কিভাবে ফার্মেসি ব্যবসা শুরু করবো ?

5/5 - (1 vote)

আমাদের সমাজে প্রায় প্রত্যেকের বাড়িতেই দরকার পরে ওষুধের, আর মানুষের শরীর খারাপ তো লেগেই রয়েছে তাই আমরা প্রায় দেখি ফার্মেসির দোকান গুলো তে ভিড় লেগেই থাকে, কখনো কোনো ওষুধ কিনতে গেলে আমাদের অনেক্ষন দাঁড়িয়েও থাকতে হয়। গ্রাম হোক বা শহর শীতকাল হোক বা গরমকাল সারাবছরের সর্বশেষ্ঠ ব্যবসা কিন্তু এই ফার্মেসি ব্যবসা কেই বলা হয়ে থাকে।

ফার্মেসি ব্যবসা

খুব বেশি দিন হয় নি আমরা একটি খুব ভয়ংকর মহামারীর হাত থেকে রক্ষা পেয়েছি , Covid 19 নামের সাথে তো আমরা সবাই পরিচিত। সেই মহামারীর সময়ে সব কিছু বন্ধ হয়ে গেছিলো কাপড়ের দোকান থেকে শুরু করে মুদিখানা দোকান খাবারের দোকান সব। শুধু খোলা ছিল ফার্মেসির দোকান কারণ ওষুধেরই সবথেকে প্রয়োজন ছিল তখন , তাই যাই হয়ে যাক একটি ফার্মেসি দোকান বা মেডিক্যাল শপ খুললে খুবই লাভদায়ক ব্যবসা হিসেবে পরিগণিত হবে। 

১. ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য কি কি লাগতে পারে 

একটি ফার্মেসি ব্যবসা শুরু করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে এবং তারই সাথে আমাদের কি কি দরকারি কাগজপত্র বা ডকুমেন্টসের দরকার পড়বে এবং কি কি লাইসেন্সের প্রয়োজন হতে পারে এই সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হবে এবং তার ফলে আপনিও একটি ফার্মেসি ব্যবসা শুরু করে অনেক অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহন করতে পারবেন। 

১.১. শিক্ষাগত যোগ্যতা 

ফার্মেসি ব্যবসা যে কেউ চাইলেই শুরু করতে পারে তবে সেই ক্ষেত্রে কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তো আছেই। ফার্মেসি ব্যবসা করতে গেলে সর্ব প্রথম আপনাকে নূন্যতম SSC পাস্ করতে হবে এবং তারপর আপনি যে এলাকাতে থাকেন সেখানকার কেমিস্ট এবং ড্রাগিস্ট সমিতি থেকে একটি কোর্স করানো হয়ে থাকে তার মেয়াদ থাকে তিন মাস এবং এটি C ক্যাটাগরির মধ্যে পরে, সেই কোর্স টি আপনাকে করে নিতে হবে। 

১.২. দরকারি কাগজপত্র ও লাইসেন্স   

ফার্মেসি ব্যবসা করতে গেলে আপনার প্রথমেই দরকার পড়বে দরকারি কিছু লাইসেন্সের যেগুলি ছাড়া আপনি এই ব্যবসা করতেই পারবেন না। সবারির প্রথমে লাগবে ট্রেড লাইসেন্স যেটি আপনি যেখানে দোকানটি খুলবেন সেই জায়গার পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা পরিষদ থেকে সংগ্র করতে পারবেন। আপনার ব্যবসাটি কি ধরণের এবং কোন স্থানে করবেন সেই অনুযায়ী টাকা খরচ হয়ে থাকে ট্রেড লাইসেন্স বানানোর জন্য। 

তারপর দরকার পড়বে একটি ড্রাগ লাইসেন্সের, এই ড্রাগ লাইসেন্স ছাড়া আপনি ফার্মেসি ব্যবসা শুরু করতে পারবেন না। ১৯৪০ সালের নিয়ম অনুসারে আপনি যেকোনো ওষুধ বা ফার্মেসির দোকান করলে এই লাইসেন্স টি নিতেই হবে , আয়ুর্বেদিক, এলোপ্যাথি ,হোমিওপ্যাথি , সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। এই লাইসেন্স বানানোর জন্য ৪০০০০ থেকে ৪৫০০০ টাকার মতো খরচ হয়ে থাকে। ড্রাগ লাইসেন্স আবেদন করার জন্য আপনার কিছু ডকুমেন্টস এর দরকার হয়ে থাকে যেমন ,

  • ট্রেড লাইসেন্সের ফটোকপি 
  • যদি ভাড়া করা জায়গা হয় তাহলে তার চুক্তিপত্র ও ভাড়া ঘরের মালিকের অনুমতি পত্র 
  • ব্যবসার জায়গার প্রমান 
  • পাসপোর্ট ছবি 
  • ফার্মেসি কোর্স সার্টিফিকেটের ফটোকপি 
  • ব্যাঙ্ক একাউন্ট 
  • ভোটার কার্ড বা প্যান কার্ড 
  • অঙ্গীকারপত্র 
  • টি-আই-এন ফটোকপি 

Note : ফার্মেসি ব্যবসা জন্য আপনার দরকার পরবে একটি দোকান ভাড়া নেওয়া তবে আপনার যদি নিজের দোকান হয় তাহলে তো আর কোনো কোথাও নেই। 

সেরা ১০ টি ইউনিক বিজনেস আইডিয়া

২. ফার্মেসি ব্যবসা বৃদ্ধির জন্য আপনার করণীয় কাজ গুলি কি কি হবে 

যেকোনো ব্যবসা করতে গেলে আমাদের আগে ভাবতে হবে সেখান থেকে লাভ কত টা হবে তার জন্য কিছু কিছু জিনিস মেনে চলতে হবে তাহলেই আপনি এই ব্যবসা থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। 

২.১. সঠিক জায়গা নির্বাচন 

ফার্মেসি ব্যবসা করতে গেলে আপনাকে একটি সঠিক জায়গার নির্বাচন করতেই হবে কারণ অনেক সময় ভালো লোকেশনে দোকান না হবার জন্য ভালো করে ব্যবসাটি বৃদ্ধি পাই না। যেমন ধরুন আমি গ্রামে থাকেন এবং সেই গ্রামের ভেতরে দোকান করে আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ তেমন হবে না তবে সেই গ্রামের রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ড বা বাজারের জায়গায় যেখানে মানুষের ভিড় লেগে থাকে সেই সব জায়গায় করলে আপনার লাভ হবে।

আপনি কোনো জেলা পরিষদ জায়গায় বা থানার কাছে , একটু মফস্বলের দিকেও খুলতে পারেন। কোনো ডাক্তারের চেম্বার অথবা হসপিটাল এর সামনে খুললে আপনার ব্যবসা আরো অনেক দ্রুত এগোবে। এইজন্য আগে একটু মার্কেট রিসার্চ করে নিন তারপর সঠিক জায়গা নির্বাচন করে আপনার এই ফার্মেসি ব্যবসা খুলে ফেলতে হবে। 

মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার দুর্দান্ত আইডিয়া

২.২. রোগীদের সাথে ভালো ব্যবহার 

ফার্মেসি ব্যাবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো আপনার ব্যাবহার কে ভালো করতে হবে যাতে মানুষজন আবার আপনারই দোকানে আসেন।  এখন ফার্মেসি ব্যবসা তে আপনার কম্পিটিশনও বেশি তাই আপনাকে চেষ্টা করতে হবে একটু কিছু আলাদা করার। আপনার দোকানে যারা বয়স্ক মানুষজন আসবেন তাদের জন্য আপনি একটি বেঞ্চ বা চেয়ার দিয়ে রাখলেন , ওষুধের প্রেপক্রিপশন টি ভালো করে বুঝে নিয়ে ওষুধ দেবার সময় ভালো করে বুঝিয়ে প্যাকেট করে দিতে হবে।

আর তারসাথে এটাও বলবেন যে কোনো সমস্যা হলে যেন আপনার দোকানে আসতে আপনি আবার বুঝিয়ে দেবেন। বাচ্চাদের ইনজেকশন দেবার সময় তাদের সাথে একটু মজার ছলে কথা বললেন।  আপনার ফার্মেসি যদি একটু গ্রাম বা মফস্বলে হয় তাহলে চেষ্টা করুন অন্তত দু মাসে একবার বিনামূল্যে ব্লাড পেসার , বা ব্লাড সুগার পরীক্ষা করে দিতে , অথবা রক্তের ব্লাড গ্রুপ বলে দিলেন, আপনার সুবিধে মতো যেকোনো কিছু বিনামূল্যে রাখতে পারেন , এরফলে আপনার সুনাম ও যেমন হবে তেমনই কারোর কোনো অসুখ হলেই আপনার দোকানেই আগে আসবে। 

গ্রামের মধ্যে ব্যবসা শুরু করতে চান ? ১৫ টি সেরা গ্রামে ব্যবসার আইডিয়া

২.৩. ডাক্তারের ব্যবস্থা করা  

ফার্মেসি ব্যবসা করতে গেলে আপনি এই উপায় টি ব্যাবহার করতে পারেন , আপনার ফার্মেসির সাইড এ একটা জায়গায় আপনাকে ব্যাবস্থা করতে হবে ডাক্তারকে নিয়ে আসার জন্য , ফলে সেই ডাক্তার যা ওষুধ কিনতে বলবে সেইসব ওষুধ মানুষজন আপনার দোকান থেকেই কিনবে। আর ডাক্তার থাকার জন্য আপনার দোকানে ভিড় ও বেশি হবে।  প্রথম প্রথম ডাক্তার আনার আগে একটি এনাউসমেন্ট করে দিতে পারেন যে কোন কোন বার কি কি রোগের জন্য ডাক্তার বসবেন। 

২.৪. সব রকম ওষুধের স্টক তুলে রাখা 

মানুষজন ফার্মেসিতে ছুটে যাই ওষুধ পাবার আসায় তাই আপনাকে চেষ্টা করতে যাবে যেন আপনার ফার্মেসিতে সব ধরণের ওষুধ থাকে , কারণ এরকমও অনেক ফার্মেসি আছে যেখানে ওষুধের স্টক কম থাকার কারণে মানুষ বারবার ফিরে যাই ফলে সেটা ব্যাবসার জন্য অত্যন্ত খারাপ প্রভাব পরে , আর যদি আপনার ফার্মেসিতে সেই ওষুধ তা না থাকে তাহলে লিখে নিন এবং যত তাড়াতড়ি সম্ভব সেটা এনিয়ে নেবার ব্যবস্থা করুন। 

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা এর আইডিয়া

৩. ফার্মেসি ব্যবসা করতে গেলে কত পুঁজি লাগতে পারে 

ফার্মেসি ব্যবসা শুরু করতে গেলে প্রথমে ভালো টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। যদি আপনি এই ব্যবসাটি কোনো গ্রাম অঞ্চলের দিকে করেন বা ছোট জেলা অন্তভুক্ত জায়গাতে যদি করেন  কমপক্ষে আপনার ৩-৪ লক্ষ পুঁজি লাগতে পারে।

আর যদি আপনি একটু বড়ো জেলা অথবা শহরের দিকে খোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ৯-১০ লক্ষ মতো লাগতে পারে কারণ সেখানে আপনাকে অগ্রিম ভাড়া দিতে হবে , ওষুধের জন্য রেফ্রিজেটারের ব্যবস্থা করতে হবে এবং সব ধরনের ওষুধ পত্র আপনার দোকানে রাখতে হবেই , যদি আপনি দোকানের ডেকোরেশন এর  দেন তাহলে সেক্ষেত্রেও আপনার বিনিয়োগ এর পরিমান টা আরো বেড়ে যাবে। 

৪. ফার্মেসি ব্যবসা জন্য ওষুধ সংগ্রহ 

ফার্মেসি ব্যবসা শুরু করতে গেলে আমাদের মাথায় সবার প্রথমেই এটাই আসে যে আমরা ওষুধ সংগ্রহ কোথায় থেকে করবো , তবে এটা  চিন্তার তেমন কিছুই নেই কারণ আপনি ফার্মেসি খুললেই অনেক রকম কোম্পানি থেকে আপনার কাছে নিজে থেকেই আসবে ওষুধ বিক্রি করার জন্য।  আপনি সেই ওষুধ বিক্রি করে আপনি তাদের কে পরিশোধ করতে পারবেন। তবে  ব্রান্ডের কোম্পানি আছে যারা তারা টাকা নিয়েই ওষুধ দিয়ে থাকে। আপনি চেষ্টা করবেন ভালো ব্রান্ডের ওষুধ রাখতে আর এটাও খেয়াল রাখতে হবে যে ওষুধের Expiry ডেট না পেরিয়ে যাই। 

  • রেস্টুরেন্ট ব্যবসা বা রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে চান ? মাত্র ৫ টি স্টেপ 

৫. ফার্মেসি ব্যবসা তে লাভ কেমন আছে 

যদি আপনি ঠিকমতো করে এই ব্যবসাটি করতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন। ফার্মেসি বাসাতে মূলত দুই ভাবে লাভ হয়ে থাকে এক হলো আপনাকে যে কোম্পানি গুলো ওষুধ বিক্রয় করছে সেখান থেকে একটা কমিশন আছে ওই মোটামুটি ১৭% থেকে ২০% মতো হয়ে থাকে, আবার আপনি বাইরে থেকে ওষুধ সংগ্রহ করে যেটা আপনার দোকানে বিক্রি করছেন সেখান থেকেও আপনি ভালো পরিমানে লাভ করতে পারবেন। আর আপনার এই ব্যবসাটির লোকেশন যদি ভালো হয় তাহলে তো কোথায় নেই আপনি মাসে ২-৩ লক্ষ পর্যন্ত উপার্জন করতে পারবেন। 

একনজরে : আজকে এই পোস্ট থেকে আমরা কি কি জানলাম 

প্রথমেই আমরা জানলাম যে ফার্মেসি ব্যবসা করতে গেলে কিরকম শিক্ষাগত যোগ্যতার দরকার পরে এবং এই ব্যাবসার জন্য আমাদের কি কি লাইসেন্সের দরকার পড়তে পারে। তারপর জানলাম ফার্মেসি ব্যবসা বৃদ্ধির জন্য আমাদের করণীয় কাজ গুলি কি হতে পারে এবং এই ব্যবসাতে কত পুঁজি লাগতে পারে। 

আমরা আশা করি আমাদের আজকের এই পোস্ট থেকে আপনি ফার্মেসি ব্যবসা সম্মন্ধে যাবতীয় তথ্য পেয়েছেন, আর এছাড়াও যদি এই ব্যাবসা নিয়ে আরো ও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। 

আমাদের আজকের এই পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জন বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।  আর এরকম নিত্যনতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন, এবং আমাদের সহযোগিতা করতে থাকুন। 

ধন্যবাদ  

বঙ্গজ্ঞান টিম

 

শেয়ার করুন:

নমস্কার , বঙ্গজ্ঞান ওয়েবসাইটে আপনাদের স্বাগত , আপনাদের বিভিন্ন বিষয়ে যেমন ব্যবসা , ক্যারিয়ার , কম্পিউটার জ্ঞান , ইন্টারনেট ইত্যাদির উপর আমরা তথ্য নিয়ে আসি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার । আমাদের উদ্দেশ্য আপনাদের সবার কাছে বাংলা ভাষায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

Leave a Comment