে পারেন । ইনভেস্টমেন্ট খুব বেশি হলে ৫০ হাজার থেকে ১ লক্ষ্য টাকা ।

 

৩. অটোমোবাইল যন্ত্রাংশ এর ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

ভারতের শহর গুলিতে একটা গাড়ি নেই এমন ঘর খুব কম আছে সেটা দুই চাকা হোক বা চার চাকা । এবার গাড়ি থাকলে সেটা রক্ষনাবেক্ষন এর প্রয়োজন আছে , আর রক্ষনাবেক্ষনের জন্য গাড়ির বিভিন্ন পার্টস এর প্রয়োজন ।

তাই অটোমোবাইল যন্ত্রাংশ এর চাহিদা বাজারে ব্যাপক , অটোমোবাইল শিল্প সারা বিশ্বে বিপুল ভাবে সমৃদ্ধ হচ্ছে। আপনি একটা অটোমোবাইল যন্ত্রাংশের ম্যানুফ্যাকচারিং শুরু করতে পারেন কম ইনভেস্টমেন্ট এর মধ্যে । এটি একটি দুর্দান্ত ম্যানুফ্যাকচারিং ব্যবসা হতে পারে আপনার জন্য যদি আপনি ঠিকঠাক এই ব্যবসা চালিয়ে যেতে পারেন । আর এই ব্যাবসায় আপনার মোটামুটি ৩০ শতাংশ পর্যন্ত লাভ থাকে ।

 

কম ইনভেস্টমেন্ট এর ব্যবসা শুরু করতে চান ? এখানে ক্লিক করুন ।  

 

৪. খেলনা তৈরির ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

এমন কোনো বাচ্চা নেই যাদের খেলনা পছন্দ নয় , খেলনা সব বাচ্ছাদের ভীষণ প্রিয় একটি জিনিস । বাজারে খেলনার এর চাহিদা সারা বছর প্রায় একই থাকে। আপনি যদি কিছু নতুন ধরণের খেলনার কথা ভেবে থাকেন যেটা বাচ্চারা খুব পছন্দ করবে , তাহলে সেটার উপর একটু রিসার্চ করে বাজারের চাহিদা বুঝে আপনি খেলনার ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে পারেন ।
এতে আপনার ইনভেস্টমেন্ট মোটামুটি লাগবে , সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রোডাক্ট এর প্ল্যানিং এর উপর ।

 

৫. জৈব সার তৈরির ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

বর্তমান এ কম বেশি সমস্ত গাছপালায় জৈব সার ব্যবহার করা হয়। চাষবাস এ উন্নতির জন্য জৈব সার কীটনাশক এর চাহিদা সর্বদাই বেশি। বছরে বেশিরভাগ সময় এ কৃষকদের এই জৈব সার ও কীটনাশক এর প্রয়োজন থাকে । আপনি যদি কৃষিকাজ এর সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনার এই সার ও কীটনাশক সম্বন্ধে ধারণা থাকতে পারে ।

কৃষিক্ষেত্রে ভারত অনেক এগিয়ে তাই এখানে অধিকাংশ জমি কৃষি কাজে ব্যবহার করা হয় । এবার সব জমির মাটি ফসল উৎপাদনে উপযোগী হয়না , তাই কৃষকেরা এই জৈব সার ব্যবহার করে মাটিকে উর্বর করে বেশি পরিমান ফসল উৎপাদন করে।

আপনার যদি এই জৈব সার ও কৃষিকাজ সম্পর্কে ধারণা থাকে অথবা আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি সম্পূর্ণ বিষয় টা শিখে নিয়ে জৈব সার এর ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে পারেন ।
এর জন্য আপনার প্রয়োজন হবে ছোট একটি জায়গা সেটা আপনার বাড়ির ছাদ ও হতে পারে আর ইনভেস্টমেন্ট প্রায় ১০- ১৫ হাজার টাকা ।

 

৬. কাগজের ব্যাগ বা পেপার ব্যাগ এর ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

দূর্ষণ থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার থেকে প্লাস্টিক এর ব্যবহার বন্ধ করা হয়েছে । তাই প্লাস্টিক ব্যাগ এর ব্যবহার অনেক কমে গেছে ।  আর তাই কাগজের ব্যাগ এর চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে । আপনি চাইলে কাগজের ব্যাগ উৎপাদন এর ব্যবসা শুরু করতে পারেন ।

প্রাথমিক ভাবে শুরু করলে খুব কম ইনভেস্টমেন্ট এ শুরু করতে পারবেন , আর আপনি যদি চান বড়ো করে শুরু করতে তাহলে বেশি ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হবে । কারণ আপনাকে মেশিন পত্র কিনতে হবে এবং বেশি জায়গার প্রয়োজন হবে । এই ব্যবসায় লাভের পরিমান ও বেশ ভালো ।

 

৭. হ্যান্ড স্যানিটাইজার ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

আজ থেকে ২ বছর আগে স্যানিটাইজার এর ব্যাপারে অধিকাংশ মানুষ জানতেন না । আর এর ব্যবহার শুধু মাত্র মেডিকেল ও হাসপাতাল এ হতো । কিন্তু এই কোভিড- ১৯ পরিস্থিতির পর থেকে সকলে স্যানিটাইজার এর গুরুত্ব সম্বন্ধে জেনেছে এবং প্রতিটি মানুষ এটার ব্যবহার করছে । তাই এই স্যানিটাইজার এর চাহিদা অনেক বেশি । এর ব্যবহার বাড়িতে , অফিসে , দোকান গুলিতে আর তার সাথে হাসপাতাল ও মেডিকেল এ তে রয়েছে ।

আমরা এমন পরিস্থিতি দেখেছি যেখানে কিনা অনেকে বেশি টাকা দিয়ে স্যানিটাইজার কিনছিল বাজারে স্যানিটাইজার এর স্টক ছিল না । এইমতো অবস্থায় আপনি একটা স্যানিটাইজার ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য আপনাকে কিভাবে স্যানিটাইজার তৈরী করা হয় সেটা জেনে নিতে হবে এবং খুব অল্প ইনভেস্টমেন্ট এ কিছু কাঁচামাল কিনে তার সাথে প্যাকেজিং এর জন্য কিছু বোতল নিয়ে আপনি শুরু করতে পারেন ।

এই ব্যবসায় একটা সুবিধা হলো গ্রাহক বা কাস্টমার অন্যান্য প্রোডাক্ট এর মতো এটা তে আপনার ব্র্যান্ড ও কোম্পানি লোগো খুঁটিয়ে দেখবে না । শুধু আপনার প্রোডাক্ট এর কোয়ালিটি ও দাম ঠিক থাকলেই চলবে ।
আর আপনি যদি মনে করেন যে কোভিড -১৯ শেষ হয়ে গেলে স্যানিটাইজার এর ব্যবহার বন্ধ হয়ে যাবে , তবে সেটা ভুল ভাবছেন । এটার গুরুত্ব মানুষ বুঝেছে , তাই এটা সবাই ব্যবহার করবে কোভিড চলে যাওয়ার পরেও ।

 

৮. LED বাল্ব এর ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

 

ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

কিছু বছর আগে পর্যন্ত আমরা প্রতিটি বাড়িতে বাল্ব ও সাধারণ টিউব লাইট ব্যবহার করতে দেখতাম । কিন্তু বর্তমানে LED লাইট ব্যবহার করা হয় না এমন কোনো বাড়ি নেই । এর প্রধান কারণ হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় ও বাজেট এর মধ্যে থাকা এই LED লাইট এর দাম । আগে ব্যবহার করা বাল্ব গুলিতে প্রচুর বিদ্যুৎ এর প্রয়োজন হতো এবং দাম ও তুলনামূলক ভাবে বেশি ছিল ।

তাই বর্তমানে সকলে বিদুৎ এর খরচ বাঁচানোর জন্য LED লাইট ব্যবহার করছে । আর শুধু LED বাল্ব এ নয় তার সাথে বিভিন্ন ধরণের LED লাইট আছে যেগুলো বর্তমানে অনেক বেশি সাজ সজ্জার কাজে ব্যবহার করা হয় ,LED লাইট শুধু সাদা নয় সব রং এর ও পাওয়া যায় ।

ভারতে LED লাইট এর চাহিদা প্রথম দিকে না থাকলেও আস্তে আস্তে এর চাহিদা অনেক বেড়েছে এবং ভবিষৎ এ এর চাহিদা আরো বাড়বে । আপনি চাইলে LED লাইট এর উৎপাদন ব্যবসা শুরু করতে পারেন ।

তবে আর একটা কথা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত LED লাইট ম্যানুফ্যাকচারিং ব্যবসা একটু জটিল ও চ্যালেঞ্জিং হতে পারে, অনেক সমস্যা আস্তে পারে প্রথম দিকে কারণ আপনাকে এটা একটা বিশাল বড়ো আকারে ব্যবসা স্থাপন করতে হবে , কারণ LED লাইট প্রতিটি পার্টস বানানো এবং সেটাকে একসাথে করে বাজারজাত করা ।

আপনি চাইলে প্রথম দিকে LED লাইট এর assemble করতে পারেন, আপনি আলাদা পার্টস কিনে এনে assemble করে প্যাকেজিং করে বাজারে বিক্রি করতে পারেন।

 

আপনি কি একজন স্টুডেন্ট ? পড়াশোনার পাশাপাশি কিছু ইনকাম করতে চান? এখানে ক্লিক করুন

 

৯. কাগজ এর ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

আজকের এই ডিজিটাল সময় এ বেশিরভাগই জিনিস অনলাইন এ চলে এসেছে , কিন্তু কাগজ এর চাহিদা কিন্তু কমেনি , অনেকে এটাই ভাবে যে অনলাইন এ অনেক কাজ হয়ে যায় কাগজ এর প্রয়োজন সেরম নেই । কিন্তু সেটা ভুল ।

কাগজ বেশিরভাগ স্কুল , কলেজ গুলোতে ব্যবহার হয় আবার ব্যাবসায়িক লেনদেন ,অফিস গুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় । এমনকি প্লাস্টিক এর নিষেধাজ্ঞার পর থেকে কাগজ এর ব্যাগ এর চাহিদা চার গুন্ বেড়েছে । এটির চাহিদা বেশি হলেও এই ব্যবসা শুরু করতে আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ লাগবে না ।

তবে যেটা লাগবে সেটা হলো ব্যবসা শুরু করার উপযুক্ত একটা জায়গা যেখানে আপনি সহজে কাগজ তৈরী করার মেশিন সেটআপ করতে পারবেন । জায়গার পরিমান নির্ভর করবে আপনি কাগজের আকার , পরিমান এর উপর । আপনার কাগজের ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে আনুমানিক ২-৩ লক্ষ্য টাকা খরচ হবে ।

 

১০. মশলা পাউডার ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া

আপনি যখন রান্না অথবা খাবার এর কথা বলেন তখন যেটা প্রথম মাথায় আসে সেটা হলো মশলা । আর রান্নায় ব্যবহৃত মশলা বলতে আমরা সাধারণত হলুদ, ধনে গুঁড়ো ,লঙ্কা গুঁড়ো , জিরা গুঁড়ো ইত্যাদি । আর এই রান্না ও খাবার গুলি বানানোর জন্য এই মশলার উপর অনেক বেশি নির্ভর। এবার আপনি বুঝতে পারছেন এর চাহিদা কি পরিমান হতে পারে ।

আপনি ইচ্ছা করলে এই ব্যবসা শুরু করতে পারেন খুব কম ইনভেস্টমেন্ট এর মধ্যে । এর জন্য আপনার দরকার একটা মশলা পেশাই করার মেশিন ও একটি প্যাকেজিং এর জন্য মেশিন আর প্রয়োজনীয় কাঁচামাল ,আর চাই এই ব্যবসা সেটআপ করার জন্য উপযুক্ত জায়গা, সেটা আপনি কত বড়ো ভাবে ব্যবসা শুরু করবেন তার উপর নির্ভর করবে ।

মশলার কাজ হলো রান্না ও খাবার এ স্বাদ বাড়ানো , আপনি যদি আপনার প্রোডাক্ট এর গুনগতমান ঠিক রাখতে পারেন , আর মানুষের যদি আপনার মশলার স্বাদ পছন্দ করে , তাহলে আপনাকে এই ব্যবসার ভবিষৎ নিয়ে ভাবতে হবে না । একবার আপনার ব্যবসা দাঁড়িয়ে গেলে পরে আপনি মিট মশলা , চাট মশলা , সবজি মশলা বানাতে পারেন , আর এখন তো আদা , রসুন , পেঁয়াজ পেস্ট ও বিক্রি হয় চাইলে আপনি এটাও আপনার ব্যবসার সাথে যোগ করতে পারেন ।

 

ম্যানুফ্যাকচারিং ব্যবসার শুরুতে অনেক সমস্যা হওয়া টা স্বাভাবিক তাছাড়া সব ব্যাবসায় কম বেশি সমস্যা হয়ে থাকে , এতে ঘাবড়ে যাবার কিছু নেই । আপনি এই 10 টি ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া এর মধ্যে যে কোনো একটি ব্যাবসার বিকল্প বেছে নিয়ে কাজ শুরু করুন এবং সম্পূর্ণ ধৈর্য এর সাথে চেষ্টা করুন , আমি বলছি আপনি সফল হবেন । আর কোনো সমস্যা হলে তো আমরা আছি আপনার সাহায্য করবার জন্য । আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।

ধন্যবাদ

বঙ্গজ্ঞান টীম

 

 

 

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

4 thoughts on “ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান? 10 টি দুর্দান্ত ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া দেখে নিন”

    • আচ্ছা , অতি শীঘ্রই আমরা ব্লগ পোস্ট নিয়ে আসবো এই বিষয়ের উপর , তাই আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন ।

      Reply

Leave a Comment